Oscar 2021 রেড কার্পেড: অ্যানাটমিক্যাল হার্ট থেকে ঠোঁট, ফ্যাশনে ছিল অদ্ভুত সব হাতব্যাগ
এ বারের অস্কারের অফবিট ক্লাচ বা হাতব্যাগ আপনার নজর কাড়তে বাধ্য।
অস্কারের রেড কার্পেট। বিশ্বের সবচেয়ে বড় ফ্যাশন শো-এর ঠিকানা। প্রতি বছর এই রেড কার্পেটের ফ্যাশন সবচেয়ে বেশি চর্চিত হয়ে থাকে। হবে নাই বা কেন? মনে পড়ে ক্রিস্টিয়ানো সিরানোর কোর্টের নীচে গাউন পরা সেই লুকটা? কিংবা বিজর্কের সোয়ান ড্রেসটা? এ রকম অদ্ভুত ড্রেস তো আগে দেখেই নিয়েছেন। এ বারের অস্কারের অফবিট ক্লাচ বা হাতব্যাগ আপনার নজর কাড়তে বাধ্য।
সঙ্গীতশিল্পী সেলসে ওয়েট লাল-কালো রঙের এক সুন্দর পোশাক পরেছেন। সঙ্গে রয়েছে হীরের একটা ক্লাচ বা হাতব্যাগ। সব কিছু ছাপিয়ে ওই ক্লাচটিই দেখার মতো। ক্লাচটি দেখতে অ্যানাটমিক্যাল হার্টের মতো। এমনকি তাতে শিরা-উপশিরাও দেখা যাচ্ছে পরিষ্কার। হাতব্যাগটি বানিয়েছে গুচির মতো নামী এক সংস্থা।
আরও পড়ুন: এই গরমে রোজ বেরোতে হচ্ছে? কোন রঙের কেমন পোশাকে আরাম পাবেন আপনি, রইল কিছু টিপস
অভিনেত্রী অ্যাঞ্জেলা বাসেট রেড কার্পেটে লাল পোশাকে নজর কেড়েছেন সবার। আরও বেশি নজর কেড়েছে তাঁর চকচকে ক্লাচটি। ঠোঁটের আকারের ক্লাচ। তাতে লাল লিপস্টিক। নেটিজেনদের জন্য এক আলোচ্য সাজ। সেই ক্লাচের ভারতীয় মূল্য ৩,২০,৯৯৯.১৭ টাকা।
এরপর আসা যাক চিত্রনাট্যকার এরিকা রিভিনোজার কথায়। উজ্জ্বল গোলাপি জামায় যেন চোখ ফেরানো দায়! সঙ্গে ছিল সাদা-গোলাপি রঙের অ্যাক্রিলিক করা ক্লাচ। ঝিনুকের আকারের দেখতে সেটা। ব্যাগটির ভারতীয় মূল্য ১,১১,৭৫৮,৭৩ টাকা।