ব্রালেট ব্যাপারটি কিন্তু বেশ মজার। অন্তর্বাস অথচ ঠিক অন্তর্বাস নয়। তাহলে ব্রালেট কীভাবে পরবেন? আপনি এটি পোশাকের নীচেও পরতে পারেন আবার ব্রালেটটিকেই টপ হিসেবেও পরতে পারেন। শুধু দরকার আপনার আত্মবিশ্বাস। জিনস পরুন বা স্কার্ট, শাড়ি পরুন বা টপ, সব কিছুর সঙ্গেই কিন্তু ব্রালেট বেশ মানানসই।
ব্রালেট কী?
ব্রালেট ব্যাপারটা নিয়ে অনেকের মনেই নানা কৌতূহল রয়েছে, ব্রালেট কীভাবে পরবেন, কীভাবে স্টাইল করবেন। এক কথায় বলতে গেলে স্পোর্টস ব্রা এবং ক্রপ টপের মাঝামাঝি একটি পোশাক হল ব্রালেট। আপনি চাইলে কোনও সি-থ্রু টপের ভেতরেও পরতে পারেন আবার টপ হিসেবে জিনস, ট্রাউজার বা স্কার্টের সঙ্গেও টীমআপ করে পরতে পারেন। এই পোশাকটি দেখতেও বেশ স্টাইলিশ হয়।
ব্রালেট ক্যারি করার স্টাইলিং টিপস:
১) আপনি যদি হাই ওয়েস্ট জিনস পরেন তাহলে তার সঙ্গে শার্ট বা ক্রপ টপ না পরে বরং ব্রালেট পরতে পারেন। হাই ওয়েস্ট জিনস হল এমন একটি পোশাক যা সব ধরনের চেহারায় মানানসই। শুধু ব্রালেট পরতে যদি অস্বস্ত্বি হয় সেক্ষেত্রে উপর থেকে একটা কেপ জ্যাকেট বা শ্রাগ গলিয়ে নিন।
২) সবাই তো টিশার্ট বা টপের নীচে ব্রালেট পরেন, তবে, আপনি চাইলে পোশাকের নীচে ব্রালেট না পরে উপরে পরতে পারেন। দেখতে কেমন লাগবে ভাবছেন? খারাপ লাগবে না। বরং আপনি একটা ট্রেন্ড সেট করতে পারেন। সাদামাটা সাদা শার্ট বা টিশার্টের উপরে রঙিন ব্রালেট, সঙ্গে রিপড জিনস পরলে বেশ একটা বোহো লুক আসতে পারে।
৩) ক্রপ টপ এখন খুবই ফ্যশনেবল একটি পোশাক। মোটামুটি সবাই ক্রপ টপ পরতে পছন্দ করেন, বিশেষ করে যাঁদের পেট ও কোমর মেদহীন, তাঁরা ক্রপ টপ পরলে দেখতেও বেশ ভাল লাগে। স্কার্ট হোক বা প্যান্টস বা জিনস অথবা শর্টস, সবকিছুর সঙ্গেই খুব সুন্দরভাবে মানিয়ে যায় ক্রপ টপ। তবে একটু নিজের স্টাইল বদলাতে ক্রপ টপ না পরে সুন্দর দেখতে একটা ব্রালেট পরতে পারেন।
৪) ফ্যান্সি শার্টের নীচে বা নেটের টপের নীচে অনেকেই স্লিপ পরেন অন্তর্বাসের উপরে, কিন্তু আপনি যদি একটু অন্যরকম কিছু করতে চান সেক্ষেত্রে ব্রালেট কিন্তু ভাল একটি অপশন হতে পারে। ফ্যান্সি শার্ট বা নেটের টপের সঙ্গে মানানসই রঙের ও ডিজাইনের ব্রালেট পরতে পারেন।
আরও পড়ুন: Wedding Dresses 2021: ফ্যাশনেবল পোশাকেও চমক প্লাস-সাইজ কনের! নজর কাড়তে কেমন পোশাক বাছবেন, জানুন