Ishaa Saha: ডিসেম্বরের শহরে ছক ভেঙে শাড়ি পরুন সোয়েটশার্ট দিয়ে, টিপস দিচ্ছেন ইশা

Winter Fashion: শার্ট, ক্রপ টপ, টি-শার্ট, কুর্তির সঙ্গে শাড়ি এখন ওল্ড ফ্যাশান। বরং এই শীতে আপনি শাড়ি পরতে পারেন সোয়েটশার্ট দিয়ে। ঠিক যেমনটা পরেছেন টলি-ডিভা ইশা সাহা।

Ishaa Saha: ডিসেম্বরের শহরে ছক ভেঙে শাড়ি পরুন সোয়েটশার্ট দিয়ে, টিপস দিচ্ছেন ইশা
শীতের ফ্যাশানে ইশা...
Follow Us:
| Edited By: | Updated on: Dec 24, 2022 | 10:53 AM

ডিসেম্বরের শহর সেজে উঠেছে আলোয়। নন্দন চত্বর থেকে পার্কস্ট্রিট সব জায়গায় ক্রিসমাসের ছোঁয়া। বছর শেষের উৎসবে ফ্যাশান যে সঙ্গী হবে, সেটা জানা কথা। শীতে মানেই আলমারি থেকে বেরোবে পুরনো সোয়েটার, জ্যাকেট, স্কার্ফ। ওয়ার্ড্রোবে যুক্ত হবে নতুন কিছু সোয়েটশার্ট। কিন্তু তা বলে এ বছরও কি সেই গতানুগতিক ফ্যাশানে আটকে রয়েছেন আপনি? সেই ধূসর রঙের সোয়াটার কিংবা লাল সোয়েট শার্ট? বরং এ বছর শীতে ফ্যাশানের ছক ভেঙে দিন। সোয়েটশার্টই পরুন। কিন্তু জিনস নয়, শাড়ির সঙ্গে। ঠিক যেমনটা পরেছেন টলিউডে ফ্যাশানিস্তা ইশা সাহা।

ইশা বরাবরই ছক ভাঙা ফ্যাশানে বিশ্বাসী। নায়িকার ইনস্টা হ্যান্ডেল ঘাঁটলে তার প্রমাণ মেলে। শহরে যে শীত এসেছে তারও প্রমাণ মিলেছে ইশার ইনস্টায়। ‘সোয়াটার’র নায়িকার প্রোফাইল জুড়ে সোয়াটার, উলের স্কার্ফ, সোয়েটশার্ট। এর মাঝে সবচেয়ে নজর কাড়ছে সোয়েটশার্টের সঙ্গে শাড়ি। শার্ট, ক্রপ টপ, টি-শার্ট, কুর্তির সঙ্গে শাড়ি পরতে আমরা অনেকে সেলেবকেই দেখে থাকি। এখন শার্ট, ক্রপ টপ, টি-শার্ট, কুর্তির সঙ্গে শাড়ি পরলে দেখতেও ভাল লাগে। কিন্তু শীতে সোয়েটশার্টের সঙ্গে শাড়ি পরতে এই প্রথম ইশাকেই দেখা গেল।

শহরে কিছুদিন আগেই অনুষ্ঠিত হয়েছিল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। সেখানেই সিনেআড্ডা অভিনেত্রীকে দেখা গিয়েছে সোয়েটশার্ট ও শাড়িতে। অনুষ্ঠানের জন্য ইশা বেছে নিয়েছিলেন গোলাপি রঙের শাড়ি। শাড়ি জুড়ে রয়েছে এমব্রয়ডারির কাজ। রয়েছে ফ্লোরাল মোটিফ। এই ধরনের এমব্রয়ডারির কাজ কাশ্মীরি পোশাকে লক্ষ্য করা যায়। এই ফ্লোরাল মোটিফ তৈরি করতে বিভিন্ন রঙের সুতো ব্যবহার করা হয়েছে। গোলাপি রঙের শাড়ির উপর মাল্টি রঙের এমব্রয়ডারির কাজ সুন্দরভাবে ফুটে উঠেছে।

শাড়ির পাড়ে এবং আঁচলে এই এমব্রয়ডারির কাজ বিশেষভাবে লক্ষ্য করা যাচ্ছে। আর শাড়ির বহরে একটা ছোট ছোট ফুলের মোটিফ রয়েছে। ইশা শাড়িটা অত্যন্ত এলিগেন্ট। এই ডিজাইনার শাড়িটি তৈরি করেছেন কলকাতার ‘শারন্য’ নামের একটি অনলাইন দোকান। শাড়িটা যেমন ক্লাসিক তেমনই সোয়েটশার্টের সঙ্গে এটি স্টাইল করে সব ছক ভেঙে দিয়েছেন ইশা।

পিচ ব্রাউন শেডের সোয়েট টি-শার্ট পরেছেন ইশা। গোলাপি রঙের শাড়ির রঙে ব্রাউন শেডের সোয়েটশার্ট দারুণ মানিয়েছে। ইশার এই সোয়েটশার্ট ওভারসাইজ। এখন এটাই ট্রেন্ডিং। ইশার এই লুক স্টাইল করেছেন স্টাইলিস্ট ও ডিজাইনার মাধব সরকার। শহরে যখন পারদ নামছে সেখানে এমন পোশাক যেমন আপনাকে আরাম দেবে তেমনই ফ্যাশানও বজায় থাকবে। শীতে যে কোনও ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, বন্ধুর বিয়ে ইত্যাদিতে আপনি এই ধরনের পোশাক পরতে পারবেন।

সেভাবে কোনও অলঙ্করণ দেখা যায়নি ইশার এই লুকে। গহনা বলতে পোশাকের সঙ্গে মানানসই কানের দুল। তাও স্টাড ইয়াররিংস পরেছে নায়িকা। আর মেকআপ বলতে ন্যুড লুকই বেশি ভালবাসেন নায়িকা। চোখে প্যাস্টেল রঙের আইশ্যাডো আর জেল আইলাইনার। ঠোঁটে ন্যুড শেডের লিপস্টিক। শর্ট চুল খোলাই রেখেছিলেন নায়িকা। সব মিলিয়ে নজর কেড়েছে ইশার এই শীত ফ্যাশান। আপনিও চাইলে ট্রাই করতে পারেন।