AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

গোল মুখের জন্য চুলের স্টাইল কেমন হওয়া উচিত? রইল টিপস

আপনার মুখের সঙ্গে মানানসই হেয়ারকাট খুঁজে পাচ্ছেন না? আপনার জন্য রইল টিপস।

গোল মুখের জন্য চুলের স্টাইল কেমন হওয়া উচিত? রইল টিপস
| Updated on: Feb 19, 2021 | 3:22 PM
Share

আপনার কি রাউন্ড ফেস? বাংলায় যাকে বলে চাঁদপানা মুখ? আপনার মুখের সঙ্গে মানানসই হেয়ারকাট খুঁজে পাচ্ছেন না? আপনার জন্য রইল টিপস।

স্ট্রেট সাইড পার্ট বব

এই স্টাইলটি ফ্যাশনে এখন ভীষণ ইন। এতে মুখের আদলও কিছুটা লম্বাটে দেখাবে। প্রয়োজনে স্টাইলিস্টকে বলবেন এর সঙ্গে লেয়ার জুড়ে দিতে।

সাইড আন্ডারকাট

চুলের উপর যদি পরীক্ষানিরীক্ষায় আপনার আপত্তি না থাকে সে ক্ষেত্রে এই স্টাইল করে দেখতে পারেন অনায়াসেই। তবে এই কাট নির্ভর করে আপনি কী ভাবে ক্যারি করবেন তার উপর। আপনাকে বোল্ড লুক দেবে। একদিক শেভ থাকার কারণে আপনার মুখ অনেক পাতলা দেখাবে। এর সঙ্গে পনি টেলও আপনি ট্রাই করতে পারেন।

বব উইদ সাইড ফ্রিঞ্জ আপনার চুল যদি ছোট হয় তবে সেক্ষেত্রে এই স্টাইল আপনার জন্য আদৰ্শ। তবে এই স্টাইলের জন্য আপনার চুল ঘন হওয়া খুবই দরকারি। এর ‘চপি লেয়ার’ আপনার লুককে বদলে দেবে একেবারেই।

লেয়ার কাট গোল মুখের জন্য সবচেয়ে জনপ্রিয় হল লেয়ার কাট। আপনার চুল যদি বড় হয় তবে সেক্ষেত্রে চোখ কান বুজে লেয়ার কাটুন। তবে মাথায় রাখতে হবে লং লেয়ারের ক্ষেত্রে চুলের আগা ফেটে যায়। তাই একই সঙ্গে যত্নও প্রয়োজন।