AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Types Of Panties: প্যান্টিতেও যখন ফ্যাশান, আরমদায়ক পোশাকের সঙ্গে যথাযথ অন্তর্বাস বাছাইও জরুরি

Panties and Underwear for Women: কিছু পোশাক এমন থাকে যেখানে প্যান্টি লাইন স্পষ্ট হলে দেখতে বেশি ভাল লাগে। ছেলেরা যখন অর্ন্তবাস দেখাতে পারেন তখন মেয়েদের দেখা গেলেও ক্ষতি নেই...

Types Of Panties: প্যান্টিতেও যখন ফ্যাশান, আরমদায়ক পোশাকের সঙ্গে যথাযথ অন্তর্বাস বাছাইও জরুরি
ভাল পরলে তবেই আরাম
| Edited By: | Updated on: Jan 06, 2023 | 5:32 PM
Share

যে কোনও ভাল পোশাক বাছাই করার আগে যেমন তার রং,  কোয়ালিটি এসব দেখে নেওয়া দরকার তেমনই তার সঙ্গে সঠিক অর্ন্তবাসও বাছাই করা জরুরি। কারণ অর্ন্তবাস ঠিকমতো না হলে দেখতে মোটেই ভাল লাগে না। ব্লাউজ পরলেও তাই যেমন সঠিক অর্ন্তবাস বাছাই করতে হয় তেমনই টপ পরলেও তাই। অর্ন্তবাস খুব ঢিলে যেমন পরা যায় না তেমনই চেপে বসে থাকলেও কষ্ট হয়। বিশেষ পোশাকের জন্য বিশেষ অর্ন্তবাস থাকে মেয়েদের জন্য। শাড়ির সঙ্গে একরকম ব্রা, সালোয়ারের সঙ্গে একরকম আবার পার্টিওয়্যারের সঙ্গে একরকম। ব্রা নিয়ে যত না কথা হয় তত কথা কিন্তু প্যান্টি নিয়ে হয় না। প্যান্টিও সঠিক মাপে যেমন পরতে হবে তেমনই তা যেন আরামদায়ক হয় সেদিকেও নজর রাখতে হবে। ফ্যান্সি প্যান্টি পরতেই পারেন তবে তার কাট আর কোয়ালিটি বিষয়ে কিছু পয়েন্ট মাথায় রাখতেই হবে।

প্যান্টির প্রকারভেদ

গঠন এবং আকৃতি অনুসারে প্যান্টিরও বেশ কিছু প্রকারভেদ রয়েছে। যেমন-

বয়শর্ট ( BoyShort) সম্পূর্ণ ভাবে ঢাকা থাকে, পুরোপুরি সাপোর্ট দেয় গোপনাঙ্গকে

ব্রিফ ( Brief)- আরামদায়ক এবং গোপনাঙ্গকে সম্পূর্ণ ঢাকা রাখার চেষ্টা করে। ছেলে এবং মেয়ে উভয়েই এই রকম প্যান্টি ব্যবহার করেন।

টং- এই রকম প্যান্টিতে প্যান্টি লাইন ছাড়া আর কিছুই থাকে না।

হাই রাইজ ব্রিফ- যাঁরা একটু উপরে প্যান্টি পরতে পছন্দ করেন বা বেশি কভারেজ চান তাঁদের জন্য সবচাইতে ভাল হল এই হাইরাইজ ব্রিফ।

হিপস্টার– মিডিয়াম কভারেজ থাকে এই প্যান্টিতে। সেই সঙ্গে লো কাট। অধিকাংশ মেয়েই এমন প্যান্টি পরতে পছন্দ করেন।

বিকিনি- বিকিনি কাটিং এর প্যান্টিও আজকাল অনেকে পরেন। বিশেষত যাঁরা অর্ন্তবাস নিয়ে বিশেষ ফ্যাশানে অভ্যস্ত তাঁরা এমন বিকিনি প্যান্টি বিশেষ পছন্দ করেন।

যাঁদের চেহারা একটু ভারীর দিকে তাদের জন্য খুব ভাল হল এই বয়শর্ট আন্ডারওয়্যার। এর স্টাইল খানিকটা ছেলেদের বক্সার ব্রিফের মতো। বয়শর্টে নিতম্ব থেকে উরু পূর্ণ কভারেজ থাকে। ডেনিম শর্টস এবং ডেনিম স্কার্টের সঙ্গে এমন প্যান্টি খুবই মানানসই। সেই সঙ্গে বাড়তি সুরক্ষাও প্রদান করে।

মহিলাদের জন্য সবচেয়ে আরামদায়ক হল ব্রিফস। লো-রাইজ জিন্সের উপর এই রকম অর্ন্তবাস সবচাইতে ভাল। সামনে এবং পিছনে সমান কভারেজ দেয়। রোজকার ব্যবহারের জন্য ভাল। জিমে যাওয়ার সময়, ঘুমনোর সময় এই রকম সুতির নরম ব্রিফস সবচাইতে ভাল। গরমকালে ব্রিফ ছাড়া অন্য কোনও কিছু পরবেন না।

ফিটেড যে কোনও ড্রেসের সঙ্গে টং পরুন। এখানে কভারেজ খুব কম থাকে। প্যান্টি লাইন ছাড়া কোনও কিছুই বোঝা যায় না। আর দেখতেও খুব ভাল লাগে।