AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kitchen Hacks: রাতভর পড়ে থাকা দুধের বাটি ২ মিনিটে পরিষ্কার করবেন কী ভাবে জানেন?

Kitchen Hacks: রাতভর শুকনো দুধের বাটি পরিষ্কার করা প্রথমে কঠিন মনে হলেও টিপসগুলো অনুসরণ করলে তা সহজ হয়ে যায়। শুধু প্রয়োজন একটু ধৈর্য ও সঠিক উপায়। নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখলে ভবিষ্যতে এই ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে না।

Kitchen Hacks: রাতভর পড়ে থাকা দুধের বাটি ২ মিনিটে পরিষ্কার করবেন কী ভাবে জানেন?
| Updated on: Apr 30, 2025 | 11:10 PM
Share

রাতভর পড়ে থাকা দুধের বাটি পরিষ্কার করা সত্যিই ঝামেলার কাজ। দুধ শুকিয়ে গেলে তা বাটির গায়ে শক্তভাবে লেগে যায় এবং সাধারণভাবে ধোয়া খুবই কষ্টকর হয়। তবে কিছু ঘরোয়া উপায় আছে যা ব্যবহার করলে সহজেই এই দাগ দূর করা যায়।

 ১. গরম জল ও বেকিং সোডা প্রথমে বাটিতে গরম জল ঢেলে কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। এরপর ১ চা চামচ বেকিং সোডা ছড়িয়ে দিন। কিছুক্ষণ অপেক্ষা করে স্পঞ্জ বা শক্ত ব্রাশ দিয়ে ঘষে নিন। এতে শুকনো দুধ সহজেই উঠে যাবে।

 ২. লেবুর রস বা ভিনেগার ব্যবহার লেবুর রস বা সাদা ভিনেগার প্রাকৃতিক অ্যাসিড হিসেবে কাজ করে। দুধের প্রোটিন লেয়ারে এটি ভালোভাবে কাজ করে। বাটিতে লেবুর রস বা ভিনেগার ঢেলে ১৫–২০ মিনিট রেখে দিন, তারপর স্ক্রাব করে ধুয়ে ফেলুন।

 ৩. লবণ ও গরম জল লবণ একটি প্রাকৃতিক স্ক্রাবার। গরম জলর সঙ্গে কিছুটা লবণ মিশিয়ে সেই জল দিয়ে বাটি ভিজিয়ে রাখুন। পরে ঘষে উঠিয়ে ফেলুন শুকনো দুধ।

 ৪. ডিশওয়াশিং লিকুইড ও গরম জল বাটিতে কিছুটা ডিশওয়াশিং লিকুইড ও গরম জল ঢেলে রাতভর ভিজিয়ে রাখলে সকালে সহজেই ধুয়ে ফেলা যায়। এতে কষ্ট কম হয় এবং দুধের গন্ধও দূর হয়।

 ৫. পুরোনো টুথব্রাশ বা স্পঞ্জ ব্যবহার যেসব কোণে হাত পৌঁছায় না, সেখানে পুরোনো টুথব্রাশ ব্যবহার করুন। এতে কোণায় লেগে থাকা শুকনো দুধও সহজে উঠবে।

ধোয়ার পর ভালোভাবে শুকিয়ে নিন, না হলে গন্ধ ধরে রাখতে পারে। দুধের পাত্র রাতেই ভালোভাবে ধুয়ে রাখলে পরে সমস্যা হয় না। স্টিল বা গ্লাসের পাত্রে দুধ রাখলে পরিষ্কার করা তুলনায় সহজ হয়।

রাতভর শুকনো দুধের বাটি পরিষ্কার করা প্রথমে কঠিন মনে হলেও উপরের টিপসগুলো অনুসরণ করলে তা সহজ হয়ে যায়। শুধু প্রয়োজন একটু ধৈর্য ও সঠিক উপায়। নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখলে ভবিষ্যতে এই ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে না।