Ramayana Yata: উত্‍সবের আগে আবারও উপহার রেলের! এবার শুরু হতে চলেছে ‘শ্রী রামায়ণ যাত্রা’

যাঁরা এই ট্যুরের সঙ্গে অংশগ্রহণ করতে ইচ্ছুক, তাঁরা অবশ্যই IRCTC ট্যুরিজমের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে বুক করতে পারেন। প্রসঙ্গত, ১৭ দিনের ভ্রমণের মধ্যে মোট ৭৫০০ কিমি দূরত্ব অতিক্রম করবে এই বিশেষ ট্রেন।

Ramayana Yata: উত্‍সবের আগে আবারও উপহার রেলের! এবার শুরু হতে চলেছে 'শ্রী রামায়ণ যাত্রা'
এবার শুরু হতে চলেছে 'শ্রী রামায়ণ যাত্রা'
Follow Us:
| Edited By: | Updated on: Sep 09, 2021 | 3:30 PM

দেশের অভ্যন্তরেই রয়েছে প্রচুর দর্শনীয় স্থান। সেই সব জায়গায় পর্যটক বৃদ্ধির জন্য চলছে জোড়কদমে প্রস্তুতি। করোনা অতিমারিকে সঙ্গী করে দেশের পর্যটন শিল্পকে ফের আশার আলো দেখাতে বিশেষ উদ্যোগ নিয়েছে ভারতীয় রেল। উত্‍সবের মরসুমে বিভিন্ন রাজ্যে পর্যটকের জোয়ার আনতে বিশেষ ট্রেন পরিষেবা চালু করেছে। দেশে ধর্মীয় পর্যটনকে আরও আকর্ষণীয় করতে তুলতে সম্প্রতি ‘শ্রী রামায়ণ যাত্রা’ (Ramayana Yata) শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। আগামী ৭ নভেম্বর থেকে এই যাত্রা শুরু করা হবে বলে জানা গিয়েছে। ডিলাক্স এসি ট্যুরিস্ট ট্রেনটি মোট ১৬ রাত ও ১৭ দিন চালু থাকবে বলে রেলের তরফে জানানো হয়েছে।

রামায়ণ সার্কিটে বিশেষ ট্রেনটি বিশিষ্ট স্থানগুলিকে রামের জীবনের সঙ্গে সম্পর্কিত বলে পরিচিত। প্রতিবেদনে বলা হয়েছে, এই বিশেষ ট্রেন সফরের প্যাকেজের দাম পড়বে মাত্র ৮২,৯৫০ টাকা। এর থেকে আরও বেশি দামের প্যাকেজও রয়েছে। সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত ট্রেনটির দুটি ভাগে ভাগ করা হবে, একটি প্রখম এসি কামরা ও দ্বিতীয়টি এসি ক্লাস। এছাড়া ট্রেনটিতে রয়েছে উন্নত নিরাপত্তা ব্যবস্থা।

রেলের প্রতিবেদনে উল্লেখ রয়েছে, এসি ক্লাসের প্যাকেজের মূল্যের মধ্যে সমস্ত খাবার, এসি হোটেলে থাকার ব্যবস্থা, সমস্ত দর্শনীয় স্থান ভ্রমণ, এসি যানবাহনে ঘুরে বেড়ানো, ভ্রমণ বীমা ও আইআরসিটিসি ট্যুর ম্যানেজারের পরিষেবাগুলি অন্তর্ভুক্ত। কোভিড কালে এই বিশেষ ট্রেন সফরের জন্য যাত্রীদের কোভিড টিকা নিতেই হবে। রেলের তরফে বলা হয়েছে, যেসব যাত্রীরা ভ্যাকসিনের ২টি ডোজ়ই গ্রহণ করেছেন, তাঁরাই একমাত্র এই ট্রেন সফরের সঙ্গে অংশ গ্রহণ করতে পারবেন। এছাড়া যাঁদের বয়স ১৮ বা তার বেশি, তাঁদের এই যাত্রায় অংশগ্রহণের জন্য অনুমতি দেওয়া হয়েছে।

সফরের ভ্রমণপথ কেমন, দেখে নেওয়া যাক

দিল্লি – অযোধ্যা – সীতামারী – জনকপুর – বারাণসী – প্রয়াগ – চিত্রকূট – নাসিক – হাম্পি – রামেশ্বরম – দিল্লী।

ট্রেনে ভ্রমণপথ

দিল্লি সফদারজং -অযোধ্যা -সীতামারী -বারাণসী -মানিকপুর জং – নাসিক রোড -হোসাপেটে -রামেশ্বরম -দিল্লি সফদারজং।

জানা গিয়েছে, যাঁরা এই ট্যুরের সঙ্গে অংশগ্রহণ করতে ইচ্ছুক, তাঁরা অবশ্যই IRCTC ট্যুরিজমের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে বুক করতে পারেন। প্রসঙ্গত, ১৭ দিনের ভ্রমণের মধ্যে মোট ৭৫০০ কিমি দূরত্ব অতিক্রম করবে এই বিশেষ ট্রেন।

আরও পড়ুন: বিদেশে থেকে এলেও এই রাজ্যে প্রবেশের অনুমতি পেতে চাই RT-PCR test রিপোর্ট!

আরও পড়ুন: Uttarakhand: এবার সারা বছরের জন্য খুলে দেওয়া হল বিখ্যাত রাজাজী টাইগার রিজার্ভ!