White Clothes: সাদা জামা পরতে ভয় লাগে? এই টোটকায় পোশাক থাকবে নতুনের মতো ধবধবে সাদা
White Dress: শার্ট হোক বা ড্রেস কিংবা কোনও টপ—সাদা রং ধরে রাখা খুব কঠিন। অনেক ছেলেরাই অফিসে সাদা শার্ট পরে যেতে ভালবাসে। কিন্তু ধবধবে সাদা রং টিকিয়ে রাখাই মুশকিল। সাদা রঙের পোশাক যত সুন্দর, তার যত্ন নেওয়া ততই কঠিন।

শার্ট হোক বা ড্রেস কিংবা কোনও টপ—সাদা রং ধরে রাখা খুব কঠিন। অনেক ছেলেরাই অফিসে সাদা শার্ট পরে যেতে ভালবাসে। কিন্তু ধবধবে সাদা রং টিকিয়ে রাখাই মুশকিল। সাদা রঙের পোশাক যত সুন্দর, তার যত্ন নেওয়া ততই কঠিন। অনেক সময় সাদা রং নষ্ট হয়ে হলুদ হয়ে যায়। ঘামে ভিজে থাকলে সাদার বারোটা বেজে যায়। আর যদি জামা উপর কোনও খাবার ফেলে দেন, ওখানেই শেষ সাদা রং। সাদা রঙের পোশাকের যত্ন নেবেন কীভাবে? রইল টিপস।
১) সাদা রঙের পোশাক অন্য জামাকাপড়ের সঙ্গে কাচবেন না। আলাদা কাচুন। অন্য রঙের পোশাকের সঙ্গে সাদা জামা কাচলে রং উঠে সাদা জামার দফারফা করে দেবে।
৩) সাদা জামাকাপড় বেশিক্ষণ ডিটারজেন্টে ভিজিয়ে রাখবেন না। চেষ্টা করুন সাদা জামাকাপড় হাতে কাচার। এই জামার উজ্জ্বলতা বজায় থাকে।
৪) সাদা জামাকাপড় সবসময় ঈষদুষ্ণ জলে ধুয়ে নেবেন। এতে জামায় থাকা ময়লা, দাগছোপ তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে। কিন্তু খুব বেশি গরম জল ব্যবহার করবেন না।
৫) জামাকাপড় কাচার সাবানের সঙ্গে অর্ধেক কাপ পাতিলেবুর রস মিশিয়ে নিন। এই মিশ্রণটি দিয়ে সাদা জামাকাপড় কাচলে রঙের উজ্জ্বলতা বজায় থাকবে।
৬) সাদা জামাকাপড় কাচতে অনেকেই নীল ব্যবহার করেন। খুব বেশি নীল কিন্তু ব্যবহার করবেন না। এতে সাদা জামা নীল হয়ে যাবে। আর খেয়াল রাখুন নীল যেন জলের সঙ্গে আল করে গুলে যায়। নাহলে জামায় নীল ছোপ তৈরি হবে।
৭) জলের সঙ্গে বেকিং সোডা গুলে নিন। তারপর মিশ্রণটি ফুটিয়ে নিন। বেকিং সোডা জলে সাদা জামা কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। এতে জামা লেগে থাকা দাগছোপ পরিষ্কার হয়ে যাবে।
8) সাদা জামা সরাসরি রোদে শুকনো করতে দিন। এতে রঙের উজ্জ্বলতা বজায় থাকবে। পাশাপাশি জামায় হলদে ছোপ তৈরি হবে না।
