Maxi Dress: ফ্যাশনের সংসারে নতুন এন্ট্রি ম্যাক্সি ড্রেসের, অনলাইন নাকি দোকান কোথায় ভাল?

Pujo Fashion: অনলাইন থেকে দোকান সর্বত্রই পাওয়া যায় এই ম্যাক্সি ড্রেস।  দোকান থেকেও কিনতে পারেন আবার অনলাইনেও নেওয়া যায়। অনলাইনে অপশন অনেক বেশি, তবে সাইজ বুঝে কিনতে হবে

Maxi Dress: ফ্যাশনের সংসারে নতুন এন্ট্রি ম্যাক্সি ড্রেসের, অনলাইন নাকি দোকান কোথায় ভাল?
কোথায় কিনবেন ম্যাক্সি ড্রেস
Follow Us:
| Edited By: | Updated on: Oct 12, 2023 | 8:37 PM

আজকাল সব বয়সের সব মানুষই ফ্যাশন সচেতন। এক বছরের বাচ্চাও যেমন নিজের পছন্দ বোঝে এবং বুঝিয়ে দিতে পারে তেমনই যাঁর বয়স ৭৫ তিনিও তাঁর পছন্দমতো পোশাক পরতে পছন্দ করেন। পোশাক আর ফ্যাশনের থেকেও এখন মানুষ সর্বপ্রথম যা খোঁজেন তা হল আরাম। যে পোশাক যত বেশি আরাম দেয় মানুষ তাই পরতেই বেশি পছন্দ করেন। শাড়ি, সালোয়ার, কুর্তি এসব পোশাক ছাড়াও এখনকার মেয়েদের ফ্রক বিশেষ পছন্দের। ফ্যাশনে নতুন কিছুই সংযোজন হয়নি বরং আগে যা ছিল তাই আবার ঘুরে ফিরে পরিবর্ধিত রূপ নিয়ে আসছে সংসারে।  ম্যাক্সি বলতে আমরা মেয়েদের রাতপোশাককেই বুঝি। ১৯৬০ এর দশকে ডিজাইনার Oscar De La Renta প্রথম ম্যাক্সি ডিজাইন করেছিলেন। ৭০-এর দশকে এই ম্যাক্সি খুবই জনপ্রিয়তা পেয়েছিল যদিও ৮০ এর দশকে তা কিছুটা ফিকে হয়ে গিয়েছিল।

যে কোনও ঋতুতেই মানানসই পোশাক হল এই ম্যাক্সিড্রেস। কিছু ড্রেস আবার হয় কাফতান স্টাইলে। এই ম্যাক্সি ড্রেস ভীষণ রকম আরামদায়ক। রোগা-মোটা-বেঁটে-লম্বা সকলকেই ভাল লাগে এই ম্যাক্সি ড্রেসে। এই ড্রেসের কাপড়গুলিও খুব আরামদায়ক হয়। যেমন খুশি ভাবে পরা যায় এই ম্যাক্সি ড্রেস। অক্সিডাইজ, জাঙ্ক জুয়েলারি দিয়ে পরতে পারেন আবার আমেরিকান ডায়মন্ডের স্লিক ডিজাইনের গয়না দিয়েও দুর্দান্ত ফ্যাশন করা যায়। দুপুর, সন্ধ্যে বা সকালের যে কোনও অনুষ্ঠানে পরতে পারেন এই স্টাইলিশ ম্যাক্সি ড্রেস। আর এই ড্রেসের বিশেষত্ব হল সব বয়সের সব মেয়েরা পরতে পারেন। পুজোতে অনেকেই এদিক ওদিক ধুরতে যান, থাকে বন্ধুদের সঙ্গে আড্ডার পরিকল্পনাও। সমুদ্রের ধারে যেমন ভাল লাগে আলগোছে ম্যাক্সি ড্রেস পরে হাঁটতে তেমনই প্রকৃতির মাঝে নিজেকে হারিয়ে দিতেও এই আরামদায়ক পোশাকটির কোনও তুলনা নেই।

ম্যাক্সি ড্রেসের অনেক রকম সুবিধে আছে। লম্বা ঝুলের যেমন পাওয়া যায় তেমনই মিড লেন্থেও পাওয়া যায় আর দাম সাধ্যের মধ্যে। যাঁরা ওয়েস্টার্ন পরতে পছন্দ করেন এবং সেই সঙ্গে আরামও চান তাঁরা সহজেই বেছে নিতে পারেন এমন পোশাক। দাম শুরু হয় ৬০০ থেকে, ২৫০০ টাকায় খুব ভাল ম্যাক্সুিি ড্রেস পেয়ে যাবেন। ম্যাক্সি ড্রেসে যেমন সরু স্লিভস, স্প্যাগেটি স্টাইল রয়েছে তেমনই স্লিভস দেওয়াও রয়েছে। পাফ স্লিভস এখন যেমন খুবই ফ্যাশনে ইন।

কোথা থেকে কিনবেন এই ম্যাক্সি ড্রেস? 

অনলাইন থেকে দোকান সর্বত্রই পাওয়া যায় এই ম্যাক্সি ড্রেস।  দোকান থেকেও কিনতে পারেন আবার অনলাইনেও নেওয়া যায়। অনলাইনে অপশন অনেক বেশি, তবে সাইজ বুঝে কিনতে হবে।