Mimi Chakraborty: পিংক-স্ট্রবেরি শিফন শাড়িতে ভ্যানিলা লুক মিমির, পুজোতে একদিন পরবেন নাকি?
Pujo Fashion Tips: শাড়িটি এক প্লিট করেই পরেছেন, আর এতে মিমির মেদহীন চেহারা আরও সুন্দর ভাবে ফ্লন্ট হয়েছে যে কারণে তাঁকে দেখতেও খুব সুন্দর লাগছে। ভীষণ রকম ফিটনেস ফ্রিক মিমি। নিয়ম করে শরীরচর্চা আর ডায়েট দুই-এর মধ্যেই থাকেন তিনি

এবার পুজোয় ফ্যাশনে ইন শিফন শাড়ি। সৌজন্যে আলিয়া ভাট। রকি অউর রানি সিনেমায় আলিয়া ভাটকে দেখা গিয়েছে একাধিক শিফন শাড়িতে। শুধু তাই নয়- বলিউড থেকে টলিউড চলছে এখন এই শিফন শাড়ির ট্রেন্ড। পুজো আসতে হাতে গোনা কয়েকটা দিন বাকি আর এদিকে আকাশের অবস্থা ততটাই হতাশাজনক। মাঝে মধ্যেই নামছে ঝেঁপে বৃষ্টি। পুজোতেও যে বৃষ্টি হতে পারে এমন একটা আশঙ্কাও থেকে যায়। বছরে একবার মাত্র পুজো আর এই দিনগুলোর জন্যই সারা বছর প্রতীক্ষা করে থাকা। তাই বলে কি আর সাজগোজ হবে না নাকি ঠাকুর দেখতে বেরবেন না! এক্ষেত্রে খুব ভাল অপশন হল শিফন শাড়ি। বৃষ্টিতে যদি ভিজতেও হয় তাহলে শুকিয়ে যাবে তাড়াতাড়ি সেই সঙ্গে ফ্যাশনও হবে।
রানির মত শিফন শাড়ি কিনতে এবার অনেকেই ভিড় করছেন পুজোর বাজারে। সম্প্রতি মিমি চক্রবর্তীকেও দেখা গেল দারুণ একটি শিফন শাড়িতে। সাদা-গোলাপি-স্ট্রবেরি কম্বিনেশনের দারুণ একটি ওয়েভি প্রিন্টের শিফন শাড়ি পরেছেন মিমি। সঙ্গে ম্যাচিং স্লিভলেস ব্রা কাট সাদা ব্লাউজ। শিফন শাড়িতে খুব সুন্দর দেখতে লাগছে মিমিকে। শাড়িটি এক প্লিট করেই পরেছেন, আর এতে মিমির মেদহীন চেহারা আরও সুন্দর ভাবে ফ্লন্ট হয়েছে যে কারণে তাঁকে দেখতেও খুব সুন্দর লাগছে। ভীষণ রকম ফিটনেস ফ্রিক মিমি। নিয়ম করে শরীরচর্চা আর ডায়েট দুই-এর মধ্যেই থাকেন তিনি। এই শাড়ির সঙ্গে দারুণ সুন্দর ম্যাচিং করে মেকআপ করেছেন মিমি। ঠোঁটে বেবি পিংক লিপস্টিক, কানে গোলাপি স্টাড দুল- সব মিলিয়ে খুব ফ্রেশ লাগছে নায়িকাকে।
পুজোয় এমন মেকআপ একদিন করতেই পারেন। সপ্তমীর অঞ্জলি, বন্ধুদের সঙ্গে আড্ডায়- এমন রঙের শিফন শাড়ি দেখতে খুবই ভাল লাগে।কলকাতার অনেক দোকানেই পাওয়া যাচ্ছে এমন শিফন শাড়ি। এসপ্ল্যানেড, পার্কস্ট্রিট অঞ্চলের অনেক দোকানেই পাবেন আলিয়ার শাড়ির এই রেপ্লিকা। তাই পুজোয় এবার ফ্যাশন হোক এমন শিফন শাড়িতেই। পুজোয় মুক্তি পাবে শিবপ্রসাদ মুখোপাধ্য়ায় আর নন্দিতা রায় পরিচালিত রক্তবীজ। অ্যাকশন আর সাসপেন্স মোড়া এই ছবিতে অভিনয় করেছেন মিমি। সঙ্গে আছেন আবির চট্টোপাধ্যায়।





