Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Soha Ali Khan Fashion: শান্ত, সুন্দর সোহা আলি খানের পোশাকেও রয়েছে অতিজাগতিক স্নিগ্ধতা…

৬০-এর দশকে পালাজোর চল এসেছিল। তারপর জিন্স, লেগিংস অনেক কিছুই নিজেদের ভাগের ট্রেন্ড ধরে রেখেছিল। কিন্তু, গরমকালে পালাজোর মতো আরামদায়ক আর কোনওকিছুই হতে পারে না।

Soha Ali Khan Fashion: শান্ত, সুন্দর সোহা আলি খানের পোশাকেও রয়েছে অতিজাগতিক স্নিগ্ধতা...
Follow Us:
| Edited By: | Updated on: Sep 25, 2021 | 8:13 AM

সোহা আলি খান অনেকদিনই বলিউডের মূল স্রোতের আলোচনার বাইরে রয়েছেন। অভিনেত্রী যদিও কোনওদিনই আলোচনার কেন্দ্রবিন্দু হওয়া পছন্দ করেন নি। পর্দার বাইরে সোহাকে অধিকাংশ সময়ই সুন্দর সাবলীল এথনিক পোশাকেই দেখা গেছে। সাম্প্রতিক তাঁর যে ছবি পাওয়া গেল, তাতেও এর কোনও বিকল্প ঘটে নি। ডিভা একের পর এক মার্জিত এথনিক চেহারাইয় আমাদের সামনে নিজেকে উপস্থিত করে এসেছেন। অনেকেই তাঁকে তাঁর কুর্তা কিংবা পালাজোর পছন্দের জন্য অনুসরণ করে থাকেন।

ফ্যাশন কিংবা স্টাইলিং দুনিয়ার সব আপডেট পাওয়া যায় ইন্সটাগ্রামে। সোহা তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন। সেখানে তাঁকে তাঁর এথনিক লুকে অসাধারণ সুন্দর দেখতে লেগেছে। তিনি যে পালাজো ব্যবহার করেছেন তা অত্যন্ত সাবলীল এবং একটা অন্য ধরনের শান্ত চেহারা নিয়ে আসে।

View this post on Instagram

A post shared by Soha (@sakpataudi)

ছবিগুলোতে ডেখা গেছে যে ডিভা একটি বাগানে গ্রীষ্ম কালের একটা রৌদ্রোজ্জ্বল দিন উপভোগ করছেন। সোহা একটি হ্যান্ড ব্লক প্রিন্ট করা সূক্ষ্ম সুতোর কাজের কুর্তা পরেছিলেন। এটি মূলত সাদা রঙের ছিল। কুর্তার প্রিন্টে সবুজ পাতার মোটিফের সঙ্গে গোলাপী রঙের ফুলের মিশ্রণ ছিল। তিনি গোল গলার ফুল হাতা কুর্তাকে একজোড়া সাদা পালাজোর সঙ্গে পরেছিলেন। পালাজোতে জিগজ্যাগ গ্রিন প্রিন্ট করা ছিল। এছাড়াও তিনি একটি ওড়না ব্যবহার করেছিলেন। তাতে সুতো দিয়ে সবুজ জিগজ্যাগ প্রিন্ট করা ছিল। ওড়নার বর্ডারে গোলাপী টাসেলের কাজ ছিল।

সারা তাঁর চির পরিচিত পনিটেইল হেয়ারস্টাইল বেছে নিয়েছিলেন। নিউড পিঙ্ক লিপস্টিক সোহার মেকআপ আর চেহারার মধ্যে সামঞ্জস্য বাড়িয়ে তোলে। এছাড়াও গোলাপী গাল, কালো আইলাইনার, কাজল ঘেরা চোখ তাঁর সাবলীল মেকআপকে অসাধারণ করে তুলেছিল।

View this post on Instagram

A post shared by Soha (@sakpataudi)

এই পোশাকটি ভারতীয় ব্র্যান্ড পিঙ্কলে থেকে সংগ্রহ করা হয়েছে। এই ব্র্যান্ড বরাবরই তাদের রুচিশীল ডিজাইন, এথনিক ছোঁয়ার জন্য সুপরিচিত। আপনি যদি আপনার ওয়াড্রোবে এই পোশাকটি রাখতে চান, তাহলে পিঙ্কলের অফিসিয়াল ওয়েবসাইটে এটি পাওয়া যাচ্ছে। কুর্তা সেটটির মূল্য ৪,৯৯৯ টাকা।

পালাজো এখন গ্রীষ্মকালীন ফ্যাশনের তকমা হয়ে উঠেছে। ৬০-এর দশকে এই প্যান্টের চল এসেছিল। তারপর জিন্স, লেগিংস অনেক কিছুই নিজেদের ভাগের ট্রেন্ড ধরে রেখেছিল। কিন্তু, গরমকালে পালাজোর মতো আরামদায়ক আর কোনওকিছুই হতে পারে না। কম বেশি প্রত্যেক মহিলার ওয়াড্রোবে পালাজোর আধিক্যই বলে দেয়, হাল আমলের ফ্যাশন ট্রেন্ডে পালাজো একটা বড় অংশ জুড়ে আছে।

আরও পড়ুন: ১৮ মাস পর প্রথমবার লাইভ শো! শুরু হতে চলেছে মিলান ফ্যাশন উইক

আরও পড়ুন: একই পোশাকে ভিন্ন গ্ল্যামারাস সাজ! করিনা না সানায়া, কে বেশি নজর কেড়েছেন?