Mira Kapoor Fashion: এবার মডেলিং দুনিয়ায় বাজিমাত শাহিদ পত্নীর, সবাইকে মুগ্ধ করল মীরার এই সাজ…

বলিউডের থেকে দূরত্ব বজায় রেখে চলেন শাহিদ ঘরনি মীরা রাজপুত। কিন্তু ফ্য়াশনের মামলায় যেকোনও অভিনেত্রীকে টেক্কা দিতে পারেন তিনি। সোশ্যাল মিডিয়া স্টার মীরা।

Mira Kapoor Fashion: এবার মডেলিং দুনিয়ায় বাজিমাত শাহিদ পত্নীর, সবাইকে মুগ্ধ করল মীরার এই সাজ...
ছবির সৌজন্যে হিন্দুস্তান টাইমস

| Edited By: শোভন রায়

Dec 28, 2021 | 9:32 AM

গ্ল্যাম ওয়ার্ল্ডে থেকেও সেখান থেকে বেরিয়ে আসার রাস্তাটা মোটেই সহজ না। কিন্তু, মীরা রাজপুত অনেকটাই সেটা করে দেখাতে পেরেছিলেন। তবে, এবার তাঁর পক্ষেও আর সম্ভব হল না। মডেলিং দুনিয়ায় পা রাখলেন তিনি অবশেষে। সুন্দরী তো বটেই, এবার একইসঙ্গে নিজের রূপের জৌলুষ ছড়াতে চলেছেন শাহিদ পত্নী। যদিও, একটা বিষয় থেকে তিনি নিজেকে এখনও গুটিয়েই রেখেছেন।

বলিউডের থেকে দূরত্ব বজায় রেখে চলেন শাহিদ পত্নী মীরা রাজপুত। কিন্তু ফ্য়াশনের মামলায় যেকোনও অভিনেত্রীকে টেক্কা দিতে পারেন তিনি। সোশ্যাল মিডিয়া স্টার মীরা। তাঁর যে কোনও আউটফিট থাকে চর্চায়। শাহিদ কাপুরের স্ত্রী এবার সিল্কের শাড়িতে পোজ দিয়েছেন। শাশুড়ি নীলিমা আজিমের থেকে প্রশংসাও কুড়িয়েছেন তিনি।

সম্প্রতি সমাজিক মাধ্যমে নিজের একটি ছবি শেয়ার করেছেন মীরা। মেটাল রঙের শাড়ি পরে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন তিনি। আঁচল শরীরের উপর হালকা করে এলিয়ে রাখা। চুলটা আলগা করে বেঁধে পিছনে রাখা রয়েছে। মীরার শাড়ি পরে এই ফটোশ্যুট রীতিমতো নজর কেড়েছে নেটিজেনের। মীরার মডেলিং দক্ষতার প্রশংসা করেছেন তাঁর শাশুড়ি মা নীলিমা আজিম। কমেন্টে তিনি লেখেন, ‘ওহ ওয়াও.. অভিভূত’।

গত সপ্তাহ নীল রঙের ভেলভেটের লেহেঙ্গা পরে দেখা গেছে মীরাকে। গায়ে পরেছেন ভারী গয়না। সবথেকে আকর্ষণীয়, নাকে বড় নথ পরেছেন। ইনস্টাগ্রামে ছবি শেয়ার করে মীরা লিখেছেন, ‘রাজকীয় ঝাঁ চকচকে জারদৌসি এমব্রয়ডারি করা বেগুনি রঙের পোশাকটি অসাধারণ। আমার ব্যক্তিত্বকে আরও ফুটিয়ে তুলেছে’। তাঁর মডেলিং ফটোশ্যুট রীতিমতো তাক লাগাচ্ছে নেটিজেনের। মীরার ছবি দেখে মুগ্ধ নেটিজেন। কমেন্ট বক্সে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। দুই সন্তানের মা হয়েও নিজেকে দারুণ মেনটেইন করেন তিনি। নেটিজেনের প্রশ্ন, ‘এবার কী মডেলিং দুনিয়ায় পা রাখছেন শাহিদ পত্নী মীরা?’

অন্যদিকে, অভিনেতা শাহিদ কাপুর ব্যস্ত নিজের আসন্ন সিনেমার প্রোমোশান নিয়ে। একজন প্রতিভাবান কিন্তু অসফল ক্রিকেটারের গল্প পর্দায় তুলে ধরবেন অভিনেতা। সৌজন্য তাঁর আসন্ন ছবি ‘জার্সি’। গৌতম তিন্নানাউরি পরিচালিত জার্সি একই নামের তেলুগু ছবির রিমেক এই ছবি। ছবিতে শাহিদের বিপরীতে অভিনয় করছেন ম্রুনাল ঠাকুর। চলতি বছরের শেষ দিন অর্থাৎ ৩১ ডিসেম্বর সিনেমা হলে মুক্তি পাবে এই ছবি।

আরও পড়ুন: International Men’s Day 2021: ‘লাল-গোলাপি রঙেও ভীষণ মানায় ছেলেদের’! পুরুষ দিবসে ছেলেদের জন্য বিশেষ ফ্যাশন টিপস ডিজাইনারের

আরও পড়ুন: Wedding Dresses 2021: ফ্যাশনেবল পোশাকেও চমক প্লাস-সাইজ কনের! নজর কাড়তে কেমন পোশাক বাছবেন, জানুন

আরও পড়ুন: Happy Pool Day: Anushka Sharma: ঝলমলে বিকেলে পুলের জলে গা ভাসিয়ে দিলেন অনুষ্কা, আলোচনার কেন্দ্রে তাঁর সুইম স্যুট…