Layering: শীতকালে নিজের ফ্যাশনকে পুরোপুরি ঢেকে ফেলতে না চাইলে এই স্টাইলিস্ট লেয়ারিং টিপসগুলো মেনে চলুন…

TV9 Bangla Digital | Edited By: শোভন রায়

Nov 29, 2021 | 7:04 AM

আজকের দিনে, একটু বুদ্ধি খাটিয়ে পোশাক বেছে নিলেই শীতকালেও ভরপুর ফ্যাশন প্রদর্শন সম্ভব। আপনাকে শুধু বেশ কয়েকটা লেয়ার করে পোশাক পরতে হবে। অর্থাৎ, কোন পোশাক কার উপর লেয়ার করবেন, সেটা জেনে নিতে হবে।

Layering: শীতকালে নিজের ফ্যাশনকে পুরোপুরি ঢেকে ফেলতে না চাইলে এই স্টাইলিস্ট লেয়ারিং টিপসগুলো মেনে চলুন...

Follow Us

শীতকাল মানেই ফ্যাশনের নানা রকমের অসুবিধা। ঠান্ডা আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে আমাদের সোয়েটার, শাল, মাফলার ইত্যাদি পরতে হয়, যার ফলে মোদ্দা কথায় আমাদের যাবতীয় ফ্যাশন ঢাকা পড়ে যায়। তাই শীতকালে বিয়েবাড়ি যেতে গেলে হয় শীতের পোশাক পরে নিজেদের সাজ ঢেকে যেতে হয় নয়তো কাঁপতে কাঁপতে যেতে হবে। আর শীতের পোশাক পরা মানেই চেহারাটাও বেশ কিছুটা গোলগাল হয়ে যাওয়া। শুধু বিয়েবাড়িই নয়, যে-কোনও অনুষ্ঠানেই এই একই অবস্থা।

তবে, আজকের দিনে, একটু বুদ্ধি খাটিয়ে পোশাক বেছে নিলেই শীতকালেও ভরপুর ফ্যাশন প্রদর্শন সম্ভব। আপনাকে শুধু বেশ কয়েকটা লেয়ার করে পোশাক পরতে হবে। অর্থাৎ, কোন পোশাক কার উপর লেয়ার করবেন, সেটা জেনে নিতে হবে।

শর্ট ড্রেসের সঙ্গে ফর্মাল জ্যাকেট:

শর্ট ড্রেস কিংবা ম্যাক্সি ড্রেস শীতকালে পরার কথা ভাবেন না কেউই। না পরে থাকলে এবার তা অবশ্যই ট্রাই করুন। যাঁরা শীতকাল এলেই সোয়েটার পরতে ভালবাসেন, এই পদ্ধতিতে শীতকালে তাঁরা লেয়ার করে পোশাক পরে দেখতে পারেন। শর্ট কিংবা ম্যাক্সি ড্রেসের সঙ্গে পরুন ফর্মাল জ্যাকেট। জ্যাকেটের মেটেরিয়াল বাছবেন আপনার শীত সহ্য করার ক্ষমতার উপর নির্ভর করে। যাঁরা একটু শীতকাতুরে, তাঁরা গরম কাপড়ের, উলেন অথবা ডাবল লেয়ার জ্যাকেট পরুন। শীত মানানোর জন্য শর্ট ড্রেসের তলায় পরুন স্টকিংস।

এথনিক কোটের সঙ্গে পা-ঢাকা হাই হিলস:

যাঁরা শীতেও একটু ঐতিহ্য আঁকড়ে থাকতে চান, তাঁরা বেছে নিন এই লেয়ারিং কম্বিনেশনটি। আপনার পছন্দের কটন বা লিনেন ড্রেসের সঙ্গে পরে নিন শালের কাপড়ের লং কোট। তবে পায়ে হাই হিল বুটস পরতেই হবে। তবেই হবে সঠিক ফিউশন। যদি জাঙ্ক জুয়োলারি পরতে আপনি ভালবাসেন, তা হলে গলায় অক্সিডাইজড নেকপিস পরতে পারেন। দিব্যি মানাবে।

ডেনিমের সঙ্গে সিকুইনের টপ পরুন:

লেয়ার করে পোশাক পরাটা একটা শিল্প। বিশেষত শীতকালে। যেমন ধরুন, আপনার পছন্দের জিনস প্যান্টটি কোনও লং কোটের সঙ্গে পরে ফেলুন। টপ হোক একটু জমকালো, সিকুইন বসানো। পার্টিতে ভাল লাগবে। পায়ে থাকুক গ্লিটার স্নিকার্স, রংচঙে মোজা। আরও একটু স্টাইলিস্ট হতে চাইলে ডেনিমের পরিবর্তে পরতে পারেন স্নেক প্রিন্ট কিংবা সিকুইনড ট্রাউজারও। তবে সেক্ষেত্রে টপটি হবে সাদামাটা। লং কোটের বোতাম আটকাবেন না। যদি আপনি বেশি শীতকাতুরে হন, তা হলে সঙ্গে রাখুন একটি উলেন কিংবা নিটেড স্কার্ফ।

আরও পড়ুন: International Men’s Day 2021: ‘লাল-গোলাপি রঙেও ভীষণ মানায় ছেলেদের’! পুরুষ দিবসে ছেলেদের জন্য বিশেষ ফ্যাশন টিপস ডিজাইনারের

আরও পড়ুন: Wedding Dresses 2021: ফ্যাশনেবল পোশাকেও চমক প্লাস-সাইজ কনের! নজর কাড়তে কেমন পোশাক বাছবেন, জানুন

আরও পড়ুন: Happy Pool Day: Anushka Sharma: ঝলমলে বিকেলে পুলের জলে গা ভাসিয়ে দিলেন অনুষ্কা, আলোচনার কেন্দ্রে তাঁর সুইম স্যুট…

Next Article