Monsoon Tips: বর্ষায় কাদা লেগে জুতোর হাল খারাপ? রইল পরিষ্কার এর সহজ উপায়
বর্ষায় অনেকে প্লাস্টিকের জুতো ব্যবহার করেন। যা পরিষ্কার করা অন্য জুতোর থেকে খানিকটা সহজ। তবে সবসময় বর্ষার আলাদা জুতো পরে তো বাড়ির বাইরে বেরোন যায় না। এই সময় ধরুন অন্য জুতো পরেছেন, আর রাস্তাতে বেরিয়েই তাতে লাগল কাদা। এ অবস্থা দেখে চোখ-মুখ কুঁচকে গেলেও জুতো পরিষ্কার ছাড়া আর বিকল্প নেই।

বর্ষাকাল মানেই রাস্তাঘাটে জল-কাদা। আপনি যতই সাবধানে রাস্তা দিয়ে যান না কেন, এদিও ওদিক থেকে কাদা জল আপনার গায়ে-পায়ে লাগবেই লাগবে। বর্ষায় অনেকে প্লাস্টিকের জুতো ব্যবহার করেন। যা পরিষ্কার করা অন্য জুতোর থেকে খানিকটা সহজ। তবে সবসময় বর্ষার আলাদা জুতো পরে তো বাড়ির বাইরে বেরোন যায় না। এই সময় ধরুন অন্য জুতো পরেছেন, আর রাস্তাতে বেরিয়েই তাতে লাগল কাদা। এ অবস্থা দেখে চোখ-মুখ কুঁচকে গেলেও জুতো পরিষ্কার ছাড়া আর বিকল্প নেই। জেনে নিন সহজে কাদা মাখা জুতো কীভাবে পরিষ্কার করবেন।
কাদা লাগা জুতো পরিষ্কারের জন্য যা যা লাগবে – পুরনো ব্রাশ (টুথব্রাশ/জুতো ব্রাশ), বালতি, মগ, সামান্য ডিটারজেন্ট বা তরল সাবান, ভিনিগার (যদি বেশি দাগ বা গন্ধ থাকে), পুরনো কাপড় বা তোয়ালে।
কাদা লাগা জুতো পরিষ্কারের পদ্ধতি –
প্রথমে যে জুতো কর্দমাক্ত হয়েছে, তা শুকিয়ে নিন। কারণ একেবারে ভিজে অবস্থায় ওই জুতো পরিষ্কার করলে কাদা আরও ছড়িয়ে পড়বে। এ ছাড়া শুকনো কাদা হলে হালকা করে ব্রাশ দিয়ে ঝেড়ে ফেলতে হবে।
এরপর সাবান জল তৈরী করতে হবে। একটি বালতিতে হালকা গরম জল নিন। তাতে কিছু ডিটারজেন্ট বা লিকুইড ক্লিনার মিশিয়ে নিন। এরপর ব্রাশ দিয়ে জুতোয় লাগা কাদা ঘষে পরিষ্কার করুন। ব্রাশ ডুবিয়ে কাদা লেগে থাকা অংশে ধীরে ধীরে ঘষতে হবে। বেশি কাদা হলে কয়েকবার ওই জল বদলে নিতে পারেন।
বিশেষ টিপস (যদি কাদার পাশাপাশি জুতোতে গন্ধ বা দাগ বেশি থাকে): ১ চামচ ভিনিগার + ১ চামচ বেকিং সোডা মিশিয়ে দাগের ওপর লাগিয়ে রাখুন ১০ মিনিট। তারপর তা ঘষে ফেলুন। এরপর ওই জুতো পরিষ্কার হয়ে গেলে একখানা শুকনো কাপড় দিয়ে মুছে নিন। হালকা রোদে বা হাওয়ায় ভালো করে শুকিয়ে নিতে হবে (সরাসরি কড়া রোদে না দেওয়া ভালো)।
মনে রাখতে হবে, কাদা লাগা জুতোটি যদি চামড়ার হয়, তা হলে আলাদা করে খুব বেশি ভিজিয়ে পরিষ্কার করবেন না, বরং ভেজা কাপড় দিয়ে মুছতে হবে। জুতো শুকানোর সময় জুতোর ভেতরে পেপার ভরে রাখলে আকারে বদল হয় না, জুতো ঠিকই থাকে।
