AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Abstract Print In Fashion: অ্যাবস্ট্রাক্ট আর্টের ছোঁয়ায় প্রিন্টেড শাড়ি-শার্টে নতুন Summer Trend, জনপ্রিয় হচ্ছে ভিনধারার cool fashion

Summer Fashion: শিল্প এবং সমাজ ভাবনা প্রতিফলিত হয় ফ্যাশনে। পরবর্তীতে এই অ্যাবস্ট্রাক্ট আর্টও বিষয় হিসেবে বেছে নেন ফ্যাশন ডিজাইনাররা। ২০ শতক থেকে ফ্যাশনে তা তুলে ধরতে থাকেন ডিজাইনাররা

Abstract Print In Fashion: অ্যাবস্ট্রাক্ট আর্টের ছোঁয়ায় প্রিন্টেড শাড়ি-শার্টে নতুন Summer Trend, জনপ্রিয় হচ্ছে ভিনধারার cool fashion
ফ্যাশনে বিমূর্ত ভাবনা
| Edited By: | Updated on: Apr 26, 2023 | 2:38 PM
Share

উনিশ শতকের শেষে নব্য শিল্পীরা মনে করলেন নতুন কিছু তৈরি করা প্রয়োজন। যার সঙ্গে প্রযুক্তি, বিজ্ঞান এবং দর্শনশাস্ত্রের যোগ থাকবে। বিভিন্ন তাত্ত্বিক বিচার ও বিশ্লেষণের পর সেই সব ধারণা এমনভাবে এঁকেছিলেন শিল্পীরা যা সর্বস্তরের সামাজিক ও বুদ্ধিজীবী মহলে প্রতিফলন ফেলেছিল। বিভিন্ন আকৃতি, রং, ভাষা, চিহ্ন এবং লাইনের ব্যবহার করে একটি চিত্র বিন্যাস তৈরি করতেন শিল্পীরা। বিমূর্ত শিল্পের ধারণা প্রথম উদ্ভূত হয় ইউরোপে, সেখান থেকে তা সমাদৃত হয়ে ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে। নবজাগরণের পরবর্তী সময়ে এবং উনিশ শতকের মাঝামাঝি সময় থেকেই উদ্ভূত হয় এই বিমূর্ত শিল্পের ধারণা। এই শিল্পে মিশে যায় কল্পনা এবং বাস্তবের ভাবনা। জ্যামিতি, রৈখিক গড়ন এসবই তুলে ধরা হয় এই অ্যাবস্ট্রাক্ট আর্টের মাধ্যমে। রোমান্টিসিজম, এক্সপ্রেশনিজম, ইমপ্রেশনিজমের মিলিত প্রভাব পড়েছিল এই বিমূর্ত শিল্প ভাবনায়। উনিশ শতকের শেষভাগ থেকে এই অ্যাবস্ট্রাক্ট আর্ট আরও বেশি করে সমাজে ছড়িয়ে পড়ে।

শিল্প এবং সমাজ ভাবনা প্রতিফলিত হয় ফ্যাশনে। পরবর্তীতে এই অ্যাবস্ট্রাক্ট আর্টও বিষয় হিসেবে বেছে নেন ফ্যাশন ডিজাইনাররা। ২০ শতক থেকে ফ্যাশনে তা তুলে ধরতে থাকেন ডিজাইনাররা। প্যারিসে এই শিল্প প্রথম জনপ্রিয় হয় এরপর তা ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে। আর বর্তমানে ওয়াল পেন্টিং থেকে পোশাক এই বিমূর্ত আর্ট রয়েছে সর্বক্ষেত্রে। তবে এই ডিজিটাল প্রিন্টের সঙ্গে অ্যাবস্ট্রাক্ট প্রিন্টের ফারাক রয়েছে। ডিজিটাল প্রিন্টে অন্তত ৪ টি রং থাকে আর অ্যাবস্ট্রাক্ট প্রিন্টে একটাই রং থাকে।

দিন বদলেছে, মানুষের রুচিও বদলেছে। বেস রঙের পরিবর্তে অনেকেই অ্যাবস্ট্রাক্ট প্রিন্ট পছন্দ করছেন। গত দু বছর ধরে ফ্যাশনের আঙিনাতেও এই প্রিন্টের আনাগোনা বেড়েছে। শাড়ি, শার্ট, স্কার্ট, ড্রেস, টপে এখন থাকছে অ্যাবস্ট্রাক্ট প্রিন্ট।  গরমের কুল ক্যাজুয়াল ফ্যাশনে অনেকেই বেছে নিচ্ছেন এই প্রিন্ট। মূলত সার্চিন বা সিল্কের উপর থাকছে এই আর্টট প্রিন্ট। সলিড বেস যেমন সাদা, নীল কিংবা গোলাপির সঙ্গে মিক্স অ্যান্ড ম্যাচ করেই পরার ট্রেন্ড বেড়েছে। অ্যাবস্ট্রাক্ট প্রিন্টের টি-শার্টও রয়েছে। ডেনিমের সঙ্গে এই টি-শার্ট, সাদা ফ্রেমের সানগ্লাস হলে আর কিছুই লাগে না। এমনকী ফ্যাশন শো-তেও অনেকে থিম হিসেবে বেছে নিচ্ছেন এই প্রিন্ট। না জেনে হয়তো আপনিও কিনেছেন আর তাই এবার জেনে কিনে পরুন। তাহলে ফ্যাশানও সেই মত করতে পারবেন।