AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Oindrila Sen: অঙ্কুশকে ছাড়াই Summer Cool Fashion-এ বাজিমাৎ ঐন্দ্রিলার, ওজন ঝরিয়ে কেমন লাগছে নায়িকাকে?

Ankush- Oindrila: শাড়ি থেকে ইন্দো-ওয়েস্টার্ন গরমে হিট ঐন্দ্রিলার আউটফিট

Oindrila Sen: অঙ্কুশকে ছাড়াই Summer Cool Fashion-এ বাজিমাৎ ঐন্দ্রিলার, ওজন ঝরিয়ে কেমন লাগছে নায়িকাকে?
ঐন্দ্রিলার গরমের সাজ
| Edited By: | Updated on: Apr 20, 2023 | 5:35 PM
Share

টলিপাড়ায় বহু বছরের হিট কাপল হলেন অঙ্কুশ আর ঐন্দ্রিলা। রুপোলি পর্দায় এবার তাঁদের বিয়েটা পয়লা বৈশাখে হয়ে গেলেও আসল বিয়েটা কিছুতেই হচ্ছে না। দুজনে একসঙ্গে থাকেন, ঝগড়া করেন, লেগপুলিং করেন তবুও চারহাত কবে এক হবে সেই নিয়ে এখনও পর্যন্ত সঠিক করে কিছুই বলেননি এই লাভ বার্ডস। তবে এবার সবার জোরাজুরিতে অঙ্কুশ জানিয়েছেন, এবছরের শেষের দিকেই হয়তো আইনি বিয়েটা সেরে ফেলবেন। বড়ই মজার মানুষ অঙ্কুশ আর ঐন্দ্রিলা। আর তাই তাঁদের খুনসুটি দেখতেও ভীষণ ভালবাসেন দর্শক। তবে সুযোগ পেলেই অঙ্কুশকে কড়া শাসনে রাখতে ভোলেন না ঐন্দ্রিলা। একটা সময় টেলিভিশনে ঐন্দ্রিলা-বিক্রম ছিলেন হিট জুটি। বাস্তবেও বিক্রম, ঐন্দ্রিলা আর অঙ্কুশ খুব ভাল বন্ধু। তবে বৈশাখের তপ্ত দিনে দুই বন্ধুকে ছাড়াই ইন্সটাগ্রামে একের পর এক মারকাটারি ছবি দিলেন ঐন্দ্রিলা।

একটা সময় ঐন্দ্রিলা নিজেই জানিয়েছিলেন তাঁর একটু ভারিক্কি চেহারা, কোমরে মেদের কারণে এই ইন্ডাস্ট্রিতে ঠিক করে কাজ পাচ্ছিলেন না। আসলে নায়িকা মানেই ত্বন্বী, সুন্দরী হবে এমনই একটা মাপকাঠিতে চলে সমাজ। টেলিভিশন থেকে বিরতির পর দীর্ঘ সময় ধরে ঐন্দ্রিলা নিজেকে গ্রুম করেছেন। অতিরিক্ত ওজন ঝরিয়ে ফেলেছেন। কঠোর ডায়েট, শরীরচর্চার মধ্যে নিজেকে বেঁধে রেখেচিলেন। আর এখন তিনি এখন তিনি একেবারে ছিপছিপে তরুণী। শরীরের কোথাও মেদের লেশমাত্র নেই। যদিও সেই ‘বাবলি’ ঐন্দ্রিলাকে এখনও মিস করেন দর্শক।

বৈশাখের এই দহন দিনে সকলেই নাজেহান। বেলা ১০ টার পর বাড়ির বাইরে বেরনোই যাচ্ছে না। গরম বাতাসে প্রচুর মানুষ অসুস্থ হয়ে পড়ছেন। আপাতত বৃষ্টিরও তেমন সম্ভাবনা নেই। আর এই গরমের দিনেই একের পর এক ফ্যাশানেবল পোশাকে তাক লাগালেন ঐন্দ্রিলা। ইনস্টাগ্রামে গোলাপি রঙের সিল্ক শাড়িতে ঐন্দ্রিলার খুব মিষ্টি একটি ছবি রয়েছে। চুলে নীচু করে খোঁপা করেছেন, তাতে গোঁজা গোলাপ। শাড়ির সঙ্গে  ম্যাচ করে কানে ড্যাংলার, আঁটি আর হাতে ব্যাঙ্গেলস- এই ছিমছাম সাজে বড্ড মানানসই লাগছে  ঐন্দ্রিলাকে।  এই গরমে ফ্লোরাল প্রিন্ট দেখতে বেশ কুল লাগে। পেস্তার উপর ফ্লোরাল প্রিন্টে দারুণ একটি শার্ট বেছে নিয়েছেন ঐন্দ্রিলা। গরমের দিনে এমন শার্ট, উঁচু করে চুল বাঁধলেই স্টাইল হয়ে যায়। অন্য কোনও কিছুর আর প্রয়োজন পড়ে না।

এখন ইন্দো-ওয়েস্টার্ন আউটফিটের খুব চল হয়েছে। নানা কাটে তা পাওয়া যায়। কলার দেওয়া ক্রপ টপের সঙ্গে ট্রাউজার্স, তাতেও রয়েছে একটা লেয়ার। দেখলে মনে হবে কুর্তির সঙ্গে কোনও কো-অর্ড- সেট পরেছেন নায়িকা। আদতে এই কো-অর্ডের সঙ্গে খুবই ভাল দেখতে লাগছে  ঐন্দ্রিলাকে। গরমের দিনে এই রকম আউটফিট সবচেয়ে আরামদায়ক। সেই সঙ্গে দেখতেও লাগে খুব ভাল।