AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ফ্রিজের মাথায় জিনিস রাখার অভ্যাস রয়েছে? এগুলো রাখবেন না, মহাবিপদ ঘটতে পারে

Kitchen Organizing: কমবেশি সকলের বাড়িতেই ফ্রিজের মাথায় হাজার জিনিসপত্রের ভিড় দেখা যায়। সেখানে আবার মাঝে মাঝে জায়গা পায় টুকিটাকি জিনিস, নানা প্রয়োজনীয় কাগজপত্র, মশলার কৌটো। বেশ কিছু জিনিস রয়েছে, যেগুলো ফ্রিজের মাথার উপরে রাখা উচিত নয়। 

ফ্রিজের মাথায় জিনিস রাখার অভ্যাস রয়েছে? এগুলো রাখবেন না, মহাবিপদ ঘটতে পারে
ফ্রিজের মাথায় জিনিস রাখার অভ্যাস রয়েছে? এগুলো রাখবেন না, মহাবিপদ ঘটতে পারেImage Credit: Pinterest
| Updated on: Jul 26, 2025 | 5:13 PM
Share

বাড়ির টুকিটাকি জিনিস অনেকেই ফ্রিজের মাথায় থাকা ফাঁকা জায়গায় রেখে দেন। অনেকে আবার ফ্রিজের উপরের ফাঁকা অংশ সাজান ছোট্ট স্ট্যাচু দিয়ে, কখনও আবার কাচের ফুলদানি দিয়ে, কখনও আবার ফটো ফ্রেম দিয়ে। কমবেশি সকলের বাড়িতেই ফ্রিজের মাথায় হাজার জিনিসপত্রের ভিড় দেখা যায়। সেখানে আবার মাঝে মাঝে জায়গা পায় টুকিটাকি জিনিস, নানা প্রয়োজনীয় কাগজপত্র, মশলার কৌটো। বেশ কিছু জিনিস রয়েছে, যেগুলো ফ্রিজের মাথার উপরে রাখা উচিত নয়।

এক ঝলকে দেখে নিন রেফ্রিজারেটরের মাথায় কী কী রাখা উচিত নয়?

১) প্রথমেই যে জিনিসটি করণীয়, তা হল ফ্রিজের মাথায় কভার না পাতা। কমবেশি সকলেই বাড়ির ফ্রিজের মাথায় কভার পাতেন। যাতে ধুলো না পড়ে। ফ্রিজের উপরে ভেন্ট বা গ্রিল থাকে, যা ফ্রিজের কম্প্রেসার থেকে উৎপন্ন তাপ বের করতে সাহায্য করে। কাপড় বা কভার দিয়ে এই ভেন্ট ঢাকলে বায়ু চলাচল বাধা পায়। ফ্রিজ অতিরিক্ত গরম হতে পারে।

২) ফ্রিজের মাথায় কোনওরকম বৈদ্যুতিক যন্ত্রপাতি রাখা ভালো নয়। যেমন – কফি তৈরির মেশিন, ছোট হিটার, ব্লেন্ডার, রেডিয়ো বা টোস্টারের মতো বৈদ্যুতিক যন্ত্রপাতি ফ্রিজের মাথাতে রাখবেন না। শুধু তাই নয় আলো লাগানো কোনও শো-পিসও ফ্রিজের মাথায় রাখবেন না। তা থেকে শর্ট সার্কিট হওয়ার ঝুঁকি থাকে। এছাড়া ফ্রিজের কম্প্রেসারে যখন তাপ তৈরি হয়, তখন এক ধরনেক কম্পন হয়। ওই কম্পনে বৈদ্যুতিক সরঞ্জাম নষ্ট হতে পারে।

৩) পাউরুটি, ফল বা অন্য কোনও খাবারদাবারের প্যাকেট ফ্রিজের মাথার রাখা ভালো নয়। ফ্রিজের মাথায় এগুলো রাখলে ফ্রিজ থেকে যে তাপ বেরোয়, তাতে খাবার নষ্ট হয়ে যেতে পারে।

৪) ফ্রিজের মাথায় কখনও কোনও কাগজপত্র বা বই রাখবেন না। এগুলো দাহ্য পদার্থ। ফ্রিজ থেকে যে তাপ বেরোয়, তার ফলে গরম হয়ে আগুন লাগার মতো দুর্ঘটনা হতে পারে।

৫) জায়গা বাঁচানোর জন্য অনেকে ওষুধভর্তি ফাস্ট এইড বক্স ফ্রিজের মাথায় রাখেন। তাতে যে ধরনের ওষুধ থাকুক না কেন, ফ্রিজের মাথায় থাকলে সেই তাপ ও কম্পনের ফলে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়।

৬) রেফ্রিজারেটরের মাথায় প্লাস্টিকের কৌটো রাখলে, তা তাপ থেকে গলে যাওয়ার সম্ভবনা রয়েছে। প্লাস্টিকের রাসায়নিক খুব দ্রুত গলতে থাকবে। সেই সঙ্গে প্লাস্টিকে থাকা রাসায়নিক খাবারে মিশে বিপদ বাড়ে।

৭) ফ্রিজের মাথাতে জলের বোতল বা জল ভর্তি পাত্র, ফলের রস, তরল খাবার থাকা কোনও প্যাকেট রাখা একেবারেই ঠিক নয়। এক্ষেত্রে বোতল বা জলভর্তি পাত্র থেকে জল পড়ে ফ্রিজে ঢুকে গিয়ে শর্ট সার্কিট হওয়ার ঝুঁকি থাকে। সেইসঙ্গে ফলের রসের প্যাকেট বা নরম পানীয়ের বোতল ফ্রিজের মাথায় রাখলে সেই খাবারের পুষ্টিগুণ তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে।