Cruise Travel: এক টিকিটে ৩ বছরে ঘোরা যাবে ১৪৮টি দেশ, কীভাবে জানেন?
Travel News: যতদিন যাচ্ছে, মানুষের মধ্যে বেড়াতে যাওয়ার প্রবণতা বাড়ছে। আর তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ক্রুজের জনপ্রিয়তা। জাহাজে চেপে, জলপথে দেশ-বিদেশ ঘুরে দেখার প্রবণতা মানুষের মধ্যে বাড়ছে। মূলত অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যেই মানুষের মধ্যে বাড়ছে ক্রুজ ভ্রমণের চাহিদা।

এক জীবনে গোটা বিশ্ব ঘুরে দেখা সম্ভব নয়। কিন্তু আপনি চাইলে ৩ বছরে ১৪৮টি দেশে পা রাখতে পারেন। হ্যাঁ, তিন বছর আপনি করতে পারবেন বিশ্ব ভ্রমণ। ভাবছেন অনেক টাকা খরচ? মাত্র একটা টিকিট কাটলেই এই সুবিধা আপনি পেয়ে যাবেন। তবে, এই টিকিট কোনও বিমানের নয়। জাহাজে চেপে ঘুরতে পারবেন বিশ্বের ১৪৮ দেশ। Life At Sea Cruises-এর এমভি লারা শুরু করেছে ক্রুজ পরিষেবা। সেখানেই পাওয়া যাচ্ছে এসব পরিষেবা। ক্রুজটি ১,০০১ দিনে আপনাকে ঘুরে দেখাবে ১৪৮টি দেশ। ৩৯২টি বন্দরে যাত্রীদের নিয়ে যাবে। এর মধ্যে ক্রুজটি ৭টি মহাদেশকেই কভার করবে।
যতদিন যাচ্ছে, মানুষের মধ্যে বেড়াতে যাওয়ার প্রবণতা বাড়ছে। আর তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ক্রুজের জনপ্রিয়তা। জাহাজে চেপে, জলপথে দেশ-বিদেশ ঘুরে দেখার প্রবণতা মানুষের মধ্যে বাড়ছে। মূলত অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যেই মানুষের মধ্যে বাড়ছে ক্রুজ ভ্রমণের চাহিদা। Life At Sea Cruises সেই সুবিধাই প্রদান করে। প্রায় ১৩০,০০০ মাইল পথ কভার করবে এই ক্রুজ।
ক্রুজটি কভার করবে চিনের প্রাচীর, রোমের কালোসিয়াম, গিজার পিরামিড, জর্ডানের পেট্রা, পেরুর মাচু পিচু, ইকুয়েড্রের গ্যালাপোগোস দ্বীপপুঞ্জ। এমনকী ভারতের তাজমহলও ঘুরে দেখানো হবে। এছাড়াও ঘুরে দেখানো হবে ভিক্টোরিয়া দ্বীপ, ইয়োসেমাইট ন্যাশনাল পার্ক এবং উত্তর আমেরিকার গ্লেসিয়ার বে, ফ্রান্সের মন্ট সেন্ট মিশেল, আয়ারল্যান্ডের জায়ান্টস কজওয়ে এবং ইউরোপে যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসেল; এশিয়ার হা লং বে, ওয়াট অরুণ মন্দির এবং পিঙ্ক বিচ ইত্যাদি।
১৪৮টি দেশ ঘুরে দেখা ছাড়াও ক্রুজের মধ্যে ১,০০১ দিন কাটানো হবে রোমাঞ্চয় ভরপুর। ক্রুজের মধ্যে রয়েছে জিম, সুইমিং পুল, স্পা ও অডিটোরিয়াম। এমনকী রয়েছে লাইভ পারফরম্যান্স ও মুভি দেখার সুযোগ। এছাড়াও রেস্তোরাঁ ও ক্যাফের সুবিধা রয়েছে ক্রুজের মধ্যে। অর্থাৎ ৩ বছরে ভ্রমণ ছাড়াও বিনোদনের অভাব হবে না।
তিন বছর ধরে ৭টি মহাদেশ, ১৪৮টি দেশ, ৩৮২টি বন্দর ঘুরে দেখতে কত খরচ হবে জানেন? ৪৩,৮৬০ ডলার, যার ভারতীয় মূল্য হল ৩৬,২৮,৫১৫ টাকা। তবে, একবার এই মূল্য দিয়ে টিকিট কাটলেই আপনি এই ক্রুজ পরিষেবা পাবেন। ভ্রমণ ও বিনোদনের পাশাপাশি চিকিৎসার সুবিধাও রয়েছে এখানে।
