Strains in Clothes: জামা কাপড়ে মেকআপ প্রোডাক্টের দাগ লেগে গেলে ব্যতিব্যস্ত হবেন না, এই পদ্ধতিগুলো মেনে চললেই মিলবে সুরাহা…

TV9 Bangla Digital | Edited By: শোভন রায়

Nov 20, 2021 | 7:08 AM

কয়েকটা উপায় আছে যেগুলো মাথায় রেখে চললে তুলনামূলক সহজে এই দাগ সরানো যাবে। এই পদ্ধতিগুলো যদিও লিপস্টিকের পাশাপাশি কফি বা চায়ের দাগ সরিয়ে তুলতেও বেশ কিছু মাত্রায় কার্যকর।

Strains in Clothes: জামা কাপড়ে মেকআপ প্রোডাক্টের দাগ লেগে গেলে ব্যতিব্যস্ত হবেন না, এই পদ্ধতিগুলো মেনে চললেই মিলবে সুরাহা...

Follow Us

অর্ধাঙ্গিনী, প্রেমিকা, বান্ধবী কিংবা যে কোনও মহিলাকেই আলিঙ্গন করার সময় ভুল বশত লিপস্টিকের দাগ লেগে যায় জামা কাপড়ে। শুধু লিপস্টিক নয়, বেশ কিছু ক্ষেত্রে মেকআপ সামগ্রীর দাগও লেগে থাকে জামা কাপড়ে। সেক্ষেত্রে যদি আপনার জামা সাদা রঙের হয়ে থাকে তাহলে তো বেশ কিছুটা অস্বস্তির মধ্যে পড়তে হয়। যদিও এমন সমস্যায় যে শুধু পুরুষকেই পড়তে হবে তা একেবারেই নয়। মহিলাদের মধ্যেও আলিঙ্গন বিনিময়ের সময় এমন ঘটনা প্রায়ই ঘটে থাকে। এমনকি খেয়াল না থাকলে, নিজেদের ক্ষেত্রেও এমন ঘটনা ঘটতে পারে। এই অবস্থায় করণীয় কী?

বিভিন্ন মেকআপ পণ্যের মধ্যে লিপস্টিক প্রত্যেক মেয়েরই পছন্দের একটি জিনিস। যেকোনও উপলক্ষে লিপস্টিক ছাড়া মেকআপ সম্পূর্ণই হয় না। কিন্তু, কোনওভাবে যদি আপনার পছন্দের লিপস্টিক আপনার প্রিয় জামায় লেগে যায় তাহলে সেটা খুবই কষ্টদায়ক। অনেকেই মনে করেন, লিপস্টিকের দাগ খুব সহজেই তোলা যায় কিন্তু, বেশিরভাগ ক্ষেত্রেই বিষয়টা এতটাও সহজ হয় না। ঠোঁট থেকে লিপস্টিক সহজেই তোলা গেলেও পোশাক থেকে তোলা অতটা সোজা নয়।

কয়েকটা উপায় আছে যেগুলো মাথায় রেখে চললে তুলনামূলক সহজে এই দাগ সরানো যাবে। এই পদ্ধতিগুলো যদিও লিপস্টিকের পাশাপাশি কফি বা চায়ের দাগ সরিয়ে তুলতেও বেশ কিছু মাত্রায় কার্যকর। আসুন, দেখে নেওয়া যাক আপনার মুশকিল আসানের এই কৌশল…

শেভিং ক্রিম:
ছেলেদের শেভিং ক্রিমের সাহায্যে লিপস্টিকের দাগ দূর করতে পারেন। কাপড়ের যেখানে লিপস্টিকের দাগ লেগেছে সেখানে শেভিং ক্রিম দিয়ে স্ক্রাব করুন। কিছুক্ষণ রেখে তারপর ধুয়ে ফেলুন।

হেয়ার স্প্রে:
লিপস্টিকের দাগ দূর করতে আপনি হেয়ার স্প্রে ব্যবহার করতে পারেন। কাপড়ে লেগে থাকা লিপস্টিকের দাগ দূর করতে সেই জায়গায় স্প্রে করুন। ১৫ মিনিটের জন্য তা রেখে দিন। এর পরে গরম জল দিয়ে দাগযুক্ত জায়গায় ধীরে ধীরে ঘষুন।

টুথপেস্ট:
টুথপেস্টের সাহায্যেও লিপস্টিকের দাগ দূর করতে পারেন। দাগযুক্ত জায়গায় টুথপেস্ট লাগান, তারপরে হালকা করে স্ক্রাব করুন। স্ক্রাবিংয়ের পরে, জল দিয়ে ধুয়ে ফেলুন।

কাপড় থেকে দাগ তোলার সময় এই বিষয়গুলি মনে রাখা উচিত –
১) দাগ লাগার পরে দ্রুত কাপড় পরিষ্কার করা উচিত।
২) দাগযুক্ত কাপড় ভাঁজ করবেন না, অন্যথায় দাগ কাপড়ের অন্যান্য জায়গায় লেগে যাবে।
৩) দাগযুক্ত কাপড় হালকা করে ঘষতে হবে, অতিরিক্ত জোর দিয়ে ঘষলে কাপড় ফেটে যেতে পারে।

আরও পড়ুন: International Men’s Day 2021: ‘লাল-গোলাপি রঙেও ভীষণ মানায় ছেলেদের’! পুরুষ দিবসে ছেলেদের জন্য বিশেষ ফ্যাশন টিপস ডিজাইনারের

আরও পড়ুন: Wedding Dresses 2021: ফ্যাশনেবল পোশাকেও চমক প্লাস-সাইজ কনের! নজর কাড়তে কেমন পোশাক বাছবেন, জানুন

আরও পড়ুন: Happy Pool Day: Anushka Sharma: ঝলমলে বিকেলে পুলের জলে গা ভাসিয়ে দিলেন অনুষ্কা, আলোচনার কেন্দ্রে তাঁর সুইম স্যুট…

Next Article