Paris Hilton: বিয়ের পোশাকের ফ্যাশন নিয়ে ফের পেজ থ্রির শীর্ষে প্যারিস হিলটন!
ফ্যাশন ইন্ডাস্ট্রিতে তিনি অপ্রতিরোধ্য তা আরও একবার দেখিয়ে দিলেন। অস্কার দে লা রেন্টার চিত্তাকর্ষক ও ক্যারিশ্ম্যাটিক ব্রাইডাল গাউনের জন্য পরিচিত।
বিয়ের গুজব আগেই রটেছিল। এবার তা পাকা হল। সম্প্রতি বহুদিনের বয়ফ্রেন্ড কার্টার রিউমকে বিয়ে করেছেন প্যারিস হিল্টন। বিয়ের খবরটি যেমন ব্রেকিং, তেমনি তাঁর বিয়ের গাউনটিও ছিল ফ্যাশন দুনিয়ায় নজরকাড়া পোশাক। অস্কার দে লে রেন্টার চমত্করা হ্যান্ড এমব্রয়ডারি করার ব্রাইডাল গাউনে নিজের তারকাখচিত সৌন্দর্যের ছোঁয়াই বজায় রেখেছিলেন।
প্যারিস হিল্টন ফের একবার প্রমাণ করে দিলেন যে তিনি ফ্যাশন দুনিয়ায় নিজের ফ্যাশনেবল সেন্স দিয়েই সকলকে কুপোকাত করেন। ফ্যাশন ইন্ডাস্ট্রিতে তিনি অপ্রতিরোধ্য তা আরও একবার দেখিয়ে দিলেন। অস্কার দে লা রেন্টার চিত্তাকর্ষক ও ক্যারিশ্ম্যাটিক ব্রাইডাল গাউনের জন্য পরিচিত। ফ্যাশন স্টেটমেন্ট নিয়ে কখনও ব্যর্থ হয় না।
View this post on Instagram
প্যারিস হিল্টনের ব্রাইডাল গাউনটি তৈরি করতে কতদিন কত ঘণ্টা সময় লেগেছিল জানেন? অস্কার দে লা রেন্টার ইনস্টাগ্রাম পোস্ট অনুসারে, পুরো অংশটি তৈরি করতে ১৪০০ ঘণ্টার বেশি সময় লেগেছে। অস্কার দে লা রেন্চার পোস্ট অনুসারে, প্যারিস হিল্টন তাঁর ঠাকুর্দার বেল এয়ার এস্টেটে কার্টার রিউমকে বিয়ে করেছেন। বিয়ের উপলক্ষ্যে কাস্টম অস্কার দে লা রেন্টার থ্রেড ওয়ার্কের বল গাউন ও ভেইল পরেছিলেন। যেটি প্রায় ১৪০০ঘণ্টা সময় ধরে আটটি মোডিস্ট দ্বারা তৈরি করা হয়েছিল। গোটা গাউনটাই হাতে বোনা।
View this post on Instagram
একটি ইন্সটাগ্রাম পোস্ট অনুসারে, প্যারিস হিলটনের কাস্টম ব্রাইডাল গাউনটি অস্কার দে লা রেন্টার নিউ ইয়র্ক সিটির অ্যাটেলিয়ারে তৈরি করা হয়েছিল। ধবধবে সাদা রঙের ফ্লোরাল গাউনটির স্কার্টটি ২০টিরও বেশি স্তরের টিউল রয়েছে, যা একটি ক্রিনোলিন পেটিকোটের উপরে তৈরি করা হয়েছে।
ফ্যাশনিস্তা প্যারিস হিল্টন তাঁর বিয়ের পোশাকের মাধ্যমে তিনি ফের প্রমাণ করলেন, ফ্যাশন আর ব্রাইডাল গাউনের ক্ষেত্রে কোনও তারকার সৌন্দর্যের থেকে কম নন।
আরও পড়ুন: Manushi Chhillar:ফের মালদ্বীপের সৈকতে আগুন ঝরালেন প্রাক্তন মিস ওয়ার্ল্ড!