AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Auspicious Wedding Dates in 2025: বিয়ের প্ল্যান করছেন, কোন তারিখে ছাদনাতলায় বসলে বন্ধন হবে অটুট?

২০২৪ সালের ডিসেম্বরে প্রচুর বিয়ের তারিখ ছিল। এ বছরের জানুয়ারিতেও বিয়ের তারিখের কমতি ছিল না। যারা গত বছরের ডিসেম্বরে ও পঁচিশের জানুয়ারিতে বিয়ে করেননি, কিন্তু চাইছেন এ বছরই নতুন জীবন শুরু করতে, তাঁদের সামনে রয়েছে বেশ কয়েকটি ভালো দিনক্ষণ।

Auspicious Wedding Dates in 2025: বিয়ের প্ল্যান করছেন, কোন তারিখে ছাদনাতলায় বসলে বন্ধন হবে অটুট?
Image Credit: rvimages/E+/Getty Images
| Updated on: Feb 06, 2025 | 8:08 PM
Share

মনের মধ্যে বাজছে সানাই? এ বছরই ভাবছেন জীবনের নতুন ইনিংস শুরু করবেন? জানুয়ারি তো ফুরোল। কিন্তু বাকি রয়েছে এ বছরের ১১টা মাস। শাস্ত্রে উল্লেখ আছে, শুভস্য শীঘ্রম অশুভস্য কাল হরণং। অর্থাৎ যে কোনও শুভ কাজ তাড়াতাড়ি সেরে ফেলা উচিত। সেই কাজে দেরি করলে বিঘ্ন ঘটতে পারে। এক্ষেত্রে বাড়তে পারে বিপদ। তাই শুভ কাজ ফেলে রাখবেন না। বাড়িতে বিসমিল্লার সানাই বাজার দিন ঠিক করতে চাইলে এই প্রতিবেদনে চোখ বোলাতে পারেন।

২০২৪ সালের ডিসেম্বরে প্রচুর বিয়ের তারিখ ছিল। এ বছরের জানুয়ারিতেও বিয়ের তারিখের কমতি ছিল না। যারা গত বছরের ডিসেম্বরে ও পঁচিশের জানুয়ারিতে বিয়ে করেননি, কিন্তু চাইছেন এ বছরই নতুন জীবন শুরু করতে, তাঁদের সামনে রয়েছে বেশ কয়েকটি ভালো দিনক্ষণ।

ফেব্রুয়ারি – বিয়ের মাস বলা হয় ফেব্রুয়ারিকে। এই মাসে বিয়ে করতে চাইলে আপনার জন্য শুভ দিন হতে পারে ২, ৭, ১৪, ১৫, ১৬, ২০ ও ২৫— এগুলি।

মার্চ – বসন্তের আগমনের পর যদি বিয়ের পিঁড়িতে বসতে চান, তা হলে মার্চ মাস বেছে নিতে পারেন। এই মাসে বিয়ের যে শুভ দিনগুলি রয়েছে সেগুলি হল – ১, ২, ৩, ৬, ৭।

এপ্রিল – নতুন বছরের তিনটে মাস পেরিয়ে গেলেও চিন্তার কোনও কারণ নেই। এপ্রিলেও রয়েছে বিয়ে করার একগুচ্ছ ভালো তারিখ। সেগুলি হল – ১, ৫, ৯, ১০, ১৫, ১৮ ও ২০।

মে – এই সময়টায় গরম পড়ে গেলেও থাকছে বিয়ের শুভ দিনক্ষণ। এই সময় বিয়ে করতে চাইলে যে দিনগুলো বেছে নিতে পারেন, সেগুলি হল – ১, ৫, ১০, ১৫ ও ২৫।

জুন – জানুয়ারি থেকে জুন অবধি ক্যালেন্ডারে রয়েছে ভুরি ভুরি বিয়ের তারিখ। জুন মাসের যে দিনগুলিতে বিয়ে করতে পারেন, সেগুলি হল – ২, ৪, ৮, ১২, ১৩, ২০, ২৯।

জুলাই – এ মাসে চারটি মাত্র বিয়ের তারিখ রয়েছে। সেগুলি হল – ২, ৪, ৬ ও ১২।

এরপর অগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবর এই তিন মাস বিয়ের কোনও শুভ দিনক্ষণ নেই।

নভেম্বর – বছরটা শেষ হওয়ার আগে নভেম্বরে রয়েছে বিয়ের তিনটি শুভ দিন। সেগুলি হল – ১৬, ২৩ ও ৩০।

ডিসেম্বর – ২০২৬ সাল শুরু হওয়ার আগে শুভ কাজ সেরে ফেলতে চাইলে হাতে পাবেন তিনটে দিন। সেগুলি হল ডিসেম্বরের ৬, ১১ ও ১৫ তারিখ।

বিঃ দ্রঃ – এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা বিভিন্ন পঞ্জিকা থেকে প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।