Saree Style: অফিস থেকে নিমন্ত্রণ বাড়ি যাবেন, গরমের দিনে কেমন শাড়ি বাছবেন?
Bengal Cotton Sarees: ধনেখালি, ফুলিয়ার শাড়ির খ্যাতি কিন্তু ভারতজোড়া। এই শাড়ি পরে যেমন আরাম তেমন কিন্তু দেখতেও ভাল লাগে
ওয়ার্ড্রোবে যতই পোশাক থাক না কেন শাড়ির কিন্তু সব সময়ই আলাদা কদর রয়েছে। ভারতীয় সব মেয়ের আলমারিতেই আলাদা করে শাড়ির জন্য অন্তত দুটো তাক বরাদ্দ থাকে। থরে থরে সাজানো শাড়ি দেখতেও কিন্তু বেশ লাগে। সেখানে হ্যান্ডলুম, তসর, বিভিন্ন রকমের সিল্ক, বেগমপুরি, ফুলিয়ার তাঁত, বালুচরী, জামদানি, মলমল, কাঞ্জিভরম, পৈঠানি, কাঞ্চিপুরম নানা শাড়ি থাকে। এখন নানা রকম বেনারসি শাড়িও পাওয়া যায়। এখনকার অনেক মেয়েই নিজেরা শাড়ি পড়তে পারে না। ফলে নানা রকমের রেডি টু ওয়্যার শাড়ি পাওয়া যায়। তবে একথা অস্বীকার করার কোনও উপায় নেই যে, যে কোনও অনুষ্ঠানে মেয়েদের শাড়িতেই কিন্তু সবচেয়ে ভাল মানায়। এমনও অনেকেই আছেন যাঁরা শাড়ি পরতে ভীষণ ভালবাসেন এবং অফিসও আসেন শাড়ি পড়ে। শাড়ির মধ্যে যে স্মার্টনেস থাকে তা কিন্তু অন্য কোনও পোশাকে থাকে না।
শাড়িতেও যে মেয়েদের ভাল মানায়, শাড়িতেই যে তাকে সবথেকে বেশি সুন্দর লাগে একথা কিন্তু মেয়েদের মন থেকে বিশ্বাস করতে হবে। এবং মানতেই হবে। শাড়ি পড়তে অসুবিধে বা শাড়ি পরে স্বচ্ছন্দ্য বোধ করি না এই কথাটা যদি মেয়েরা নিজের উদ্যোগে বলা বন্ধ করেন তাহলেই কিন্তু ফিরে আসবে আত্মবিশ্বাস। আজকাল শাড়ি ড্রেপিংও কিন্তু পেশা। প্রচুর ড্রেপার আর্টিস্ট রয়েছেন, স্টাইলিস্ট রয়েছেন যাঁরা কিন্তু শাড়ি পরানোর জন্যই বিখ্যাত। তবে গরমের দিনে কোনও অনুষ্ঠান বা পার্টিতে সিল্ক, গাদোয়াল, তসর এসব পরে যেতে একটু অসুবিধে হয়। গরমের কারণেই এই সব শাড়িতে ততটাও স্বাচ্ছন্দ্য পাওয়া যায় না। আর তাই বেছে নিতে পারেন যে কোনও সুতির শাড়ি। বাংলার নিজস্ব প্রচুর শাড়ি রয়েছে। আর সেই সব শাড়ি কিন্তু আপনি রাইতেই পারেন পছন্দের তালিকায়।
মলমলের শাড়ি পরে যেমন আরাম লাগে তেমনই দেখতেও ভাল লাগে। মলমলের শাড়ি পরলে আলাদা করে কোনও মেকআপের প্রয়োজন হয় না। ছোট্ট টিপ আর কাজলেই কাজ চলে যায়। মলমলের শাড়ির আর্দ্রতা এবং ঘাম শোষণ করার একটি স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে। মলমল শাড়ির আর একটি বৈশিষ্ট্য হল, এটি ধোয়ার পর আরও নরম হয়ে যায়।
বেগমপুরি শাড়ি যেমন নরম তেমন কিন্তু পরেও আরাম। আর হ্যান্ডলুমের ব্লাউজ দিয়ে এই শাড়িগুলি কিন্তু দেখতেও বেশ ভাল লাগে। এই শাড়িতে যে তুলো ব্যবহার হয়, তাতে খুব বেশি স্টার্চ লাগে না। বেগমপুরি শাড়ির পাড়ের নকশা সরু এবং রঙিন সুতো দিয়ে হয়। এগুলির ওজন যথেষ্ট হালকা।
সফট জামদানিও কিন্তু গরমে যেমন আরামদা.ক তেমনই দেখতে ভাল। লাল, সাদা, হলুদ আর সবুজ এই রঙগুলো কিন্তু বেশ জনপ্রিয়।
আরও পড়ুন: Sarees of Bengal: রূপের বাহারে মহিলাদের ধন্দে ফেলে দেয় বালুচরী আর স্বর্ণচুরী, আপনি চিনবেন কীভাবে?