AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bhutia Market: ভুটান-হিমাচল প্রদেশের থেকেও সস্তা সোয়েটার কলকাতার এই মার্কেটে

Winter collection: কলকাতার ওয়েলিংটনে ৫ নভেম্বর থেকে বসেছে সোয়েটার মার্কেট। চলবে জানুয়ারি মাস পর্যন্ত। ভুটান, হিমাচল প্রদেশ থেকে প্রচুর মানুষ এসেছেন পসরা সাজিয়ে বসেছেন। এখানে সস্তায় পেয়ে যাবেন প্রচুর সোয়েটার। ১০০০ টাকায় পাবেন গরম জ্যাকেট

Bhutia Market: ভুটান-হিমাচল প্রদেশের থেকেও সস্তা সোয়েটার কলকাতার এই মার্কেটে
কোথায় কিনবেন সস্তায় সোয়েটার
| Edited By: | Updated on: Dec 12, 2023 | 3:24 PM
Share

শীতের স্থায়িত্ব কলকাতায় বড়ই কম। মেরে কেটে দু মাস। আর তাই শীতের আমেজ লুটেপুটে নিতে প্রস্তুত সকলেই। শীতের দিনে ঘুরে বেড়াতে খুব ভাল লাগে। সেই সঙ্গে খাওয়া-দাওয়া চলতেই থাকে। নিম্নচাপের কারণে বেশ কিছুদিন কলকাতার আকাশ মেঘলা ছিল। সেইভাবে ঠাণ্ডা পড়ছিল না। তবে এবার জাঁকিয়ে শীত পড়তে শুরু করেছে। তাপমাত্রার পারদ আরও কিছুটা নামবে সেইদিকেই তাকিয়ে সকলে। শীতের সময় সকলেই এদিক-ওদিক ঘুরতে যান। সেই সঙ্গে পিকনিক তো থাকেই। শীতের সময় শীতের দেশে ঘুরতে যাওয়ার মজাটাই অন্যরকম। শীতের বেড়াতে যাওয়ার প্রস্তুতি এখন শুরু হয়েছে বাড়িতে বাড়িতে। টিকিট কাটাও হয়ে গিয়েছে। আর পাহাড়-পর্বতে বেড়াতে গেলে সেখানে শীতের জামাকাপড় বেশি নিতেই হবে। এই সময় প্রচুর মানুষ দার্জিলিং, সিকিম, গ্যাংটক, হিমাচল প্রদেশ যান। আবার অনেকে যান উত্তরপ্রদেশ, দিল্লি, রাজস্থান, পঞ্জাব। সর্বত্রই ঠান্ডা থাকে

আর তাই সোয়েটার তো লাগবেই। মাত্র অল্প সময়েই এই সোয়েটারের ব্যবহার থাকে। ব্যবহারের পর সোয়েটার আবার সেই আলমারিতেই তোলা থাকে। সোয়েট শার্ট, জ্যাকেট, সোয়েটার এসব পরার জন্য তো হাতে মাত্র কয়েকটা দিনই থাকে। আর তাই চুটিয়ে ফ্যাশন করুন, সঙ্গে থাক ফ্যাশনেবল সব সোয়েটারও। যেহেতু সোয়েটার বেশিদিন পরা হয় না তাই অনেকেই খুব বেশি দাম দিয়ে তা কিনতে চান না।

অনেকেরই ধারণা বাইরে মানে শীতের দেশে সোয়েটারের দাম কম। দার্জিলিং, হিমাচল বেড়াতে গেলে অনেকেই সোয়েটার, জ্যাকেট কিনে আনেন। তবে জানেন কি কলকাতাতে বসেই হিমাচল, দার্জিলিং এর থেকে কম দামে সোয়েটার কিনে নিতে পারবেন? প্রতি বছর শীতে শহরে প্রচুর ভুটিয়ারা আসেন। সেখান থেকেও প্রচুর জন সোয়েটার কেনেন। সোয়েটার, জ্যাকেট, মাফলার, স্কার্ফ, মোজা সব কিছুই রয়েছে তাদের ঝুলিতে। তবে জানেন কি, কোথায় পাবেন সস্তার এই সোয়েটার?

কলকাতার ওয়েলিংটনে ৫ নভেম্বর থেকে বসেছে সোয়েটার মার্কেট। চলবে জানুয়ারি মাস পর্যন্ত। ভুটান, হিমাচল প্রদেশ থেকে প্রচুর মানুষ এসেছেন পসরা সাজিয়ে বসেছেন। এখানে সস্তায় পেয়ে যাবেন প্রচুর সোয়েটার। ১০০০ টাকায় পাবেন গরম জ্যাকেট। সোয়েটারের দাম শুরু ৩০০ টাকা থেকে। হেদুয়া পার্কেও রয়েছে শীতবস্ত্রের দারুণ কালেকশন। তাই দেরী না করে চলে আসুন ঝটপট। পছন্দমতো সোয়েটার কিনে নিয়ে যান।