Shimla: উত্সবের মরসুমে সিমলায় ব্যাপক ভিড় পর্যটকদের! হাসি ফুটেছে ব্যবসায়ীদেরও
দীপাবলি উত্সবের মরসুমে পাহাড়ি এলাকায় এ বছর পর্যটকদের ভিড় বেশি হবে, তার আগাম সংকেত পাওয়া গিয়েছিল অনেক আগেই। বিশেষ করে হিমাচল প্রদেশের রাজধানী সিমলায় এবার পর্যটকের সংখ্যা অন্যান্য বারের তুলনায় বেশি দেখা গিয়েছে। কালকা-সিমলা ট্রেনে যাত্রীর সংখ্যা দেখলে অবাক হতে হয়। উত্সবের মরসুমে পরিবারের সঙ্গে ছুটি কাটাতে পাহাড়কেই বেছে নিয়েছে বেশিরভাগ পর্যটকরা। বাস ও ব্যক্তিগত […]
দীপাবলি উত্সবের মরসুমে পাহাড়ি এলাকায় এ বছর পর্যটকদের ভিড় বেশি হবে, তার আগাম সংকেত পাওয়া গিয়েছিল অনেক আগেই। বিশেষ করে হিমাচল প্রদেশের রাজধানী সিমলায় এবার পর্যটকের সংখ্যা অন্যান্য বারের তুলনায় বেশি দেখা গিয়েছে।
কালকা-সিমলা ট্রেনে যাত্রীর সংখ্যা দেখলে অবাক হতে হয়। উত্সবের মরসুমে পরিবারের সঙ্গে ছুটি কাটাতে পাহাড়কেই বেছে নিয়েছে বেশিরভাগ পর্যটকরা। বাস ও ব্যক্তিগত যানবাহনগুলির ভাড়া বেড়ে গেলেও পর্যটকদের সংখ্যা এতটুকু কমার লক্ষণ নেই। তবে পর্যটকদের আনাগোনায় সবচেয়ে বেশি খুশি হয়েছেন স্থানীয় ও হোটেল ব্যবসায়ীরা। আগামী দিনে এমনটা চলতে থাকলে গত দুবছরের ক্ষতি ভুলে যেতে পারেন ব্যবসায়ীরা। পাশাপাশি রাজ্যের পর্যটন কেন্দ্রকে ঘিরে অর্থনীতির মেরুদণ্ডও সোজা হতে শুরু করেছে।
কোভিড-১৯ এর কারণে দীর্ঘ অর্থনৈতিক বিপর্যয়ের পর, লকডাউন এবং কারফিউ, পর্যটকদের আগমন পাহাড়ি স্টেশনে পর্যটনের পুনরুজ্জীবনের আশা বাড়িয়ে দিয়েছে। লকডাউনের ফলে সব পর্যটন কেন্দ্রগুলি ব্যপক ক্ষতির শিকার হয়েছিল। পর্যটনশিল্পের সঙ্গে জড়িতরা সকলেই প্রায় চাকরি হারিয়ে বসেছিলেন। ঘরে ও বাইরে চরম পরিস্থিতিতে মানুষ অসহায় হয়ে পড়েছিল। সংক্রমণের সংখ্যা নিম্নমুখী হতেই ফের ভ্রমণমুখী হতে শুরু করেছে মানুষজন। পর্যটকরাও অত্যন্ত আনন্দিত। বহুদিন পর উৎসবের মরসুমে সিমলায় ঘুরতে এসে সকলের মুখেই হাসি ফুটেছে।
আরও পড়ুন: Kedarnath Temple: কাজ থেকে বিরতি নিয়ে কেদারনাথ মন্দির দর্শন সারা-জাহ্নবীর! দেখুন ভাইরাল ছবি…