Ranveer Singh: এয়ারপোর্ট লুকে অন্য অবতারে রণবীর! ডিজাইনার এই স্যুটের দাম কত জানেন?
Ethnic Outfit: পুরুষদের পোশাকে ফ্যাশন নিয়ে ফের একবার চমক দিলেন তিনি। এমনিতেই নানা ধরনের ব্যতিক্রমী ফ্যাশন ও স্টাইলের পোশাক বেছে নেন তিনি।
দক্ষিণের সুপারস্টার বিজয় দেবেরকোন্ডার এয়ারপোর্ট লুকের (Airport Look) কথা মনে আছে? ডিজাইনার অনিতা ডোংরের (Anita Dongre) ফ্য়াশনেবল এথনিক কুর্তা-বান্দি সেট ফ্যাশন দুনিয়ায় দারুণ ছাপ ফেলেছিল। এবার এই দক্ষিণী তারকার পর এবার নডর কাড়লেন বলিউডের ফ্যাশনিস্তা তারকা অভিনেতা রণবীর সিং (Ranveer Singh)।
ভারতীয় ডিজাইনারের ঐতিহ্যবাহী লুকে বিমানবন্দরে সাধারণত তারকাদের দেখা যায় না। ক্যাজুয়াল ও ফ্যাশনেবল পোশাকই বেশি পছন্দ তাঁদের। তবে বলিউডের জনপ্রিয় তারকা রণবীরের নেভি ব্লু বন্ধগলার সেট ভক্তদের তো বটেই , ফ্যাশন ইন্ডাস্ট্রিতেও রণবীরের অন্য অবতারে লুকে মুগ্ধ।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় দুটি ছবিতে দেখা গিয়েছে, নেভি-ব্লু বন্ধগলা স্যুটে বিমানে চরেছেন তিনি। পুরুষদের পোশাকে ফ্যাশন নিয়ে ফের একবার চমক দিলেন তিনি। এমনিতেই নানা ধরনের ব্যতিক্রমী ফ্যাশন ও স্টাইলের পোশাক বেছে নেন তিনি। বিমানবন্দর লুকেও ফ্যাশনিস্তার কোনও ঘাটতি রাখেন না তিনি। কিন্তু এবার একটু অন্যরকম সাজে সেজেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় যে ছবি ভাইরাল হয়েছে, সেই ছবিতে দেখা গিয়েছে, ফ্লাইটে যাওয়ার আগে বিমানের সামনে ফটোশ্যুটের বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন তিনি। সিল্কের ট্র্যাডিশনাল ফুল হাতা ভারতীয় পোশাকটিতে তাঁকে যে আরও হ্যান্ডসাম করে তুলেছে তা বলার অপেক্ষা রাখে না।
নেভি-ব্লু বন্ধগলার সেটটিতে রয়েছে সূক্ষ্ম এমব্রয়ডারির কাজ। তাতে স্যুটের চেহারা আরও উজ্জ্বল হয়ে গিয়েছে। সামনের দিকে পকেটও রয়েছে তাতে। অসাধারণ দেখতে আউটফিটটির সঙ্গে রণবীর ম্যাচিং নেভি-ব্লু ট্রাউজার্স বেছে নিয়েছেন। শুধু পোশাকেই চমক নয়, ক্রিশ্চিয়ান লুবউটিনের এক জোড়া চকচকে কালো জুতা ও কানে এক জোড়া হীরের কানের দুল যেন তারকার মতোই জ্বলজ্বল করেছে। শুধু তাই নয়, চোখে রয়েছে ক্রোম হার্টস সানগ্লাসও। আর তাতেই রণবীরের স্টাইল যেন আরও বেশি করে লাইমলাইটের পড়ে গিয়েছে। পুরোপুরি ফ্যাশন ও ট্রেন্ডি স্টাইল মেনেই পোশাক বেছে নিতে পছন্দ করেন রণবীর।
পোশাকে যেমন ঝলক রয়েছে, তেমনি হেয়ারস্টাইলেও রয়েছে অন্য লুক। হেয়ার স্টাইল নিয়ে রণবীরের নানা অবতারের ছবি ভক্তদের চোখের সামনে পরিস্কার। কোন পোশাকের সঙ্গে কোন হেয়ারস্টাইলটি মানাবে, তা তিনি আত্মবিশ্বাসের সঙ্গে ঠিক করেন। এখানেও ব্যতিক্রমী কিছু নয়। পনিটেল হেয়ারস্টাইল এই আউটফিটের সঙ্গে একদম স্টাইলিশ ঘরানার লক্ষণ। জেল দিয়ে চুলকে পিছনে টেনে পনিটেল হেয়ারস্টাইল করেছেন তিনি।
View this post on Instagram
অনিতা ডোংরের এই বন্ধগলার সেটটি দেশের ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার নান্দনিক ছোঁয়া রয়েছে। বিয়ের পার্টির জন্য উপযুক্ত এই আউটফিটটির দাম জানতে চান অনেকেই। ডিজাইনারের ওয়েবসাইটে গেলেই দেখতে পাবেন নেভি ব্লু বন্ধগলার সেটটির দাম প্রায় ৮০ হাজার টাকা।
আরও পড়ুন: Malaika Arora: শ্যুটিংয়ে ফিরেই চমক মালাইকার! গোলাপী মিনি ড্রেস আর বোল্ড লুকে ঝড় তুললেন নেটপাড়ায়