Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Pets: আপনার দৈনন্দিন জীবনের সঙ্গে কোন পোষ্য মানানসই, কী করে বুঝবেন?

Lifestyle News: তালিকায় খরগোশ, গিনিপিগও থাকতে পারে। কিংবা অ্যাকোরিয়ামে বিভিন্ন মাছ। কিন্তু দৈনন্দিন জীবনের ব্যস্ততার কারণে অনেকেই সময় বের করতে পারেন না। ফলে পছন্দ হলেও পোষ্য আনার সাহস জুগিয়ে উঠতে পারেন না অনেকেই।

Pets: আপনার দৈনন্দিন জীবনের সঙ্গে কোন পোষ্য মানানসই, কী করে বুঝবেন?
Image Credit source: CANVA
Follow Us:
| Updated on: Feb 11, 2025 | 12:09 AM

পোষ্যর কথা উঠলেই প্রথমে মনে পড়ে কুকুরের কথা। সেটা ভিন্ন ব্রিডের হতে পারে। সকলেরই যে পোষ্য পছন্দ তা নয়। আবার যাঁদের পোষ্য পছন্দ তাঁরা শুধু কুকুরই পোষেন, নাও হতে পারে। অনেকে বেড়ালও পোষেন। তালিকায় খরগোশ, গিনিপিগও থাকতে পারে। কিংবা অ্যাকোরিয়ামে বিভিন্ন মাছ। কিন্তু দৈনন্দিন জীবনের ব্যস্ততার কারণে অনেকেই সময় বের করতে পারেন না। ফলে পছন্দ হলেও পোষ্য আনার সাহস জুগিয়ে উঠতে পারেন না অনেকেই।

পোষ্য আনার সিদ্ধান্ত একেবারেই সহজ নয়। অনেক ভাবনা চিন্তার পরই সিদ্ধান্ত নিতে হয়। পারিপার্শ্বিক পরিস্থিতি, সময়, আর্থিক-নানা বিষয়েই ভাবতে হয়। নিজেকে খুশি রাখা, সঠিক পোষ্যর সঙ্গ হয়তো আপনাকে আনন্দ দিতে পারে। ভালো থাকতে সাহায্য করতে পারে। কিন্তু এর জন্য সিদ্ধান্ত নেওয়ার সময় পছন্দটাও ভালো ভাবে বোঝা ভীষণ জরুরি।

আপনার দৈনন্দিন জীবনের সঙ্গে কোন পোষ্য খাপ খাবে, সেটাও কিন্তু ভাবার বিষয়। নয়তো পুরো ভাবনাটাই মাটি হয়ে যাবে। উল্টে আপনার পোষ্য যেমন ভালো থাকবে না, আপনারও অস্বস্তি হতে পারে। অভিজ্ঞ পশুচিকিৎসক ডাঃ দীপরাজ প্রজাপতি ইন্ডিয়ান এক্সপ্রেসে এ প্রসঙ্গে বলেন, ‘প্রত্যেক পোষ্যর নিজস্ব কিছু চাহিদা থাকে। সুতরাং, প্রত্যেকের দৈনন্দিন জীবনের সঙ্গে মানিয়ে নেওয়া সম্ভব এমন পোষ্যই বেছে নিতে হবে। যাঁরা প্রচণ্ড ব্যস্ত, সময়ই বের করতে পারেন না, তাঁদের পক্ষে ‘জার্মান শেপার্ড কিংবা ল্য়াব্রাডর পোষা খুবই কঠিন। কারণ ওদের সবসময় সঙ্গ চাই, কোনও না কোনও ভাবে ব্যস্ত থাকা পছন্দ।’

কুকুরের বিভিন্ন ব্রিড রয়েছে। কেউ বা প্রচণ্ড শান্ত, ধীর স্থির। এক জায়গায় থাকতে পছন্দ করে। আবার জার্মান শেপার্ড, ল্য়াব্রাডরের সঙ্গ এবং খেলাধুলো বা শারীরীক কসরত হবে এমন কিছু প্রয়োজন। সুতরাং, যাঁদের কাছে পোষ্যকে সময় দেওয়ার মতো সুযোগ কম, তাঁদের জন্য় গোল্ডেন রিট্রিভার কিংবা বিগল উপযোগী হতে পারে।

পোষ্যকে রাখার জায়গা আরও একটা ভাবনার বিষয়। বড় শহরে বেশিরভাগ মানুষই ফ্ল্যাট, অ্যাপার্টমেন্টে থাকে। সেখানে পাগ, শি জুস, বেড়াল স্বচ্ছন্দের হতে পারে। কারণ, ল্যাব্রাডরের মতো বড় ব্রিডের ক্ষেত্রে বেশি জায়গার প্রয়োজন হতে পারে। তারা বড় এলাকা জুড়ে ছোটাছুটি পছন্দ করে। ফলে অ্যাপার্টমেন্ট কিংবা ফ্ল্য়াটের পরিসরে সমস্যা হতে পারে।

প্রথমবার পোষ্য নেওয়ার ক্ষেত্রে অবশ্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, শুধুমাত্র শখ কিংবা পছন্দের জন্য়ই পোষ্য আনছেন না তো? আদৌ দায়িত্ব নিতে পারবেন তো? সময় দিতে পারবেন তো? তার থাকার জায়গা, খাবারের ব্যবস্থা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় পর্যাপ্ত সময়। এই প্রশ্নগুলোর ইতিবাচক উত্তর মিললে তবেই সিদ্ধান্ত নিন।