AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Top Knot Hairstyle: উঁচু করে চুল বেঁধে নিজের অজান্তেই বিপদ বাড়াচ্ছেন না তো?

কলেজ হোক অফিস কিংবা বন্ধুদের সঙ্গে আচমকা দেখা করার প্ল্যান, সবেতেই আপনার সঙ্গী হতে পারে 'টপ নট'। বিশেষ করে গরমের সময়ে এই হেয়ারস্টাইল অত্যন্ত আরামদায়কও হয়।

Top Knot Hairstyle: উঁচু করে চুল বেঁধে নিজের অজান্তেই বিপদ বাড়াচ্ছেন না তো?
টপ নট বাঁধলে সুবিধার সঙ্গে রয়েছে অনেক অসুবিধাও।
| Edited By: | Updated on: Jun 30, 2021 | 12:56 PM
Share

বিভিন্ন হেয়ারস্টাইল মুখের আদল একদম বদলে দিতে পারে। আর এইসব হেয়ারস্টাইলের মধ্যে সবচেয়ে সহজ হল ‘টপ নট’। চটপট চুল গুটিয়ে ‘টপ নট’ বেঁধে ফেলা মাত্র কয়েক মিনিটের ব্যাপার। আর সেই ‘টপ নট’- এ যদি লাগিয়ে দেওয়া যায় বাহারি ক্লিপ, রাবার ব্যান্ড কিংবা রিবন, তাহলে কিন্তু দেখতেও খুব সুন্দর লাগে। যাঁরা রোজ বাড়ির বাইরে বেরোন, তাঁদের জন্য কম সময়ে হেয়ারস্টাইল করার জন্য আদর্শ হল এই ‘টপ নট’। কলেজ হোক অফিস কিংবা বন্ধুদের সঙ্গে আচমকা দেখা করার প্ল্যান, সবেতেই আপনার সঙ্গী হতে পারে ‘টপ নট’। বিশেষ করে গরমের সময়ে এই হেয়ারস্টাইল অত্যন্ত আরামদায়কও হয়। কারণ ঘাড়ের মধ্যে এসে চুল পড়ে না। ফলে ঘামে-গরমে অস্বস্তি হওয়ার সম্ভাবনা নেই।

‘টপ নট’ বাঁধার সুবিধা

  • কম সময়ে হেয়ারস্টাইলে নতুনত্ব আনার জন্য টপ নটের থেকে ভাল আর কিছুই হতে পারে না। বাহারি ক্লিপ, রঙিন রাবার ব্যান্ড বা একটু গর্জাস রিবন দিয়ে বেঁধে নিন টপ নট।
  • তাড়াহুড়োর সময়, বিশেষ করে অফিসের কাজে বাইরে বেরনো কিংবা অন্য কারণে চট করে বেরনোর সময় ঝটপট বেঁধে ফেলা যায় টপ নট।
  • মুখের আদল বদলে দেয় টপ নট। বিশেষ করে যাঁদের একটু ফোলা গাল রয়েছে কিংবা মুখের অংশ ভারী, তাঁরা টপ নট বাঁধলে মুখে দেখলে স্লিম লাগে।
  • ‘ব্যাড হেয়ার ডে’ কিংবা চুল না ধোয়া হলে, চটজলদি টপ নট বেঁধে নিন। এর ফলে আপনার চুলের বেহাল দশা আর পাঁচজনে মোটেও টের পাবে না। চুল থাকবে একদম পরিপাটি।

কিন্তু ‘টপ নট’ বাঁধার বেশ কিছু অসুবিধাও রয়েছে। যেমন-

  • দীর্ঘক্ষণ একভাবে টেনে চুল বাঁধা থাকার ফলে মাথায় যন্ত্রণা হতে পারে। তাই মাইগ্রেন বা সাইনাসের সমস্যা যাঁদের রয়েছে কিংবা যাঁদের মাথা ধরার প্রবণতা রয়েছে, তাঁরা টপ নট বাঁধলেও অনেকক্ষণ চুল ওই স্টাইলে বেঁধে না রাখাই ভাল।
  • মূলত গরমকালে টপ নট বাঁধলে খুব আরাম পাওয়া যায়। কিন্তু একটানা একভাবে চুল বাঁধা থাকার ফলে স্ক্যাল্পে ঘাম বসে চুলের গোড়া আলগা হওয়ার সম্ভাবনা থাকে। এর ফলে চুল পড়ার সমস্যা দেখা দিতে পারে। তাছাড়াও স্ক্যাল্পে নানা সমস্যা হতে পারে।

আরও পড়ুন- বর্ষায় ত্বক সুস্থ রাখতে এই ৪ প্রাকৃতিক ফেস প্যাক দারুণ উপকারী