AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Solo Bike Trip: দুর্গাপুজোয় বাইক নিয়ে একলা সফরে যাবেন? মাথায় রাখুন এই বিষয়গুলি

Solo Trip Tips: অনেকেই বাইক নিয়ে একলা সফরে বেরিয়ে পড়েন নিজের মতো করে আনন্দ উপভোগ করতে। তবে একা বাইক রাইডের আগে কিছু বিষয় মাথায় না রাখলে আনন্দের মুহূর্ত সহজেই বিপদের কারণ হতে পারে। তাই যাত্রা শুরুর আগে সচেতনতা ও প্রস্তুতি নেওয়া জরুরি। কোন কোন বিষয় মাথায় রাখবেন?

Solo Bike Trip: দুর্গাপুজোয় বাইক নিয়ে একলা সফরে যাবেন? মাথায় রাখুন এই বিষয়গুলি
| Updated on: Aug 31, 2025 | 2:03 PM
Share

দুর্গাপুজো মানেই উৎসব, আনন্দ আর ভ্রমণের মৌসুম। অনেকে পরিবার-পরিজন নিয়ে বেড়াতে যান, আবার অনেকেই বাইক নিয়ে একলা সফরে বেরিয়ে পড়েন নিজের মতো করে আনন্দ উপভোগ করতে। তবে একা বাইক রাইডের আগে কিছু বিষয় মাথায় না রাখলে আনন্দের মুহূর্ত সহজেই বিপদের কারণ হতে পারে। তাই যাত্রা শুরুর আগে সচেতনতা ও প্রস্তুতি নেওয়া জরুরি। কোন কোন বিষয় মাথায় রাখবেন?

১. বাইকের ফিটনেস চেক করুন – একলা সফরের আগে আপনার বাইক যেন ভালো অবস্থায় থাকে তা নিশ্চিত করতে হবে। টায়ারের অবস্থা ও এয়ার প্রেসার ঠিক আছে কি না দেখুন। ব্রেক, ক্লাচ, হেডলাইট, টেইললাইট ও হর্ন ভালোভাবে কাজ করছে কি না পরীক্ষা করুন। ইঞ্জিন অয়েল, ব্রেক ফ্লুইড ও কুল্যান্ট লেভেল চেক করে নিন। প্রয়োজনে সার্ভিস সেন্টারে জেনারেল চেকআপ করিয়ে নিন।

২. সেফটি গিয়ার ব্যবহার করুন – সেফটি গিয়ার মানে শুধু হেলমেট নয়, বরং পুরো সুরক্ষা ব্যবস্থা। ISI মার্ক হেলমেট অবশ্যই ব্যবহার করুন। রাইডিং জ্যাকেট, গ্লাভস, এলবো ও নি গার্ড পরে নিন। আরামদায়ক কিন্তু মজবুত জুতো পড়ুন। এই সবগুলো আপনার শরীরকে দুর্ঘটনার ক্ষতি থেকে অনেকাংশে রক্ষা করবে।

৩. রুট প্ল্যান করুন – একলা সফরে বের হওয়ার আগে রুট ভালোভাবে প্ল্যান করা জরুরি। গন্তব্যে পৌঁছাতে কোন রাস্তা ভালো, কোথায় পেট্রোল পাম্প বা খাবারের দোকান আছে জেনে নিন। গুগল ম্যাপে অফলাইন ম্যাপ ডাউনলোড করে রাখুন, যাতে নেটওয়ার্ক না থাকলেও সমস্যা না হয়। রাতের বেলায় অপরিচিত রাস্তা এড়িয়ে চলাই ভালো।

৪. প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখুন – রাস্তায় যে কোনো সময় ট্রাফিক পুলিশের চেকিং হতে পারে। ড্রাইভিং লাইসেন্স, বাইকের RC, ইনস্যুরেন্স ও পলিউশন সার্টিফিকেট অবশ্যই রাখুন। চাইলে সব কাগজপত্র ডিজিলকার বা এম-পরিবহন অ্যাপে সেভ করে নিতে পারেন।

৫. প্রাথমিক চিকিৎসার কিট সঙ্গে রাখুন – যেকোনও জরুরি পরিস্থিতির জন্য ফার্স্ট এইড কিট খুবই জরুরি। ব্যান্ডেজ, কটন, অ্যান্টিসেপটিক লিকুইড, পেইন রিলিভার ট্যাবলেট রাখুন। যাদের অ্যালার্জি বা বিশেষ কোনো রোগ আছে, তারা নিজের ওষুধ নিতে ভুলবেন না।

৬. খাবার ও পানীয়ের ব্যবস্থা লম্বা সফরে অনেক সময় ভালো খাবার বা বিশুদ্ধ জল পাওয়া যায় না। সঙ্গে জলের বোতল রাখুন। হালকা শুকনো খাবার যেমন বিস্কুট, এনার্জি বার বা বাদাম রাখলে ভালো হয়। অতিরিক্ত ভারী খাবার এড়িয়ে চলুন, কারণ সেটা ঘুম এনে দিতে পারে।

৭. যোগাযোগের ব্যবস্থা ঠিক রাখুন – একলা সফরে বের হলে পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা দরকার। মোবাইল সম্পূর্ণ চার্জ করে নিন এবং পাওয়ার ব্যাংক রাখুন। সম্ভব হলে লোকেশন শেয়ারিং চালু রাখুন, যাতে পরিবার আপনার গতিবিধি জানতে পারে।

৮. মানসিক প্রস্তুতি নিন – একলা রাইড মানে একদিকে স্বাধীনতা, অন্যদিকে একাকিত্বও। তাই মানসিকভাবে প্রস্তুত থাকুন। লম্বা রাস্তায় একঘেয়েমি কাটাতে প্রিয় গান শুনতে পারেন, তবে সবসময় এক কানে ইয়ারফোন ব্যবহার করুন যাতে চারপাশের শব্দ শুনতে পান। ক্লান্তি এলে জোর করে বাইক চালাবেন না, বরং বিশ্রাম নিন।