AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Indian Railway: প্ল্যাটফর্ম‌ টিকিট কেটে আপনি কতক্ষণ স্টেশন চত্বরে ঘুরতে পারবেন, জানেন?

Platform Ticket: প্রিয়জনকে ট্রেনে তুলে দিতে বা রিসিভ করতে অনেকেই রেল স্টেশনে যান। এবং প্ল্যাটফর্ম‌ টিকিট কেটেই রেল স্টেশনে প্রবেশ করতে হয়। বিনা টিকিটে রেল স্টেশন প্রবেশ করা যায় না। এটাও কিন্তু অপরাধ। প্ল্যাটফর্ম‌ টিকিট ছাড়া যদি স্টেশনে ঘোরাঘুরি করতে গিয়ে ধরা পড়েন, জরিমানাও দিতে হবে আপনাকে।

Indian Railway: প্ল্যাটফর্ম‌ টিকিট কেটে আপনি কতক্ষণ স্টেশন চত্বরে ঘুরতে পারবেন, জানেন?
| Edited By: | Updated on: Nov 03, 2023 | 8:50 AM
Share

পরিবারের সদস্য বা বন্ধুকে ট্রেনে তুলে দিতে কিংবা কাউকে আনতে অনেকেই রেল স্টেশন যান। সেক্ষেত্রে আপনাকে প্ল্যাটফর্ম‌ টিকিট কাটতেই হয়। প্ল্যাটফর্ম‌ টিকিট ছাড়া আপনি রেল স্টেশন ঘোরাঘুরি করতে পারবেন না। আমরা কমবেশি সকলেই এই প্ল্যাটফর্ম‌ টিকিট কেটেছি। কিন্তু প্ল্যাটফর্ম‌ টিকিটের বৈধতা কতক্ষণ জানেন? চলুন জেনে নেওয়া যাক এই প্ল্যাটফর্ম‌ টিকিটের খুঁটিনাটি।

বিনা টিকিটে রেল স্টেশন প্রবেশ করা যায় না। এটাও কিন্তু অপরাধ। প্ল্যাটফর্ম‌ টিকিট ছাড়া যদি স্টেশনে ঘোরাঘুরি করতে গিয়ে ধরা পড়েন, জরিমানাও দিতে হবে আপনাকে। প্রিয়জনকে ট্রেনে তুলে দিতে বা রিসিভ করতে অনেকেই রেল স্টেশনে যান। এবং প্ল্যাটফর্ম‌ টিকিট কেটেই রেল স্টেশনে প্রবেশ করতে হয়। কিন্তু প্ল্যাটফর্ম‌ টিকিট কাটার পর কতক্ষণ পর্যন্ত তার বৈধতা থাকে, জানেন?

প্ল্যাটফর্ম‌ টিকিট কাটার পর ২ ঘণ্টা পর্যন্ত এর মেয়াদ থাকে। এই ২ ঘণ্টা আপনি রেল স্টেশনে থাকতে পারবেন। বেশিরভাগ ক্ষেত্রে এই প্ল্যাটফর্ম‌ টিকিটের দাম হয় ১০ টাকা। বেশ কিছু রেল স্টেশনে প্ল্যাটফর্ম‌ টিকিটের দাম ৫০ টাকাও হয়। ভারতের যে কোনও রেল স্টেশনে প্রবেশ করতে গেলে আপনাকে এই প্ল্যাটফর্ম‌ টিকিট কাটতেই হবে।

প্ল্যাটফর্ম‌ টিকিট ছাড়া রেল স্টেশন ঘোরাঘুরি করা অপরাধ। প্ল্যাটফর্ম‌ টিকিট ছাড়া যদি স্টেশনে ধরা পড়েন, তাহলে প্ল্যাটফর্ম‌ টিকিট চেকারকে ২৫০ টাকা জরিমানা দিতে হবে। এমনকি প্ল্যাটফর্ম‌ টিকিটের মেয়াদ ২ ঘণ্টা শেষ হওয়ার পর আপনি রেল স্টেশনে ঘোরাঘুরি করতে পারবেন না। প্ল্যাটফর্ম‌ টিকিটের মেয়াদ শেষ হওয়ার পরও যদি স্টেশনে থাকেন, সেক্ষেত্রেও আপনাকে ২৫০ টাকা জরিমানা দিতে হবে।

ভারতের প্রায় প্রতিটা স্টেশনেই যাত্রীদের ভিড় লেগে থাকে। প্রতিদিন কয়েক লক্ষ মানুষ ভারতীয় রেলে যাতায়াত করে। এই অবস্থায় প্ল্যাটফর্ম‌গুলোকে অতিরিক্ত ভিড়ের হাত থেকে সুরক্ষিত রাখতে এই প্ল্যাটফর্ম‌ টিকিট সাহায্য করে। প্ল্যাটফর্ম‌ টিকিট কাটলে হিসেব থাকে যে ওই দিন স্টেশন মোট কতজন ছিলেন। পাশাপাশি এই টিকিটের মাধ্যমে প্ল্যাটফর্ম‌ে মানুষের যাতায়াতকেও নিয়ন্ত্রণে রাখা যায়। এছাড়া এই প্ল্যাটফর্ম‌ টিকিটের মাধ্যমে ভারতীয় রেল রাজস্ব‌ তৈরি করে। এই প্ল্যাটফর্ম‌ টিকিট বিক্রি করে যে অর্থ উপার্জন করা হয়, তা প্ল্যাটফর্ম‌ রক্ষণাবেক্ষণের কাজে ব্যবহৃত হয়।