AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Pigeons: ব্যালকনি-জানালার কার্নিশে পায়রার দাপটে অতিষ্ঠ? এই দিকগুলো মেনে চলতে পারেন…

Life Style Tips: পায়রাকে 'ফ্লাইং মনস্টার'ও ডাকেন অনেকে। কারণ, তাদের দেখতে মনে হতেই পারে নিরীহ একটা পাখি, কিন্তু ব্য়ালকনি বা জানলায় বসতে শুরু করলে সেই জায়গার বারোটা বাজিয়ে দিতে পারে। এর ফলে স্বাস্থ্যের দিক থেকেও সমস্যা হতে পারে। এমন অস্বস্তি কিছু উপায়ে আটকানো যেতেই পারে।

Pigeons: ব্যালকনি-জানালার কার্নিশে পায়রার দাপটে অতিষ্ঠ? এই দিকগুলো মেনে চলতে পারেন...
Image Credit source: CANVA
Follow Us:
| Updated on: Jun 15, 2025 | 11:33 PM

গরমকালে এই বিষয়টা হামেসাই দেখা যায়। বাড়ির বারান্দা, ফ্ল্যাটের ব্যালকনি, কিংবা জানালার বাইরের কার্নিসে বাসা বাঁধে পায়রা। বিশেষ করে, বাড়ির অব্যবহৃত জায়গায় দেখা যায়। অনেক ক্ষেত্রেই তা অস্বস্তির হয়ে থাকে। ব্যালকনি নোংরা হয় পায়রার মলে। লাগাতার পায়রার ডাকের শব্দেও অস্বস্তি হয়।

পায়রাকে ‘ফ্লাইং মনস্টার’ও ডাকেন অনেকে। কারণ, তাদের দেখতে মনে হতেই পারে নিরীহ একটা পাখি, কিন্তু ব্য়ালকনি বা জানলায় বসতে শুরু করলে সেই জায়গার বারোটা বাজিয়ে দিতে পারে। এর ফলে স্বাস্থ্যের দিক থেকেও সমস্যা হতে পারে। এমন অস্বস্তি কিছু উপায়ে আটকানো যেতেই পারে।

পশু-পাখির উপর মায়া জন্মানো অস্বাভাবিক নয়। কেউই ইচ্ছাকৃত ভাবে তাদের ক্ষতি করতে চাইবেন না। কিন্তু সেটাই যদি আপনার মানসিক শান্তির, স্বাস্থ্যের জন্য অস্বস্তির বড় কারণ হয়ে দেখা দেয়, তা হলে অবশ্যই ভাবনার বিষয়। কী ভাবে মুক্তি পেতে পারেন?

দোকান থেকে কিংবা অনলাইনে প্লাস্টিকের স্পাইক কিনতে পারেন। যেখানে পায়রা বসে, সেখানে এই স্পাইক আটকে দিন। এর ফলে তাদের সামান্য খোঁচা লাগবে, উড়ে যেতে বাধ্য করবে। কোনও ক্ষতি হবে না, বলাই যায়।

ব্যালকনির রেলিং কিংবা এসি ভেন্টকে যদি পায়রা নিজের বাড়ি বানিয়ে রাখে, সেখানে অ্যালুমিনিয়াম ফয়েল রাখতে পারেন। সূর্যের তাপে তা ঝলমল করবে, এর ফলেও পায়রা সেখানে বাসা বাঁধবে না। ব্যালকনির সামনে উইন্ড চিমস ঝোলাতে পারেন। দেখা গিয়েছে, এর আওয়াজের ফলে পায়রা হয়তো ভাবে, কেউ আসছে। সারাক্ষণ এই আওয়াজের ফলে সেখানে আর বাসা বাঁধতে দেখা যায় না।

পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করুন। ব্যালকনি কিংবা জানালার কার্নিশে ময়লা, খাবারের অংশ পড়ে থাকলে বা পায়রা যদি দেখে, আগেও সেখানে বাসা ছিল, তা হলে নতুন বাসা বাঁধতেই পারে। পরিষ্কার জায়গা থাকলে সেটা থেকে বিরত থাকতে পারে।