Turmeric for Grey Hair: রং করিয়েও পাকা চুল কালো হচ্ছে না? মাথায় কাঁচা হলুদ মাখা শুরু করুন আজ থেকেই
Hair Care Remedies: হেয়ার কালার, হেনার প্রভাব কমে গেলে আবার চুলের ধূসর ভাব দেখা দেয়। দিনের পর দিন রাসায়নিক পণ্য ব্যবহারের ফলে চুলের স্বাস্থ্য নষ্ট হয়ে থাকে। তাই চুলে রং না করিয়ে হলুদ মাখা শুরু করুন। এই প্রাকৃতিক পণ্য কিন্তু চুলকে কালো রাখতে সাহায্য করে।

অকালে চুলে পাক ধরলে রঙের সাহায্য নিতে হয়। কেউ কেউ হেনার সাহায্যও নেন। কিন্তু এসব উপায়ে সাময়িক ফল মেলে। এসব পণ্যের প্রভাব কমে গেলে আবার চুলের ধূসর ভাব দেখা দেয়। দিনের পর দিন রাসায়নিক পণ্য ব্যবহারের ফলে চুলের স্বাস্থ্য নষ্ট হয়ে থাকে। তাই চুলে রং না করিয়ে হলুদ মাখা শুরু করুন। এই প্রাকৃতিক পণ্য কিন্তু চুলকে কালো রাখতে সাহায্য করে।
হলুদের মধ্যে কারকিউমিন যৌগ রয়েছে, যা চুলকে অকাল পক্কতার হাত থেকে রক্ষা করে। চুলকে নরম করে তোলে এবং চুলের গোড়া মজবুত করে। স্ক্যাল্পের শুষ্কভাব, চুল পড়া ও খুশকির সমস্যা এড়াতে সাহায্য করে হলুদ। এই প্রাকৃতিক উপাদানে অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য রয়েছে, যা চুলের বৃদ্ধিতেও সাহায্য করে।
চুলের যত্নে যেভাবে হলুদ মাখবেন-
১) হলুদ ও অলিভ অয়েলের হেয়ার ডাই
শুকনো কড়াইতে ২ চা চামচ কাঁচা হলুদ বা হলুদ গুঁড়ো রোস্ট করে নিন। এরপর হলুদ ঠান্ডা করে নিন এবং এতে প্রয়োজন মতো অলিভ অয়েল মিশিয়ে নিন। এবার এই মিশ্রণটি চুলের গোড়া ভাল করে মাখুন। পার্লারে গিয়ে রুট টাচ-আপ করানোর বদলে এই টোটকা কাজে লাগান। সপ্তাহে একবার এই টোটকার সাহায্য নিলে চুল কালো থাকবে আজীবন।
২) হলুদ, শিকাকাই ও রিঠা দিয়ে শ্যাম্পু করুন
একটি লোহার পাত্রে রিঠা ও শিকাকাই সারারাত জলে ভিজিয়ে রাখুন। পরদিন সকালে এই জলে রিঠা ও শিকাকাই চটকে মেখে নিন। এবার এতে ১/২ চা চামচ কাঁচা হলুদ ও নিম পাতার পেস্ট মিশিয়ে দিন। এবার এই মিশ্রণটি চুলে মেখে ভাল করে ঘষুন। তারপর শ্যাম্পু করে নিন। এটি চুলের কালো ভাবকে অটুট রাখবে।
৩) হলুদ ও আমলকি
আমলকির গুঁড়োর সঙ্গে হলুদ মিশিয়ে চুলে মেখে নিন। এই মিশ্রণটি পাকা চুলের সমস্যা দূর করবে। পাশাপাশি চুল পড়া কমাতেও সাহায্য করবে। চুলের জেল্লাও বাড়িয়ে তুলবে হলুদ ও আমলকি।
৪) নারকেল তেল ও হলুদ
নারকেল তেল গরম করুন। এতে হলুদ গুঁড়ো বা কাঁচা হলুদ পেস্ট মিশিয়ে দিন। এই মিশ্রণটি দিয়ে স্ক্যাল্পে ভাল করে মালিশ করুন। এরপর ৩০ মিনিট অপেক্ষা করে শ্যাম্পু করে নিন। সপ্তাহে ২-৩ বার এই মিশ্রণটি ব্যবহার করলে পাকা চুলের সমস্যা এড়াতে পারবেন। পাশাপাশি বর্ষায় চুল পড়া বন্ধ হবে।





