Kiara Advani: তপ্ত গরমেও নজর কাড়বেন কীভাবে? সামার কালেকশনের জন্য উঁকি দিন কিয়ারার ওয়্যার্ড্রোবে

TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস

Apr 30, 2022 | 12:14 AM

Trendy Fashion Tips: সিনেমার প্রচারের জন্য বিভিন্ন জায়গায়, নানান ইভেন্টে যেতে হচ্ছে তাঁকে। সম্প্রতি একটি উজ্জ্বল গোলাপী রঙের স্যুটের সেট বেছে সকলের চোখ ধাঁধিয়ে দিয়েছেন।

Kiara Advani: তপ্ত গরমেও নজর কাড়বেন কীভাবে? সামার কালেকশনের জন্য উঁকি দিন কিয়ারার ওয়্যার্ড্রোবে

Follow Us

ভুল ভুলাইয়া ২ (Bhool Bhulaiyaa 2) সিনেমার প্রচারে এখন তুমুল ব্য়স্ত। তার মধ্যে চর্চা চলছে কিসিং সিন নিয়েও। বলিউডের অন্যতম ফ্যাশনিস্তা অভিনেত্রীদের মধ্যে একজন হলেন, কিয়ারা আডবানী ( Kiara Advani)। সিনেমা নিয়েই নয়, ইন্সটাগ্রামে সিঙ্গল থাকা নিয়ে বলিউডে গুনগুন শুরু হয়েছে সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে ব্রেকআপ প্রসঙ্গেও। মোট কথা, বলিউডের পেজ থ্রি-র খবরে এখন শুধুই কিয়ারা। তবে এখানে কিয়ারার বলিউডি খবরাখবর নিয়ে নয়, তাঁর ফ্যাশন স্টেটমেন্ট নিয়ে কথা বলব। সিনেমার প্রচারের জন্য বিভিন্ন জায়গায়, নানান ইভেন্টে যেতে হচ্ছে তাঁকে। সম্প্রতি একটি উজ্জ্বল গোলাপী রঙের স্যুটের সেট বেছে সকলের চোখ ধাঁধিয়ে দিয়েছেন।

কিয়ারা আডবানীর অভিনয় যেমন মনে জায়গা করে নিয়েছে, তেমন তাঁর স্টাইলিশ আউটফিটের পছন্দ ঘিরেও ভক্তদের কৌতূহলের শেষ নেই। একরঙা গোলাপী স্যুট ছাড়াও গরমের দিনেও ফ্যাশনেবল পোশাক নিয়ে উষ্ণতা ছড়িয়েছেন।

ফরম্যাল ম্যাক্সি ড্রেস

সম্প্রতি ইন্সটাতে একটি সাদা পোশাক পরা একটি ছবি শেয়ার করেছেন। সাদা ম্যাক্সি ড্রেসটি এই গরমে আউটিং বা অফিসের মিটিংয়ের জন্য পারফেক্ট।

অ্যাথলিজার লুক

পাহাড়ে ট্রেকিং করতে গিয়ে অনেকেই বুঝে উঠতে পারেন না কেমন স্টাইলিস পোশাক বাছবেন। ভুল ভুলাইয়া ২-এর অভিনেত্রীর এই আউটফিটটি কিন্তু আপনার ওয়্যার্ড্রোবের জন্য বেছে নিতে পারেন। পাহাড়ের মনোরম পরিবেশে ভ্রমণের জন্য অলিভ সবুজ প্যান্টের সঙ্গে একটি সাদা টি-শার্ট পরেছেন তিনি। গরমে পাহাড়ের দেশে বেড়াতে গেলে ব্যাকপ্যাকে এমন পোশাক সঙ্গে রাখা চাই-ই চাই।

গরমে ব্রাঞ্চ পার্টি লুক

লেডিস গ্যাংয়ে নজর কাড়তে চাই ফাটাফাটি একটা লুক। গরমের বান্ধবীদের সঙ্গে ব্রাঞ্চে গিয়ে কেমন পোশাক পরবেন? অন্যান্যদের থেকে নিজেকে যদি আলাদা করতে চান, তাহলে কিয়ারার এই অল-পিঙ্ক আউটফিটটি বেছে নিতে পারেন।

২০০৭ সালের সেরা ছবিগুলোর মধ্যে অন্যতম ছিল বিদ্যা বালান এবং অক্ষয় কুমারের অভিনীত ‘ভুল ভুলাইয়া’। প্রায় ১৫ বছর পর, ফের শোনা যাচ্ছে ‘আমি মঞ্জুলিকা’। সম্প্রতি সেই স্মৃতি উস্কে দিয়ে মুক্তি পেয়েছে ভুল ভুলইয়া ২ সিনেমার ট্রেলার। ‘ভুল ভুলাইয়া ২’ পরিচালনা করেছেন আনিস বাজমি। যেখানে, অক্ষয়ের বদলে দেখা যাবে কার্তিক আরিয়ানকে। সঙ্গে রয়েছেন টাব্বু , কিয়ারা আডবানী, রাজপাল যাদব ও সঞ্জয় মিশ্রর মতো অভিনেতারা। ছবিটা মুক্তি পাবে ২০ মে।

আরও পড়ুন: PV Sindhu: ফ্যাশন দুনিয়ায় নয়া চমক! একলাখি লেহেঙ্গার বেশে এ কোন সিন্ধু!

আরও পড়ুন: Ironing: জামাকাপড় নিজেই ইস্ত্রি করেন? পোশাক ভাল রাখতে সঠিক নিয়মগুলি জেনে নিন

আরও পড়ুন: Ranveer Singh: এয়ারপোর্ট লুকে অন্য অবতারে রণবীর! ডিজাইনার এই স্যুটের দাম কত জানেন?

Next Article