AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Black Beauty: কালোই যখন জগতের আলো, এমন রঙে কী ভাবে করবেন বাজিমাত?

Fashion And Style: কালো পোশাকের সঙ্গে গয়না, মেকআপ যৎসামান্য লাগে। কালো রঙের ব্যাপ্তি এতটাই যে অন্য সবকিছু ঢাকা পড়ে যায়। স্লিক সিলভার জুয়েলারি বা স্টোন সেটিং কিছু কিনতে পারেন। বা কানে ছোট্ট স্টাড ইয়াররিং আর গলায় একটা পেনডেন্ট

Black Beauty: কালোই যখন জগতের আলো, এমন রঙে কী ভাবে করবেন বাজিমাত?
কালোতেই হোক স্টাইলিং
| Edited By: | Updated on: Nov 19, 2023 | 9:30 AM
Share

কালো রঙ-কে অনেকে অনেক ভাবে ব্যখ্যা করে থাকেন। কেউ বলেন অশুভ, কেউ বলেন অসুরের প্রতীক। এই কালো রঙের মধ্যে যেমন অন্ধকার লুকিয়ে রয়েছে তেমনই আছে বিষন্নতাও। যা কিছু খারাপ তার সঙ্গেই জড়িয়ে রয়েছে এই কালো রং। তবে এই রঙের তুলনা নেই। কালো রং এতই বেশি জমকালো যে এর পাশে অন্য কোনও কিছু স্থান পায় না। পার্টির থিমে সবথেকে বেশি প্রাধান্য পায় এই রং। মেয়েদের ফ্যাশনেবল ড্রেসের মধ্যে কালো রঙের চাহিদা সবচাইতে বেশি। সাধারণ একটা কালো শাড়ি-ব্লাউজে যে লুক খুব সহজে তৈরি করা যায় তা আর অন্য কোনও পোশাকে পারা যায় না। হলি-বলি-টলির নায়িকাদেরও অনেকের পছন্দের তালিকায় রয়েছে এই কালো রং।

পার্টির মরশুম শুরু হয়ে গিয়েছে। বন্ধুদের বিয়ে, অ্যানিভার্সিরি, জন্মদিনের পার্টি এসব এখন লেগেই থাকবে। এছাড়াও শীতে পার্টি অনেক বেশি থাকে। আর তাই পার্চিতে যাওয়ার আগে বেছে নিতে পারেন কালো রঙের পোশাক। যদিও শুভ অনুষ্ঠানে অনেকেই কালো পরেন না এড়িয়ে চলেন। এক্ষেত্রে তা তাঁর একেবারে ব্যক্তিগত সিদ্ধান্ত। তবে যদি কালোই হয় পছন্দের রং তাহলে এই রঙের পোশাক পরতে দ্বিধা করবেন না। কালোতে পার্টি ওয়্যার সবচাইতে বেশি পাওয়া যায়। নিজের পছন্দমতো শেপে কিনতেই পারেন। কালো উষ্ণ রং। এই রঙের পোশাকে ছবি যেমন সুন্দর আসে তেমনই শরীরও গরম থাকে। শীতের দিনে এমন কালো রঙের পোশাক পরলে অন্য কিছু পরার প্রয়োজন থাকে না। ছেলেদের ওয়ার্ড্রোবে কালো শার্টের সংখ্যা সবচাইতে বেশি থাকে। কোনও অনুষ্ঠানে যাওয়ার থাকলে সহজেই ট্যুইনিং করে নিতে পারবেন।

কালো পোশাকের সঙ্গে গয়না, মেকআপ যৎসামান্য লাগে। কালো রঙের ব্যাপ্তি এতটাই যে অন্য সবকিছু ঢাকা পড়ে যায়। স্লিক সিলভার জুয়েলারি বা স্টোন সেটিং কিছু কিনতে পারেন। বা কানে ছোট্ট স্টাড ইয়াররিং আর গলায় একটা পেনডেন্ট। ব্যাস অন্য আর কিছুই প্রয়োজন নেই। কালো রং শরীরের অতিরিক্ত চর্বিকেও কিন্তু ঢেকে দেয়। তাই কালো ুপোশাক পরতে হলে অতশত না ভেবে পরেই ফেলুন।