viral video: মোমোর স্টাফ করা পরোটা দেখে ক্ষুব্ধ নেটিজেনরা! দেখুন ভাইরাল ভিডিয়ো
স্বাদের দিক থেকে সুপার ফ্লপ করে গেলেও অনলাইনে এই বিচিত্র খাবারের ভিডিয়োটি ২ লক্ষেরও বেশি ভিউজ হয়েছে। এই ভাইরাল ভিডিয়ো নিয়ে নেটিজেনরা নিজেদের মতামচ প্রকাশ করেছেন।
সোশ্যাল মিডিয়া না থাকলে বিচিত্র খাবার নিয়ে রীতিমত গবেষণা শুরু হত না। কারণ যে হারে বিচিত্র খাবারের তালিকা প্রকাশ পাচ্ছে, তাতে এর শেষ কোথায় তা জানা নেই। ক্রেতাদের মনে আলাদা করে উত্সাহী করা জন্য তো বটেই, বিচিত্র বা আজব খাবারে ভিডিয়ো এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করার অন্যতম প্রয়াস বলা যেতে পারে। আবার ভাইরাল না হলে বোঝাই যেত না যে দেশের বিভিন্ন প্রান্তে এমনও খাবার পাওয়া যায়।
ফুড ব্লগার অমর সিরোহি সম্প্রতি একটি ভিডিয়ো পোস্ট করেছেন। তাতে দেখা গিয়েছে একটি মোমো দিয়ে তৈরি পরোটা খাচ্চেন তিনি। অস্বাভাবিক তো বটেই, সেই পরোটার স্বাদ নিয়ে এবার চর্চা শুরু করেছে নেটিজেনরা।
ব্লগারের ভাইরাল ভিডিয়োটি তাঁর ইউটিউব চ্যানেলে পোস্ট করেছেন। যেটি অবার ফুডি ইনকার্নেট নামে পরিচিত। ভিডিয়োতে দেখা গিয়েছে, পাইপিং গরম মোমো পরোটার প্লেট সাজিয়ে পরিবেশন করছে বিক্রেতা। নিয়মিত পরোটা নয় একেবারেই তা বোঝা যাচ্ছে। তাতে যে ভেজ মোমোর স্টাফিং রয়েছে তা বলাই বাহুল্য। শুধু তাই নয় স্টাফিংয়ে ব্যবহার করা হয়েছে বাধাকপি, পেঁয়াজ, গাজর -সহ নানান সবজি। মশলাদার স্পাইসি সস দিয়ে পরিবেশন করা হয়েছে। সঙ্গে সাইডে রাখা রয়েছে মেয়োনিজও।
ব্লগারের কথায়, পরোটার পুরো প্লেটটি মুখে তোলার পর খুব যে তৃপ্ত হয়েছেন তা বলা যাবে না। তবে এই পরোটা বাইরের ফুডসেন্টার থেকে নেওয়া হলে এতে প্রচুর পরিমাণে তেল নেই। গোটা খাবারটিই যে অসাধারণ তা একেবারেই নয়। তবে এই পোস্টটি দেখার ব্লগারের মত নেটিজেনরাও মতামত প্রকাশ করে জানিয়েছেন।
স্বাদের দিক থেকে সুপার ফ্লপ করে গেলেও অনলাইনে এই বিচিত্র খাবারের ভিডিয়োটি ২ লক্ষেরও বেশি ভিউজ হয়েছে। এই ভাইরাল ভিডিয়ো নিয়ে নেটিজেনরা নিজেদের মতামচ প্রকাশ করেছেন।
আরও পড়ুন: Winter Special Recipe: কমছে পারদ! ঠান্ডায় মন তৃপ্ত করতে বানিয়ে ফেলুন মজাদার মশলা হট চকোলেট