Winter Travel: ঘুরতে যাওয়ার সময় এই বিষয়গুলো মেনে না চললে বিপদের সম্ভাবনা থেকে যাবে…

TV9 Bangla Digital | Edited By: শোভন রায়

Feb 14, 2022 | 8:57 AM

শীতকে অবহেলা করে অকারণ সাহসিকতার কোনও মানেই নেই। তা ছাড়া কোভিডের প্রকোপ এখনও কমেনি, তাই বেড়াতে গিয়ে সাবধানতায় ঢিলে দেওয়া চলবে না একেবারেই।

Winter Travel: ঘুরতে যাওয়ার সময় এই বিষয়গুলো মেনে না চললে বিপদের সম্ভাবনা থেকে যাবে...

Follow Us

শীত প্রায় শেষের দিকে। আর এই সময় এই নাতিশীতোষ্ণ আবহাওয়াতে অনেকেই কোথাও ঘুরতে যাওয়ার কথা ভাবেন। শীতকালে ঘুরতে যাওয়া অন্যান্য সময়ে ঘুরতে যাওয়ার থেকে বেশ কিছুটা আলাদা হয়। কারেও কাছে শীত মানে লেপমুড়ি দিয়ে ঘুম, আবার কারেও কাছে শীত মানে ছুটি। আর এই ছুটিতে সবাই চায় একটু বাইরে থেকে ঘুরে আসতে। যারা শীতের ছুটিতে কোথাও বেরিয়ে আসার পরিকল্পনা করছেন, তাদের জন্য রইল শীতের ভ্রমণকে সহজ করার কিছু উপায়-

১) আমাদের দেশ মূলত গ্রীষ্মপ্রধান অঞ্চল। কাজেই শীতের ভ্রমণ বাঙালিদের কাছে ছোটখাটো পরীক্ষার মতোই। তাই পরিকল্পনা করুন সময় নিয়ে। বিশেষত পাহাড়-প্রেমিক যদি হন, তা হলে আবহাওয়ার কথা ভাল করে জেনে তবেই বেছে নিন গন্তব্য। শীতের পাহাড়ে কুয়াশা বেশি থাকে, তেমনই সম্ভাবনা থাকে খারাপ আবহাওয়ার কারণে আটকে পড়ার।

২) আবহাওয়া অনুসারে ব্যাগ গোছান। শীতের ভ্রমণে ব্যাগের ওজন যে বাড়বে, তা একপ্রকার নিশ্চিত। কিন্তু সেই ভয়ে প্রয়োজনীয় পোশাক না নিয়ে বার হলে সমস্যা হতে পারে। সঙ্গে নিন অতিরিক্ত মোজা। সব জায়গায় যে স্নানের সুব্যবস্থা পাবেন তার কোনও নিশ্চয়তা নেই, তাই সুগন্ধি নিতে ভুলবেন না।

৩) নিন অবশ্য প্রয়োজনীয় কিছু ফার্স্ট এইড সামগ্রী। সর্দি কাশির ন্যূনতম ওষুধপত্র নেওয়াও একই রকম জরুরি। আমাদের দেশের শীত শুষ্ক। তাই টের না পেলেও শরীরে জলের ঘাটতি হওয়া অস্বাভাবিক কিছু নয়। সুতরাং জল পরিশুদ্ধ করার প্রয়োজনীয় ওষুধ নিন সঙ্গে করে।

৪) ভ্রমণের আগে জানিয়ে যান পরিচিত মানুষজনকে। যাতে প্রয়োজনে খোঁজ খবর নিতে অসুবিধা না হয়। শীতকালে অনেক জায়গাই রাতে নিঝুম হয়ে যায়, সেই সুযোগে বাড়ে চুরির ঘটনা। বাড়ি ফাঁকা রেখে যেতে হলে জানিয়ে যেতে পারেন স্থানীয় থানায়।

৫) শীতকে অবহেলা করে অকারণ সাহসিকতার কোনও মানেই নেই। তা ছাড়া কোভিডের প্রকোপ এখনও কমেনি, তাই বেড়াতে গিয়ে সাবধানতায় ঢিলে দেওয়া চলবে না একেবারেই। যেখানেই যান না কেন স্বাস্থ্যবিধি মেনে যেতে হবে আপনাকে।

আরও পড়ুন: Sikkim: নতুন বছরের পয়লা তারিখ থেকেই এই রাজ্যে প্লাস্টিকের জলের বোতল নিষিদ্ধ! বেড়াতে যাওয়ার আগে সাবধান হোন

আরও পড়ুন: Last Indian Village: একাধিক ধর্মীয় বিশ্বাস জড়িত রয়েছে এই গ্রামের সঙ্গে! জেনে নিন ভারতের সেই শেষ গ্রামের ঠিকানা

আরও পড়ুন: Bus Journey: বাসে করে ভ্রমণের মজাই আলাদা! করোনাকালে ব্যাগপ্যাকে অবশ্যই কী কী রাখবেন, তালিকাটি জেনে নিন একবার

Next Article