মহিলাদের রাত পোশাক মানে আর যাই হোক আরামদায়ক হতেই হবে। সারাদিনের টাইট জিন্স, অফিসের পোশাক কিংবা অন্যান্য ব্যস্ত কর্মসূচীর পরে, দিনান্তে খোলামেলা পোশাক পরাটা অত্যন্ত প্রয়োজনীয়। রাতে ঘুমনোর আগে কখনওই টাইট কোনও জামাকাপড় পরা একেবারেই উচিত হবে না। মনে রাখবেন, আপনার ত্বকও নিঃশ্বাস নিয়ে থাকে।
রাত পোশাক অনেক রকমের হয়, তবে সেই সমস্ত পোশাকের মধ্যে একটা সাধারণ ব্যাপার থাকে, তা হল, আরাম। আরাম না থাকলে রাত পোশাকের আসল উদ্দেশ্যটাই পূরণ হয় না। রাত পোশাক স্টে ওভার পার্টিতে কিংবা হোল নাইট হ্যাংআউটের ক্ষেত্রেও কাজে আসে। আজকের দিনে আবার নাইট ড্রেসের মধ্যেও নানা রকম স্টাইল লক্ষণীয়।
প্লে-সুট:
বন্ধুদের সঙ্গে রাত জেগে হইহুল্লোড় হোক বা পাজামা পার্টি, শর্ট লেংথের প্রিন্টেড প্লে-সুট তার জন্য একদম আদর্শ। যদিও রাতে পরে শোওয়ার জন্য ফুল লেংথ প্লে-সুট পাওয়া যায়। তবে আরাম পেতে গেলে শর্ট লেংথই ভাল।
শর্টস:
পাজামা পরে শুতে অপছন্দ হলে কিনে ফেলুন শর্ট সেট। নরম ঢিলেঢালা টি-শার্ট আর হাফ প্যান্ট। এতে মারাত্মক বেশি আরাম হয়। এটা সেট হিসেবে পাওয়া গেলেও রঙ বা প্রিন্ট ম্যাচ করে আপনি আলাদা আলাদা করেও কিনতে পারেন।
নাইটি:
সত্যি বলতে নাইটির চেয়ে আরামদায়ক রাত পোশাক দুনিয়ায় নেই। সব বয়সের মহিলাদের পছন্দ এই নাইটি। ওল্ড স্কুল টাইপ থেকে যারা এক পা হলেও এগিয়ে থাকতে চান তারা চেনা নাইটিতেই এমব্রয়ডারি, প্রিন্ট, লেস, স্যাটিন এইসব টাইপ খুঁজে নিতে পারেন।
ঢিলে নাইট সুট:
এটা আর কিছুই না, এ লাইন পোশাক যার ঝুল হাঁটু পর্যন্ত। আরামদায়ক ফ্যাব্রিক দিয়ে তৈরি হয়ে তাই এটা পরে দারুণ ঘুম আসে। আর মজার বিষয় হল যে কোনও শেপের বডিতে এটা দিব্যি মানিয়ে যায়।
স্লিপ শার্ট:
বেশ আরামদায়ক নাইট ওয়্যার বা রাতপোশাক হল স্লিপ শার্ট। ঢিলেঢালা হওয়ার জন্য এই পোশাকে হাওয়া বাতাস ঢোকা বেরনোর অফুরন্ত জায়গা থাকে। আপনি ফুল হাতা বা ছোট হাতা যে কোনও রকম বেছে নিতে পারেন। হাতা গুটিয়ে ভাঁজ করেও রাখা যায়। স্লিপ শার্ট পাওয়া যায় ফ্লোরাল এবং ফাঙ্কি প্রিন্টে। তাই ফ্যাশনেও দশে দশ।
কিউট পাজামা-টপ:
কলেজ পড়ুয়া মেয়েদের হট ফেভারিট হল এই পাজামা সেট। স্টাইল আর আরাম এই দুটোই পাওয়া যায় এই রাতপোশাকে। আগে এই পাজামা সেট খুব সাদামাটা হত। এখন নানারকমের ফাঙ্কি প্রিন্ট, রঙ এবং প্যাটার্নে পাজামা সেট পাওয়া যায়। মিষ্টি একটা পাজামা সেটের সঙ্গে কিউট স্লিপারের সুপার জুটিতে আপনাকেও মিষ্টি দেখাবে।
কেপ্রি:
শর্ট সেটের আরও একটু ফ্যাশন পয়েন্ট যোগ করতে হলে নিয়ে আসুন কেপ্রি সেট। কেপ্রি এমনিতেই খুব কমফোর্টেবল। তার সঙ্গে মানানসই টি শার্ট থাকলেই সেট কমপ্লিট। এটা গরম ও শীত দুটো ঋতুতেই পরা যায়।
আরও পড়ুন: Wedding Dresses 2021: ফ্যাশনেবল পোশাকেও চমক প্লাস-সাইজ কনের! নজর কাড়তে কেমন পোশাক বাছবেন, জানুন