AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Swastika Mukherjee: আলমারি ভর্তি জারদৌসি থাকলেও সাদামাটা সাজের কোনও বিকল্প নেই, বসন্তের উদযাপন হোক সুতিতেই

Spring fashion: বেগমপুরি, ফুলিয়া, তাঁত, হ্যান্ডলুম শাড়ির কোনও তুলনা নেই। একমাত্র বাংলাতেই এই শাড়ি পাওয়া যায়। অফ হোয়াইট বা সাদা বেসের এই সব শাড়ির সঙ্গে কনট্রাস্ট করে ব্লাউজ পরতে পারেন। এই লাল-পাড় সাদা শাড়ি সুতিতে দেখতে বেশ ভাল লাগে। চুল খোলা রাখতে পারেন বা বাঁধতে পারেন হালকা মেকআপ করতে পারেন

Swastika Mukherjee: আলমারি ভর্তি জারদৌসি থাকলেও সাদামাটা সাজের কোনও বিকল্প নেই, বসন্তের উদযাপন হোক সুতিতেই
বাসন্তী ভুবন মোহিনী
| Updated on: Mar 01, 2024 | 7:55 PM
Share

ফ্যাশন তখনই হয় যখন তা আরামদায়ক। যে পোশাক পরে আপনি স্বচ্ছন্দ্য, আরাম পান আর যে পোশাক চোখকে আরাম দেয় তাই হল ফ্যাশন। আমাদের চারপাশে এখন পোশাক কম থাকে না। স্টোন ওয়ার্ক, জরির কাজ, জারদৌসি, রকমারি চুমকি দেওয়া চকমকে কাপড়, দামি সিল্কের জৌলুষ, দামী ফ্র্যাব্রিক কী নেই! তবুও চোখের আরাম হ্যান্ডলুমেই। সাধারণ সুতি-খাদির পোশাকে এত সুন্দর ফ্যাশনেবল হয়ে ওঠা যায় যা দামী ডিজাইনার শাড়িতেও অনেক সময় হয় না। দামী শাড়ির রঙে যেমন চাকচিক্য থাকে তেমনই তা ওজনেও ভারী হয়। আর দামী শাড়ি পরলে তার সঙ্গে মেকআপ, দামী গয়নার ব্যাপার থাকে। সুতির শাড়িতে যার কোনও প্রয়োজন পড়ে না। শুধু চোখে একটু কাজল, ঠোঁটে লিপস্টিক হলেই কাজ চলে যায়।

বাতাসে এখন প্রেমের ফাগুন। চারিদিকে রঙিন ফুলের সমাহার। লাল অশোক, পলাশ, শিমূলের যেন মেলা বসেছে। কোথাও আবার দেখা দিয়েছে গোলাপী চেরি ব্লজম। শহরের চারপাশ এখন রঙিন কাগজফুলে। নীল আকাশ আর মৃদুমন্দ বাতাসের সঙ্গে এই ফুল দেখতে মন্দ লাগে না। সপ্তাহন্তে সময় পেলেই এখন অনেকে ছুটছেন পলাশ দেখতে। এছাড়াও উইকএন্ড ট্রিপ, বসন্ত উৎসব এসব তো আছেই। এবার রঙের উৎসবে রঙিন হন হ্যান্ডলুমের শাড়িতে। এমন শাড়ি মন যেমন জুড়োয় তেমনই চোখেরও আরাম হয়।

বেগমপুরি, ফুলিয়া, তাঁত, হ্যান্ডলুম শাড়ির কোনও তুলনা নেই। একমাত্র বাংলাতেই এই শাড়ি পাওয়া যায়। অফ হোয়াইট বা সাদা বেসের এই সব শাড়ির সঙ্গে কনট্রাস্ট করে ব্লাউজ পরতে পারেন। এই লাল-পাড় সাদা শাড়ি সুতিতে দেখতে বেশ ভাল লাগে। চুল খোলা রাখতে পারেন বা বাঁধতে পারেন হালকা মেকআপ করতে পারেন, না চাইলে মেকআপ নাও করতে পারেন। কানে দুল আর কপালে একটা ছোট্ট টিপেই হয়ে উঠুন অপরূপা। এই সব শাড়ির সঙ্গে সিলভার চুড়ি বা গয়নাই দেখতে বেশি ভাল লাগে। তাই এমন শাড়ির সঙ্গে সেই রকম গয়না বাছুন। আবার স্লিভলেস ব্লাউজও পরতে পারেন। ডিজাইনার বা স্টাইলিস্টরাও সব সময় বলেন যত বেশি সাদামাটা সাজ হবে ততই কিন্তু দেখতে ভাল লাগে। এই বসন্তে সাদামাটা সুন্দরী হয়ে উঠতে পারেন আপনিও।