AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Nusrat Jahan: কুঁচকে যাওয়া জামা পরেই কফি ডেটে গেলেন নুসরত, পোশাক দেখে যা মন্তব্য নেটিজে়নদের

Fashion Tips: ফ্যাট ঝরিয়ে একাধিক ফটোশ্যুট করেছেন তিনি। কখনও ইন্ডিয়ান কখনও ওয়েস্টার্ন- এই দুই রকম পোশাকেই স্বচ্ছন্দ্য তিনি

Nusrat Jahan: কুঁচকে যাওয়া জামা পরেই কফি ডেটে গেলেন নুসরত, পোশাক দেখে যা মন্তব্য নেটিজে়নদের
কোঁচকানো জামাতেই কফি ডেটে গেলেন নুসরত
| Edited By: | Updated on: Oct 20, 2022 | 7:19 PM
Share

গত বছর সন্তানের জন্ম দেওয়ার সময় চূড়ান্ত বিতর্কের মধ্যে পড়তে হয়েছিল তাঁকে। বিতর্ক তাঁর পিছু না ছাড়লেও সে সবকে পাত্তা দিতে তিনি নারাজ। বরাবরই নিজের খেয়ালে চলতে ভালবাসেন নুসরত জাহান। নিজের জীবনের যাবতীয় নিয়ম তিনিই তৈরি করেন। মাত্র ২ মাস আগেই ছেলে ঈশান এক বছরে পা রেখেছে। আর এর মধ্যেই নুসরত তাঁর যাবতীয় বেবি ফ্যাট ঝরিয়ে ফেলেছেন। শরীরে তাঁর একফোঁটাও বাড়তি মেদ নেই। বরং আগের থেকেও অনেক বেশি স্লিম আর ট্রিম নুসরত। যদিও ফ্যানেদের বক্তব্য- এত বেশি রোগা হয়ে নুসরতকে দেখতে মোটেও ভাল লাগছে না। তবুও ফ্যাশানের দিক থেকে একের পর এক গোল দিয়ে যাচ্ছেন তিনি।

ফ্যাট ঝরিয়ে একাধিক ফটোশ্যুট করেছেন তিনি। কখনও ইন্ডিয়ান কখনও ওয়েস্টার্ন- এই দুই রকম পোশাকেই স্বচ্ছন্দ্য তিনি। এছাড়াও নুসরত ধর্মের ভেদাভেদ মানেন না। যে কোনও উৎসবই তিনি খুব যত্নের সঙ্গে পালন করেন। অনুষ্ঠান ভেদে সেই সব ছবিও তিনি পোস্ট করেন সোশ্যাল মিডিয়াতে। ট্র্যাডিশন্যাল আউটফিটে তিনি যেমন ফিট তেমনই হিট যে কোনও বোল্ড পোশাকেও। নিজের জীবনে যাই চলুক না কেন সাজ, পোশাক, ফ্যাশানে তার কোনও রকম প্রভাব পড়তে দেননি নুসরত। বরাবর তিনি ছক ভেঙেছেন। নিজেকে নতুন করে সাজিয়েছেন। পুজোয় যশের সঙ্গে ম্যাচিং করে যেমন শাড়ি আর পাঞ্জাবিতে তাঁরা কাপল শ্যুট করেছেন তেমনই সবেবরাতে সেজেছেন লেহঙ্গায়। বেগুনি, লালের মত গাঢ় রং যেমন রয়েছে তাঁরল ওয়ার্ড্রোবে তেমনই রয়েছে নানা প্যাস্টেল শেডসও। তবে পিংক, হলুদ, সাদার বিভিন্ন শেড তাঁর বিশেষ পছন্দের।

সম্প্রতি হলুদ রঙের কোল্ড শোল্ডার একটি ওয়ান পিস পরে কফি ডেটে গিয়েছিলেন নুসরত। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ক্যাপশনে তিনি লিখেছিলেন- আমার ধারণা সব মায়েদেরই এমন কোঁচকানো পোশাক পরতে হয়। এই ছবিতে নুসরতকে খুবই সুন্দর লাগছে। হলুদ রঙের মিষ্টি এমন পোশাকের সঙ্গে মুক্তোর টিকট্যাক ক্লিপ পরেছেন। কানে ছোট্ট গোল রিং। আর এমন সাধারণ সাজেই অসাধারণ সুন্দর লাগছে নুসরতকে। তবে তাঁর ভক্তরা ছবিতে কমেন্ট করেছেন কেন নুসরত এমন কোঁচকানো জামা পরেছেন। কেউ তো লিখেই ফেললেন ইস্ত্রি করতে ভুলে গেছেন নাকি। তবে এসবে নুসরতের থোড়াই কেয়ার। নিজের কাজ, সন্তান সব কিছু একাহাতেই দেখভাল করেন তিনি। সেই সঙ্গে নুসরত জানেন ব্যালেন্স করে চলতে।  সেই সঙ্গে নিজেকে ভালরাখায় কোনও রকম খামতি রাখেন না তিনি।