Right Rings: আঙ্গুলের মাপ অনুযায়ী পছন্দের আংটি বেছে নিতে সমস্যা হচ্ছে? এই টিপসগুলো একবার দেখে নিন…

TV9 Bangla Digital | Edited By: শোভন রায়

Dec 01, 2021 | 7:22 AM

এরকম হতেই পারে যে আংটিটা আপনার বন্ধুর আঙুলে বা আপনার কোনও পছন্দের সেলিব্রিটির আঙুলে মানাচ্ছে, সেটি আপনার আঙুলে ঠিক ভাল দেখাচ্ছে না। এরকম হয় তার কারণ, এক একজনের আঙুলের গঠন এক এক রকমের।

Right Rings: আঙ্গুলের মাপ অনুযায়ী পছন্দের আংটি বেছে নিতে সমস্যা হচ্ছে? এই টিপসগুলো একবার দেখে নিন...

Follow Us

মহিলাদের সাজসজ্জার একটি অন্যতম সামগ্রী হল আংটি। যদিও, পুরুষ মহিলা নির্বিশেষে যে কেউই আংটি পরে থাকেন। কিন্তু মহিলারা আংটি পরার শৌখিনতাকে অন্য মাত্রায় নিয়ে গেছেন। নানা আকারের, নানা ডিজাইনের হরেকরকমের আংটি দেখে অনেকেই বুঝে উঠতে পারেন না যে কোনটা কিনবেন। কোনও আংটি ছোট-ছোট পাথরকুচি দিয়ে ডিজাইন করা, আবার কোনওটিতে হয়তো শুধু একটা বড় পাথরবসানো, আবার একদম সিম্পল একটা রিং-এর আকারের আংটিও অনেকেই পরেন।

কিন্তু সমস্যা হল, এরকম হতেই পারে যে আংটিটা আপনার বন্ধুর আঙুলে বা আপনার কোনও পছন্দের সেলিব্রিটির আঙুলে মানাচ্ছে, সেটি আপনার আঙুলে ঠিক ভাল দেখাচ্ছে না। এরকম হয় তার কারণ, এক একজনের আঙুলের গঠন এক এক রকমের। আপনি হয়তো খুব সুন্দর ডিজাইনের একটা আংটি পছন্দ করলেন। কিন্তু সেই আংটিটি আপনার আঙুলে পরার পরে দেখলেন একদমই ভাল লাগছে না। তা হলে ঠিক কীভাবে আংটি পছন্দ করবেন?

সরু লম্বাটে আঙুলে:

যদি আপনার আঙুল বেশ লম্বা এবং সরু হয়, তা হলে তো কোনও চিন্তাই নেই। কারণ, মোটামুটি সব ধরনের ডিজাইনই এরকম আঙুলে মানায়। আপনি বড় একটা পাথরের আংটি পরতে পারেন, আবার চাইলে ছোট পাতলা ডিজাইনের আংটিও পরতে পারেন। অনেকে আবার স্পাইরাল ডিজাইনের আংটি পরতে ভালবাসেন। লম্বা, সরু আঙুলে স্পাইরাল আংটিও দেখতে ভাল লাগে।

আঙুল লম্বা হলেও মোটা যদি হয়:

অনেকের আঙুল লম্বা হলেও একটু মোটা-মোটা গোল গোল হয়। তাঁরা চোখ বন্ধ করে বড় একটা পাথর বসানো আংটি পরে নিতে পারেন। আংটির বেড় একটু চওড়া রাখতে পারেন। যেহেতু আঙুলের গঠন মোটা, কাজেই ভারী ডিজাইনের আংটি কিন্তু দারুণ মানাবে। গোল পাথরের আংটি না পরে যদি একটু ওভাল শেপের আংটি পরেন, তা হলেও দেখতে ভাল লাগবে।

মাঝারি মাপের আঙুলে:

যাঁদের আঙুল খুব একটা লম্বা নয়, কিন্তু পাতলা, তাঁরা মাঝারি ডিজাইনের আংটি পরুন। না খুব বড়, না খুব ছোট। মাঝারি আকারের গোল পাথর বসানো আংটি আপনারা পরতে পারেন। পাথর বসানো আংটি না পরতে চাইলে অবশ্য অক্সিডাইজড আংটিও পরতে পারেন।

মোটা ও বেঁটে আঙুলে:

অনেকেরই আঙুলের গঠন ছোট-ছোট, মোটা-মোটা হয়, তাঁদের এমন ডিজাইনের আংটি পরা উচিত যাতে আঙুলগুলো একটু লম্বাটে দেখায়। চৌকো অথবা লম্বাটে আকারের পাথর বসানো পাতলা বেড়ের আংটি পরতে পারেন, আবার যদি কস্টিউম জুয়েলারি পরতে চান তা হলেও ছোট এবং ছিমছাম ডিজাইনের আংটি পরলে দেখতে ভাল লাগবে।

যাদের হাতের পাতা খুব বড়:

অনেকের চেহারা বেশ বড়সড় হয় এবং স্বাভাবিকভাবেই তাঁদের হাত ও আঙুলের গঠনও বড় হয়। তাঁরা বড় ডিজাইনের আংটি তো অবশ্যই পরতে পারেন, সঙ্গে একটা আঙুলেই হরেক ডিজাইনের বেশ কয়েকটা আংটিও কিন্তু পরতে পারেন।

আরও পড়ুন: International Men’s Day 2021: ‘লাল-গোলাপি রঙেও ভীষণ মানায় ছেলেদের’! পুরুষ দিবসে ছেলেদের জন্য বিশেষ ফ্যাশন টিপস ডিজাইনারের

আরও পড়ুন: Wedding Dresses 2021: ফ্যাশনেবল পোশাকেও চমক প্লাস-সাইজ কনের! নজর কাড়তে কেমন পোশাক বাছবেন, জানুন

আরও পড়ুন: Happy Pool Day: Anushka Sharma: ঝলমলে বিকেলে পুলের জলে গা ভাসিয়ে দিলেন অনুষ্কা, আলোচনার কেন্দ্রে তাঁর সুইম স্যুট…

Next Article