Fashion Tips: গরমকালের পোশাকগুলো আর আলমারিতে রাখতে হবে না, দেখে নিন শীতকালে কীভাবে সেগুলো ব্যবহার করা যায়…

TV9 Bangla Digital | Edited By: শোভন রায়

Dec 26, 2021 | 7:12 AM

এই টিপসগুলো আপনার পছন্দের গরমের পোশাককে শীতকালে পরতে সাহায্য করতে পারবে। এক নজরে সেই টিপসগুলো দেখে নিন...

Fashion Tips: গরমকালের পোশাকগুলো আর আলমারিতে রাখতে হবে না, দেখে নিন শীতকালে কীভাবে সেগুলো ব্যবহার করা যায়...

Follow Us

শহর জুড়ে জাঁকিয়ে পড়েছে শীত। এই অবস্থায় আলমারিতেও একটা আমূল পরিবর্তন দেখা যায়। সমস্ত গরমের পোশাক, সারা বছর ব্যবহার না হওয়া শীত পোশাকের জায়গা নেয়। এতে আবার অনেকের মন খারাপও হয়ে যায়। সুন্দর দেখতে অনেক পোশাক শীতের জন্য পরা হয় না। কিন্তু আর চিন্তার কারণ নেই।

আজ আপনার জন্য কয়েকটা টিপস দেওয়া হল। এই টিপসগুলো আপনার পছন্দের গরমের পোশাককে শীতকালে পরতে সাহায্য করতে পারবে। এক নজরে সেই টিপসগুলো দেখে নিন…

১. শীতকালে সোয়েটার কিংবা চাদর গায়ে থাকার কারণে ওড়নার ব্যবহার খুব একটা দেখা যায় না। অনেকেরই সুন্দর সুন্দর ডিজাইনের ওড়না থাকে। যা শীতকালে না পরতে পারার কারণে আলমারিবন্দি হয়ে যায়। অনেক সময় গোটা শীতের মরসুমটা আলমারিতে সঠিকভাবে না রাখার কারণে ওড়না খারাপও হয়ে যায়। তাই এগুলোকে তুলে না রেখে শীতকালেও ব্যবহার করে ফেলুন স্টাইলিস উপায়ে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, যেকোনও পোশাকের উপর মাফলারের মতো করে কিংবা টাইয়ের মতো করে ব্যবহার করতে পারেন ওড়নাকে। দেখতেও স্টাইলিস লাগবে আবার ব্যবহারও করা হবে।

২. শীতকালে ঠান্ডা লাগার কারণে কীভাবেই বা পরা সম্ভব ছোট ফ্রক কিংবা শর্টস? এটাই ভাবছেন তাই তো? বিশেষজ্ঞদের মতে, শীতকালেও দিব্যি পরে ফেলতে পারবেন ছোট ফ্রক। তাতে মোটেই আপনার ঠান্ডাও লাগবে না। তাঁরা জানাচ্ছেন, শীতে যাতে ঠান্ডা না লাগে, তার জন্য আগে ব্যবহার করে ফেলুন একটু মোটা স্টকিংস। আর তার সঙ্গে পরে ফেলুন ফ্রক কিংবা শর্টস। এভাবেই শীতকালেও গরমকালের ফ্যাশন করতে পারবেন। এছাড়াও জিনসের সঙ্গেও ফ্রক পরতে পারেন।

৩. এমন অনেক শার্ট আমাদের কাছে হামেশাই থাকে, যেগুলো হয়তো গায়ে একটু বড় হয়েছে। মাপ সঠিক না হওয়ার কারণে সেগুলোকে আমরা আলমারিবন্দি করে রাখি। এবার সময় এসেছে সেগুলোকে বের করার। সোয়েটার কিংবা হুডির সঙ্গে শীতকালে দিব্যি পরে ফেলা যায় সেই সমস্ত মাপে বড় হওয়া শার্ট।

৪. শীতকালে মোজার সঙ্গে ব্যবহার করা যায় পায়ের সামনের অংশ খোলা যেকোনও জুতো। স্টাইলিস কোনও জুতো হয়তো কয়েকদিন আগেই কিনেছেন। কিন্তু শীতকাল পরে যাওয়ায় তা আবার তুলে রাখতে হচ্ছে। একদম চিন্তা না করে সুন্দর মোজার সঙ্গে পরে ফেলতে পারবেন এমন জুতো।

৫. বিশেষজ্ঞদের মতে, গরমকালের পোশাক শীতকালে আলমারিবন্দি করে না রেখে শীতের পোশাকের সঙ্গে ব্যবহার করতে হবে বুদ্ধি করে। সোয়েটারের সঙ্গে অনায়াসেই ব্যবহার করা যায় গরমকালের পোশাক। ফ্যাশনেবলও হবে। অন্যদের নজরও কাড়বে।

আরও পড়ুন: International Men’s Day 2021: ‘লাল-গোলাপি রঙেও ভীষণ মানায় ছেলেদের’! পুরুষ দিবসে ছেলেদের জন্য বিশেষ ফ্যাশন টিপস ডিজাইনারের

আরও পড়ুন: Wedding Dresses 2021: ফ্যাশনেবল পোশাকেও চমক প্লাস-সাইজ কনের! নজর কাড়তে কেমন পোশাক বাছবেন, জানুন

আরও পড়ুন: Happy Pool Day: Anushka Sharma: ঝলমলে বিকেলে পুলের জলে গা ভাসিয়ে দিলেন অনুষ্কা, আলোচনার কেন্দ্রে তাঁর সুইম স্যুট…

Next Article