AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Nail art: লকডাউন পরবর্তী সময়ে দারুণ জনপ্রিয় এই ৫ নেল আর্ট ট্রেন্ড! জানতেন…

Nail art design: পোশাকের ক্ষেত্রে যেমন পোলকা ডট ট্রেন্ডিং তেমনই নেল আর্টের ক্ষেত্রেও এই পোলকা ডট এখন ইন

Nail art: লকডাউন পরবর্তী সময়ে দারুণ জনপ্রিয় এই ৫ নেল আর্ট ট্রেন্ড! জানতেন...
যে ভাবে রাঙিয়ে তুলবেন সাধের নখ
| Edited By: | Updated on: Nov 16, 2021 | 4:32 PM
Share

খুব বেশি চিন্তায় পড়লে একদল যেমন নখ খেতে ব্যস্ত থাকে তেমনই অনেকে আবার এই নখ নিয়েই ভীষণ রকম খুঁতখুঁতে। সযত্নে নখ বাড়ান, সুন্দর রঙে নখ রাঙিয়ে রাখেন আবার সময়মতো দাঁতের সাহায্য ছাড়াই নখগুলির সুন্দর শেপও বজায় রাখেন। এছাড়াও কিছু মানুষ আছেন, যাঁরা নিমমাফিক নখেরও পরিচর্যা করান।

ম্যানিকিওরের কথা আমরা সকলেই জানি, কিন্তু এই লকডাউনে বিশেষ একটি চাহিদা বৃদ্ধি পেয়েছে। তা হল নেল আর্ট। কেউ যেমন একটি রঙ দিয়েই দারুণ সুন্দর নকশা তুলছেন তেমনই কেউ নতুন শেড, টেক্সচার নিয়েও নাড়াচাড়া করছেন। আর নখে পছন্দের রঙের ছোঁয়া দিতে আজকাল অনেকেই আগেভাগে বুকিং সেরে রাখছেন। লকডাউনে বিশ্বজুড়েই বেড়েছে নেল আর্টের চাহিদা। লন্ডনের দুই সেলেব্রিটি ম্যানিকিউরিস্ট মিশেল হ্যাম্পফ্রে এবং শ্যান আলফোনসো এবং ভারতের ওপিআই এডুকেশনের যৌথ সমীক্ষায় সামনে এসেছে এমন তথ্য।

তাঁদের মতে, ভারতে ম্যানিকিওর এবং নেল আর্টের দিকে আগের তুলনায় অনেক বেশি মানুষ এখন ঝুঁকছেন। অনেকেই নেল এক্সটেনশনের মাধ্যমে যেমন প্রাকৃতিক নখ চাইছেন তেমনই অনেকে আবার পছন্দ করছে্ন নিত্য নতুন টেক্সচার। নেল আর্টের কোন ট্রেন্ডগুলি এখন সবচেয়ে বেশি জনপ্রিয়, দেখে নিন এক নজরে।

প্রাকৃতিক নখই পছন্দের (Natural nails)- যাঁরা প্রথম বার নেল আর্ট করাচ্ছেন তাঁরা সকলেই ঝুঁকছেন প্রাকৃতিক নখের দিকে। এই নখ যেমন দেখতে ভালো লাগে তেমনই কম সময়ের মধ্যেও বানানো যায়। সেই সঙ্গে ম্যানেজ করার ঝক্কিও কম। তাই এই Fuss-free ডিজাইন অনেকেরই পছন্দ। এই নেল আর্টের সুবিধে হল, নিজের নখের সঙ্গে সঙ্গে এই প্রাকৃতিক নখও বাড়তে থাকে। ফলে পরবর্তীতে বেমানান লাগে না।

অ্যাবস্ট্র্যাক্ট নেল (Abstract nails) – এই মুহূর্তের সবচেয়ে জনপ্রিয় নেল আর্ট ট্রেন্ড হল এই অ্যাবস্ট্র্যাক্ট ট্রেন্ড। এই নেল আর্টের স্থায়িত্ব অন্য আর্টের তুলনায় বেশি। সেই সঙ্গে দুটো রঙের কনট্রাস্টে এই আর্ট হয়। পশ্চিমী পোশাকের সঙ্গে দেখতেও কিন্তু বেশ লাগে।

ফ্রেঞ্চ নেল আর্ট (French nail art) – দুটো রঙের লেয়ারে আঁকা হয় এই নেল আর্ট। এই নেল আর্ট যেমন সূক্ষ্ম হয় তেমনই দেখতেও কিন্তু ক্লাসি। মিশেল হ্যাম্পফ্রের পরামর্শ, যাঁরা ফ্রেঞ্চ নেল আর্ট করছেন তাঁরা যদি প্যাস্টেল রং ব্যবহার করেন তাহলে দেখতে ভাল লাগবে। সুন্দর লম্বা নখ হলেই কিন্তিু এই নেল আর্ট ভাল লাগবে।

পোলকা ডট (easy polka dots) – পোশাকের ক্ষেত্রে যেমন পোলকা ডট ট্রেন্ডিং তেমনই নেল আর্টের ক্ষেত্রেও এই পোলকা ডট এখন ইন। টুথপিক কিংবা পেন্সিল টিপ দিয়েই বানানো হয় ছোট্ট ছোট্ট এই পোলকা ডট। লাল, গোলাপি, সবুজ, আকাশি এই রকম রঙের পোলকা ডট নখে দেখতেও ভালো লাগে। তবে এই পোলকা ডট আঁকার আগে বেস কিন্তু ভালো করে শুকিয়ে নিতে ভুলবেন না।

কালার ব্লকড নেল (Colour blocked nails) – দুটো রং দিয়েই আঁকা হয় এই নেল আর্ট। এই আর্টে ফ্লোরাল ডিজাইন বেশ ভালো লাগে বলে জানিয়েছেন আলফোনসো। এই নখে অতিরিক্ত পালিশেরও প্রয়োজন পড়ে না। কিন্তু দেখতে ভীষণ ট্রেন্ডি। এই নখের সঙ্গে মানাসই মেকআপ হলে তবেই কিন্তু দেখতে ভালো লাগে।

আরও পড়ুন: Winter Skin Care Tips: শীতের মরসুমে ত্বকের সুস্থতার জন্য কোন কোন জিনিস কাছে রাখা আবশ্যিক! জানুন এখানে…