Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Instagram Followers Increase: ইনস্টাগ্রামে লাখ লাখ ফলোয়ার পাওয়ার সিক্রেটটা জানেন?

Instagram Followers: ইনস্টাগ্রাম ফলোয়ার বাড়ার পরিবর্তে কমতে শুরু করে। যদি কিছু নিয়ম মানা যায়, তাহলে ইনস্টাগ্রামে ফলোয়াড়ের সংখ্যা বাড়াতে পারেন। কী করবেন, রইল টিপস।

Instagram Followers Increase: ইনস্টাগ্রামে লাখ লাখ ফলোয়ার পাওয়ার সিক্রেটটা জানেন?
Follow Us:
| Updated on: Mar 16, 2025 | 3:08 PM

বর্তমানে সমাজমাধ্যম বিশেষ করে ইনস্টাগ্রাম, ইউটিউব বা ফেসবুকে রিল বা ভিডিয়ো বানিয়ে,সমাজমাধ্যম প্রভাবী হিসাবে নিজের কেরিয়ার গড়তে চান অনেকে। এই পেশায় বেশ মোটা অঙ্কের অর্থ উপার্জন করছেন অনেকে। তবে এই সব কিছুর করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আপনার ভক্ত বা ফলোয়াড়ের সংখ্যা।

তবে ইনস্টাগ্রামে কন্টেন্ট পোস্ট করার সময় বেশিরভাগ মানুষই কিছু ভুল করে থাকেন। যার কারণে, তাদের ইনস্টাগ্রাম ফলোয়ার বাড়ার পরিবর্তে কমতে শুরু করে। যদি কিছু নিয়ম মানা যায়, তাহলে ইনস্টাগ্রামে ফলোয়াড়ের সংখ্যা বাড়াতে পারেন। কী করবেন, রইল টিপস।

রিল বা পোস্টের মান – অনেকেই রিল তৈরি করেন কিন্তু তার মানের দিকে মনোযোগ দেন না। আজকাল, মানুষ উচ্চমানের কন্টেন্ট দেখতে পছন্দ করে। রিলে স্পষ্ট শব্দ থাকা উচিত। রিলের ভিজ্যুয়াল এবং অডিও কোয়ালিটির দিকেও নজর দিতে হবে। এই বিষয়গুলিকে উপেক্ষা করলে, কন্টেন্ট ভাইরাল হওয়ার সুযোগ কম।

রিলগুলো খুব লম্বা করবেন না – অনেকেই বড় দৈর্ঘ্যের ভিডিয়ো বা রিল তৈরি করেন। অথচ মানুষের হাতে এখন সময়, ধৈর্য্য কম। তাই বেশি বড় কিছু হলে তা দেখার আগ্রহ থাকে না। মানুষ দ্রুত বিরক্ত হয়ে পড়ে এবং ভিডিয়োর একটু শুরু হতেই স্ক্রোল করে চলে যান। এতে আপনার কন্টেটে এনগেজমেন্ট টাইম কমে যায়। চেষ্টা করুন ৩০-৪৫ সেকেন্ডের মধ্যে রিল বানিয়ে তা আপলোড করার।

হ্যাশট্যাগ, মেনশন এবং ফিল্টারের ব্যবহার – অপ্রয়োজনীয়ভাবে হ্যাশট্যাগ ব্যবহার বন্ধ করুন। শুধুমাত্র প্রয়োজন অনুযায়ী এবং ভিডিয়ো অনুযায়ী হ্যাশট্যাগ ব্যবহার করুন। যদি ভিডিয়োতে ফিল্টার প্রয়োগ করা যায়, তাহলে তা ব্যবহার করুন। এর সঙ্গে, আপনার পোস্ট বা ভিডিয়োতে লোকেদের উল্লেখ করুন। যাতে আপনার বন্ধুদের অনুসারীরাও আপনার কন্টেন্ট দেখতে পায়।

রিল আপলোড করার সময় – সকাল ৬টা, ৯টা, দুপুর ১২টা থেকে ৩টা এবং সন্ধ্যা ৬টা থেকে ৯টার মধ্যে কন্টেন্ট পোস্ট করার সময় সময় সম্পর্কে সচেতন থাকুন। আপনি এই সময়ে রিলগুলির সময়সূচীও নির্ধারণ করতে পারেন। কী ধরনের কন্টেন্ট পোস্ট করছেন তার উপর নির্ভর করে রিল আপলোডের সময় বেছে নিন।