New Year Fashion Tips: নিউ ইয়ারের রাত জুড়ে চলবে পার্টি, কেমন হবে আপনার ফ্যাশন? এই টিপসগুলো জেনে নিন…

TV9 Bangla Digital | Edited By: শোভন রায়

Dec 27, 2021 | 9:39 AM

নিউ ইয়ার এসে গেল। এবার সেই নিউ ইয়ারের পার্টিতে কেমন হবে আপনার সাজ? এক নজরে নিম্নলিখিত এই সাজেশনগুলো দেখে নিন...

New Year Fashion Tips: নিউ ইয়ারের রাত জুড়ে চলবে পার্টি, কেমন হবে আপনার ফ্যাশন? এই টিপসগুলো জেনে নিন...

Follow Us

নিউ ইয়ার আসন্ন, এক সপ্তাহও বাকি নেই আর। এই অবস্থায় বন্ধুদের সঙ্গে পার্টির প্ল্যান তো করেই ফেলেছেন নিশ্চয়ই। তা না হলেও, আপনার বাড়িতেই হয়তো হতে চলেছে পার্টি। সেখানে কেমন সাজবেন, তা নিয়ে ভেবে ভেবে মাথা খারাপ করে ফেলতে হবে না নিউ ইয়ার পার্টির পোশাক কেমন হবে, কেমনই বা হবে আপনার মেকআপ সেই বিষয়ে আপনার জন্য কয়েকটি বিশেষ পরামর্শ দেওয়া হল।

লাল ড্রেস:

আপনি লাল রঙের যেরকম ইচ্ছে ওয়েস্টার্ন ওয়ান পিস ড্রেস পরতে পারেন। আপনার কম্ফোর্ট অনুযায়ী আপনি হাঁটু ঝুল বা গোড়ালি ঝুলের ড্রেস পরতেই পারেন। শিমার পরতে পারেন। লাল শিমারের থেকে অ্যাট্রাক্টিভ আর কী বা হতে পারে। তার সঙ্গে পরুন লাল ম্যাট লিপস্টিক। জুতোর দিকেও সতর্ক হন ।

লেদার জ্যাকেট:

আপনি হালকা জর্জেট ড্রেসের উপর একটি লেদার জ্যাকেট পরে নিতে পারেন। তবে এইক্ষেত্রে ড্রেসটি হাঁটু দীর্ঘ হলেই ভাল হয়। লেদার জ্যাকেট সামগ্রিকভাবে আপনার ফ্যাশনের মান অনেকটা উন্নত করে তুলতে পারে।

শিমার টপ:

আপনি জিন্স বা অন্য় কোনও ট্রাউজার পরুন। তার সঙ্গে পরুন শিমার টপ। শিমার টপ ও শিমারি আইজে আপনিই মোহময় হয়ে উঠুন। তার সঙ্গে সামঞ্জস্য রেখে পরুন লিপস্টিক । আপনাকে দারুণ দেখাবে।

রিপড জিন্স:

রিপড জিন্স যেমন ক্যাজুয়াল ওয়্যার হিসেবেও পরতে পারেন । একইসঙ্গে কোনও পার্টিতেও এই রিপড জিন্স পরতে পারেন। নিউ ইয়ার পার্টিতে আপনি এই রিপড জিন্স পরে নিন। তার সঙ্গে পছন্দের সোয়েট টিশার্ট পরুন। গলায় জড়িয়ে নিন স্কার্ফ। আপনাকে দেখতে লাগবে বেশ সুন্দর। নুড শেড থাকুক ঠোঁটে।

ব্যাগ:

শুধু পোশাকের দিকেই নজর দিলে চলবে না। একই সঙ্গে ব্যাগের প্রতিও সতর্ক হতে হবে। আপনি কোন পোশাকের সঙ্গে কোন ব্যাগ ভাল মানাবে, সেই মতো ব্যাগ নিন। একটা ব্যাগ আপনার লুক কিন্তু সম্পূর্ণ বদলে দিতে পারে। ব্যাগ আপনার সঙ্গে সব সময় না থাকলেও, কোনও পার্টিতে প্রবেশের সময় ব্যাগ মারাত্মক দৃষ্টি আকর্ষণ করে থাকে।

জুতো:

ছোট ঝুলের ড্রেসের সঙ্গেও যেমন বুট পরতে পারেন, আবার রিপড জিন্সের সঙ্গেও বুট পরতে পারেন। তবে আপনি অন্য জুতোও বেছে নিতে পারেন। যেটা আপনার পোশাকের সঙ্গে বেশি মানানসই হবে সেরকম জুতো বেছে নিন।

আরও পড়ুন: International Men’s Day 2021: ‘লাল-গোলাপি রঙেও ভীষণ মানায় ছেলেদের’! পুরুষ দিবসে ছেলেদের জন্য বিশেষ ফ্যাশন টিপস ডিজাইনারের

আরও পড়ুন: Wedding Dresses 2021: ফ্যাশনেবল পোশাকেও চমক প্লাস-সাইজ কনের! নজর কাড়তে কেমন পোশাক বাছবেন, জানুন

আরও পড়ুন: Happy Pool Day: Anushka Sharma: ঝলমলে বিকেলে পুলের জলে গা ভাসিয়ে দিলেন অনুষ্কা, আলোচনার কেন্দ্রে তাঁর সুইম স্যুট…

Next Article