AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘একলা চলো রে…’ নীতিতে অন্য ফ্যাশনের হদিশ দিলেন বিদ্যা

Vidya Balan: বিদ্যা শাড়ি পরতে ভালবাসেন। রকমারি শাড়ি রয়েছে তাঁর সংগ্রহে। ভারতের বিভিন্ন প্রদেশের শাড়ির লুকে নিজেকে দেখতে পছন্দ করেন তিনি। বাংলার শাড়ি তার মধ্যে অন্যতম।

‘একলা চলো রে...’ নীতিতে অন্য ফ্যাশনের হদিশ দিলেন বিদ্যা
বিদ্যা বালন। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।
| Edited By: | Updated on: Jul 11, 2021 | 8:44 PM
Share

‘যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে…’। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এই লাইন এ বার উঠে এল ফ্যাশনের নামাবলী হয়ে। পরলেন বিদ্যা বালন।

সদ্য বিদ্যা নিজের শাড়ি পরা কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। সেই শাড়ির পাড়ে রবি ঠাকুরের লেখা লাইন রয়েছে বাংলা এবং রোমান হরফে। মেরুন শাড়ির কালো পাড়। তার উপরে মেরুন দিয়েই লেখা। কালো ব্লাউজ দিয়ে টিম আপ করেছেন বিদ্যা। সঙ্গে অক্সিডাইজের দুল, ছোট্ট টিপ আর হাত খোঁপা।

এই ছবির ক্যাপশনে বিদ্যা লিখেছেন, ‘কে কে মিল খুঁজে পাচ্ছেন?’ বিদ্যা শাড়ি পরতে ভালবাসেন। রকমারি শাড়ি রয়েছে তাঁর সংগ্রহে। ভারতের বিভিন্ন প্রদেশের শাড়ির লুকে নিজেকে দেখতে পছন্দ করেন তিনি। বাংলার শাড়ি তার মধ্যে অন্যতম। শাড়ির ফ্যাশনে বিদ্যা আগেও নজর কেড়েছেন। কিন্তু এই শাড়িতে রয়েছে এক অমোঘ লাইন। যার সঙ্গে নিজের জীবনবোধের তুলনা করতে চেয়েছেন অভিনেত্রী। সে কারণেই হয়তো এই শাড়ি তাঁর এত প্রিয়।

View this post on Instagram

A post shared by Vidya Balan (@balanvidya)

১৯৯৫-এ ‘হম পাঁচ’ ধারাবাহিকে অভিনয় করে টেলিভিশনে ডেবিউ করেন বিদ্যা। ২০০৩-এ ‘ভাল থেকো’ তাঁর বড় পর্দায় ডেবিউ ছবি। ২০০৫-এ প্রথম হিন্দি ছবি করেন তিনি, ‘পরিণীতা’। এই সুযোগ একদিনে আসেনি। বহু ব্যর্থতার পরে নিজেকে প্রমাণ করার সুযোগ পেয়েছেন নায়িকা।

এক সময় বডি শেমিংয়ের শিকারও হয়েছেন তিনি। শাড়ি ছাড়া তাঁর চেহারায় অন্য কোনও পোশাক দেখতে ভাল লাগে না, সেটাই তাঁকে শুনতে হয়েছে। কিন্তু যে কোনও পোশাক সমান কনফিডেন্সের সঙ্গে ক্যারি করেন বিদ্যা। আর চেহারা যে অভিনয়ের মাপকাঠি হতে পারে না, তা তাঁর আর নতুন করে প্রমাণ করার প্রয়োজন নেই।

আরও পড়ুন, সুশান্তকে স্মরণ করে ‘পবিত্র রিস্তা ২’-এর শুটিং শুরু করলেন অঙ্কিতা