Monami Ghosh: নিজের প্রেমেই মগ্ন মনামী, তবে Smokey Eyes-এ কী খুঁজছেন তাঁর ফ্যানেরা?

Eye Make up: শাড়ি থেকে ওয়েস্টার্ন সব রকম পোশাকে দিব্য মানানসই। এছাড়াও মনামী ঘুরতে যেতে ভালবাসেন। সময় পেলেই বেরিয়ে পড়েন ভ্রমণে। সম্প্রতি মনামী তাঁর ইন্সটাগ্রামে দারুণ কিছু ছবি শেয়ার করেছেন। সেই ছবি শেয়ার করে ক্যাপশনে মনামী লিখেছেন যে তিনি নিজেকেই সবচাইতে বেশি ভালবাসেন

Monami Ghosh: নিজের প্রেমেই মগ্ন মনামী, তবে Smokey Eyes-এ কী খুঁজছেন তাঁর ফ্যানেরা?
কেমন লাগছে মনামীকে
Follow Us:
| Edited By: | Updated on: Dec 01, 2023 | 4:28 PM

তাঁর গ্ল্যামারের ছটায় লজ্জা পাবে ষোড়শীরাও। তিনি হলেন বং ডিভা মনামী ঘোষ। বয়স যে তাঁর চল্লিশ ছুঁতে চলেছে তা দেখে বোঝার উপায় নেই। আজ থেকে ২৫ বছর আগেও তিনি যেমন ছিলেন এখনও ঠিক তেমনই আছেন। শরীরের কোথাও অতিরিক্ত মেদ জমেনি। সেই সঙ্গে ভরপুর তাঁর লাবণ্য। মডেলিং আর টেলিভিশন দিয়েই কেরিয়র শুরু করেন তিনি। একটা সময়ে বাঙালির ড্রইংরুমে দাপিয়ে বেড়াতেন মনামী। এখন সিরিয়ালের পাশাপাশি সিনেমা, ওয়েব সিরিজ, রিয়্যালিটি শো- সব খানেই তাঁর অবাধ দ্বার। অভিনয়ের পাশাপাশি যাশন আর ডান্স নিয়েও ভীষণ প্যাশনেট তিনি। মনামীর ফ্যাশন যেমন নজর কাড়া তেমনই এই ফ্যাশন নিয়ে একাধিক এক্সপেরিমেন্টও তিনি করেন। ফ্যাশন নিয়ে খুবই আপ টু ডেট থাকেন মনামী।

শাড়ি থেকে ওয়েস্টার্ন সব রকম পোশাকে দিব্য মানানসই। এছাড়াও মনামী ঘুরতে যেতে ভালবাসেন। সময় পেলেই বেরিয়ে পড়েন ভ্রমণে। সম্প্রতি মনামী তাঁর ইন্সটাগ্রামে দারুণ কিছু ছবি শেয়ার করেছেন। সেই ছবি শেয়ার করে ক্যাপশনে মনামী লিখেছেন যে তিনি নিজেকেই সবচাইতে বেশি ভালবাসেন। অফ হোয়াইট-গোল্ডেন কম্বিনেশনের সিল্কের শাড়ি, গোল্ডেন ডিপকাট ব্লাউজে তাঁকে দেখতে লাগছে অসাধারণ। সঙ্গে সবুজ রঙের স্টোন সেটিং মাল্টি লেয়ারের একটি হার পরেছেন তিনি। শাড়ি-ব্লাউজের মনোক্রম ভেঙেছেন এই মিনেকারি জড়োয়ার গয়নাতে। কানে স্টাড ইয়াররিং, কপালে ছোট্ট লাল টিপ, চুলে খোঁপা- সব মিলিয়ে ভীষণ সুন্দর লাগছে তাঁকে। বলা যায় এই লুকে একেবারে অন্যরকম হয়ে ধরা দিয়েছেন তিনি। আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখে মুগ্ধ মনামী। তবে তাঁর ফ্যানেরা মুগ্ধ অন্য কিছুতে।

এই শাড়ি যেমন সুন্দর করে পরেছেন তেমনই সুন্দর তাঁর মেকআপও। মেকআপে শিমারের আধিক্য থাকলেও ঠোঁট রাঙিয়েছেন ন্যুড শেডে। সবথেকে যত্ন নিয়ে চোখ এঁকেছেন। কথায় বলে চোখ হল মানুষের মনের আয়না। মনের যাবতীয় কথা পড়ে ফেলা যায় দু চোখেই। আর সেই চোখই বলে দিচ্ছে না বলা অনেক কথা। মনামী এই ছবি পোস্ট করতেই কমেন্ট বক্সে উড়ে এসেছে একাধিক মন্তব্য। সকলেই তাঁকে ভরিয়ে দিয়েছেন ভালবাসায়। মনামীর এই দু চোখে যে কোনও কেউ হারিয়ে যেতে পারেন মুহূর্তে। আপনি ছবিটি দেখেছেন তো?