AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bappi Lahiri Fashion: ‘ডিস্কো কিং’-এর সোনার প্রতি ভালবাসার পিছনে রয়েছে হলিউডের যোগ!

Bappi Lahiri Death: তিনি বলেছিলেন তাঁর প্রিয় উক্তি হল 'গোল্ড ইজ় মাই গড'। 'গোল্ড ম্যান'-এর সোনার প্রতি ভালবাসার পিছনে আর এক কিংবদন্তি মিউজ়িশিয়ানের অবদান রয়েছে। তিনি হলেন আমেরিকান রকস্টার এলভিস প্রেসলি।

Bappi Lahiri Fashion: 'ডিস্কো কিং'-এর সোনার প্রতি ভালবাসার পিছনে রয়েছে হলিউডের যোগ!
গানের পর তাঁর অন্যতম প্রিয় জিনিস ছিল সোনা।
| Edited By: | Updated on: Feb 16, 2022 | 12:37 PM
Share

সঙ্গীতের জগতে ফের নক্ষত্র পতন। প্রয়াত সুরকার এবং গায়ক (Music Composer and Singer) বাপ্পি লাহিড়ি (Bappi Lahiri)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর। পিটিআই সূত্রে খবর, বুধবার মুম্বইয়ের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। প্রায় পাঁচ দশক ধরে নিজের গানে নাচিয়ে গেছেন তিনি। বলিউডের ‘ডিস্কো বয়’ নামেই পরিচিত বাপ্পি লাহিড়ি তাঁর হাসিমুখ, সকলের সঙ্গে মিলেমিশে থাকার স্বভাবই সঙ্গীত জগৎ থেকে সাধারণ মানুষের মধ্যে তিনি জয়প্রিয় ছিলেন। আরেকটি নামেও তিনি জনপ্রিয় ছিলেন, তা হল ‘গোল্ড লাভার’ (Gold)।

গানের পর তাঁর অন্যতম প্রিয় জিনিস ছিল সোনা। গহনার প্রতি তাঁর ভালবাসা বার বার দেখা গেছে। হাতের ব্রেসলেট, আংটি থেকে শুরু গলার চেন- সব সময় সোনা পরে থাকতেন ‘ডিস্কো কিং’। ২০২১-এর ধনতেরাসে বহুদিনের স্বপ্ন‌ পূরণ হয়েছিল তাঁর। কিনেছিলেন একটি সোনার কাপ। ভক্তদের সামনে যখনই আসতেন সোনায় দেখা যেত তাঁকে। এটাই ছিল তাঁর ফ্যাশন এবং স্টাইল। ইনস্টাগ্রামে তিনি বলেছিলেন তাঁর প্রিয় উক্তি হল ‘গোল্ড ইজ় মাই গড’ (সোনা আমার ভগবান)।

‘গোল্ড ম্যান’-এর সোনার প্রতি ভালবাসার পিছনে আর এক কিংবদন্তি মিউজ়িশিয়ানের অবদান রয়েছে। তিনি হলেন আমেরিকান রকস্টার এলভিস প্রেসলি। এক সাক্ষাৎকারে বাপ্পি লাহিড়ি জানিয়েছিলেন, এলভিস প্রেসলি সোনার চেন পরতেন। আমি সেটা খুবই পছন্দ করতাম। সেইসময় আমি ভাবতাম, যখন আমি প্রতিষ্ঠিত হব, তখন আমি নিজের একটা আলাদা ইমেজ তৈরি করব। এরপর যখন আমি সফল হই, সোনার কেনার আর্থিক ক্ষমতা অর্জন করি, তখন আমি একের পর এক গয়না কিনি। সোনা আমার জন্য খুবই লাকি।

প্রথমের দিকে শুধুই সোনার গয়না পরতে দেখা যেত ‘ডিস্কো কিং’কে। এরপর ২০১০-এর আশেপাশে তিনি ‘লুমিনেক্স ইউনো’ নামের একটি ধাতু ব্যবহার করা শুরু করেন। তখন সমস্ত সোনার গহনা ত্যাগ করেছিলেন তিনি। লুমিনেক্স ইউনো নামক এই ধাতু বেশ মূল্যবান বিকল্প হিসেবে ধরা হত সোনার গয়না প্রস্তুতকারী ও বিনিয়োগকারীদের জন্য। এই বিষয়ে তিনি জানিয়েছিলেন, “লুমিনেক্স ইউনো ধাতু তৈরি করা হয় সোনা, প্ল্যাটিনাম আর রূপা দিয়ে। আমি নিশ্চিন্তে এই ধাতুর প্রচার করতে চাই।”

সময়ের সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে ফ্যাশনকে মানুষের সামনে পৌঁছে দেওয়ার প্রবণতা ছিল তাঁর মধ্যে। আর আজ সেই জনপ্রিয় সুরকার এবং গায়কের এ হেন আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ গোটা দেশ।

আরও পড়ুন: লাল শাড়ি, কানের দুল আর ছোট্ট সবুজ টিপ…! ‘কাভি খুশি কাভি গম’-এর কাজলের লুক মন পড়ছে?