AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Herbal Kajol: সুন্দর চোখ হতে পারে নষ্ট! মার্কেট থেকে কিনে নয়, বাড়িতেই বানান হার্বাল কাজল

Beauty Tips: অনেকেই এখন প্রাকৃতিক বা হারবাল কাজল ব্যবহার করতে পছন্দ করেন। চাইলে খুব সহজেই ঘরোয়া উপায়ে বিশুদ্ধ হারবাল কাজল তৈরি করা যায়। এতে চোখ যেমন সুন্দর দেখায়, তেমনি তা চোখের জন্যও ভাল।

Herbal Kajol: সুন্দর চোখ হতে পারে নষ্ট! মার্কেট থেকে কিনে নয়, বাড়িতেই বানান হার্বাল কাজল
| Updated on: Aug 31, 2025 | 9:26 PM
Share

দুর্গাপুজো মানেই নতুন পোশাক, সাজগোজ আর চোখে মোহময়ী কাজলের টান। কিন্তু বাজারের বেশিরভাগ কাজলে থাকে কেমিক্যাল, যা চোখের ক্ষতি করে, জ্বালা, অ্যালার্জি কিংবা লালচেভাব সৃষ্টি করতে পারে। তাই অনেকেই এখন প্রাকৃতিক বা হার্বাল কাজল ব্যবহার করতে পছন্দ করেন। চাইলে খুব সহজেই ঘরোয়া উপায়ে বিশুদ্ধ হার্বাল কাজল তৈরি করা যায়। এতে চোখ যেমন সুন্দর দেখায়, তেমনি তা চোখের জন্যও ভাল।

হার্বাল কাজল বানানোর উপকরণ

কাস্টর অয়েল বা নারকেল তেল – তেলের সাহায্যে কাজলের বেস তৈরি হয়।

ঘি – কাজলকে নরম রাখে এবং চোখ ঠান্ডা করে।

তুলসী পাতা বা আমলকি বা বাদামের তেল – এতে থাকে ভেষজ গুণ, যা চোখের জন্য উপকারী।

সুতির কাপড় ও প্রদীপ – কাজল তৈরির মূল উপায়।

রূপার বা পিতলের ছোট পাত্র – হার্বাল কাজল সংরক্ষণ করার জন্য।

তৈরির পদ্ধতি

১. একটি প্রদীপে কাস্টর অয়েল বা ঘি দিয়ে জ্বালিয়ে নিন।

২. প্রদীপের ওপরে একটি উল্টানো স্টিল বা পিতলের থালা রাখুন।

৩. কিছুক্ষণ পর থালার নিচের দিকে কালো কালি জমতে শুরু করবে। এটিই প্রাকৃতিক কার্বন, যা কাজলের মূল উপাদান।

৪. জমে যাওয়া কালি একটি পরিষ্কার চামচ দিয়ে সংগ্রহ করুন।

৫. এর সঙ্গে অল্প ঘি, বাদামের তেল বা নারকেল তেল মিশিয়ে নিন, যাতে কাজল নরম থাকে এবং সহজে লাগানো যায়।

৬. একটি ছোট পরিষ্কার ডিব্বায় সংরক্ষণ করুন। চাইলে ফ্রিজে রাখলে দীর্ঘদিন ভালো থাকবে।

হার্বাল কাজলের কেন ব্যবহার করবেন?

চোখ ঠান্ডা রাখে – ঘি, নারকেল তেল বা কাস্টর অয়েলের কারণে চোখ জ্বালা বা শুষ্কতা কমে যায়।

অ্যালার্জি মুক্ত – বাজারি কাজলের মতো কেমিক্যাল বা কৃত্রিম রঙ নেই, তাই চোখে কোনো ক্ষতি করে না।

চোখের পাতা ঘন করে – নিয়মিত হার্বাল কাজল ব্যবহার করলে চোখের পাতা ও ভ্রু ঘন হতে সাহায্য করে।

চোখের সুরক্ষা – ধুলো বা রোদে বের হলে এটি চোখকে রক্ষা করে এবং ঠান্ডা অনুভূতি দেয়।

প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি – চোখকে গভীর ও আকর্ষণীয় করে তোলে, যা উৎসবের সাজে বাড়তি মাত্রা যোগ করে।

ব্যবহার করার উপায় –

কাজল লাগানোর আগে হাত পরিষ্কার করে নিন। একটি পরিষ্কার কাঠি বা অ্যাপ্লিকেটরের সাহায্যে লাগান, যাতে জীবাণু ছড়াতে না পারে। প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে চোখ ধুয়ে কাজল তুলে ফেলুন, যাতে চোখে ময়লা জমে না থাকে।

মনে রাখবেন, কাজল বানাতে অবশ্যই পরিষ্কার পাত্র ও তেল ব্যবহার করুন। চোখে সংক্রমণ থাকলে কাজল ব্যবহার করবেন না। যাদের চোখ অতিরিক্ত সেনসিটিভ, তারা আগে অল্প করে ব্যবহার করে দেখে নিন।