AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ফ্যাশানিস্তা জাহ্নবীর এই ‘সামার লুক’-এ সাজিয়ে তুলুন নিজেকে

যখন তিনি ছুটি কাটাতে যান তখন কিন্তু আরামদায়ক পোশাকই তাঁর পছন্দ। কিছুদিন আগেই সামনে এসেছে নায়িকার লস এঞ্জলসে ছুটি কাটানোর এক মিষ্টি মুহুর্তের ছবি। সেখানে তার পরনে জগার্স আর ক্যান্ডি রঙের ট্যাঙ্ক টপ। আর কবজিতে এই রিস্ট ব্যান্ডটা মিস করলে একদম চলবে না।

ফ্যাশানিস্তা জাহ্নবীর এই 'সামার লুক'-এ সাজিয়ে তুলুন নিজেকে
| Updated on: Mar 25, 2021 | 11:52 PM
Share

বড় পর্দা থেকে রেড কার্পেট তাঁর লুক, ড্রেস দেখার জন্য মুখিয়ে থাকে দর্শক থেকে ফ্যাশন ব্লগাররা। তিনি জাহ্নবী কাপুর। নতুন প্রজন্মের অন্যতম ফ্যাশনিস্তা। তবে জানেন কী ফিল্মি প্রমোশন থেকে রেড কার্পেট যিনি সময়ে সময়ে ঝড় তোলেন আদতে তাঁর প্রিয়র তালিকটা কিন্তু একদমই অন্যরকম।

যখন তিনি ছুটি কাটাতে যান তখন কিন্তু আরামদায়ক পোশাকই তাঁর পছন্দ। কিছুদিন আগেই সামনে এসেছে নায়িকার লস এঞ্জলসে ছুটি কাটানোর এক মিষ্টি মুহুর্তের ছবি। সেখানে তার পরনে জগার্স আর ক্যান্ডি রঙের ট্যাঙ্ক টপ। আর কবজিতে এই রিস্ট ব্যান্ডটা মিস করলে একদম চলবে না।

কিছুদিন আগেই জাহ্নবী কাপুর অভিনীত ছবি ‘রুহি’। ছবি মুক্তির পরই নায়িকা উড়ে গেছেন বিদেশে ছুটি কাটাতে। বোন খুশির সঙ্গে জমিয়ে একান্তে ছুটি উপভোগ করছেন দুই বোন। সাদা টি-শার্ট সঙ্গে রিপড্ জিনসের এই মেলবন্ধন এমনিতেই সবার প্রিয়। আর এই কম্বিনেশনে জাহ্নবী কাপুরের গোল্ডেন টাচ যোগ করেছে অন্যমাত্রা। তা হলে কী ভাবছেন জাহ্নবীর এই স্টাইল আপনিও ট্রাই করবেন নাকি?