Diwali Fashion: দিওয়ালিতে ব্যাকলেস চোলি বা ডিজাইনার শাড়ির সঙ্গে কেমন স্টাইলের ব্লাউজ বাছবেন?
Designer Wear: পার্ল এমবেলেশমেন্ট ব্লাউজ এখন বেশ চলছে। সেলিব্রিটিদের মধ্যেও এই ব্লাউজের চাহিদা এখন তুঙ্গে। এই ব্লাউজের নানা রকম ন্কলাইনও পাওয়া যায়। ডিপ ভি নেকের এমব্রয়ডারি ব্লাউজের চাহিদাও এখন বেশ রয়েছে। সেই সঙ্গে গোটা পট্টির লেস ওয়ার্ক, এতে দেখতে লাগে বেশ সুন্দর

দুর্গাপুজোয় যেমন ট্র্যাডিশন্যাল জামাকাপড়ের বিশেষ চল থাকে তেমনই দিওয়ালির ফ্যাশন হয় বলিউড ট্রেন্ড মেনে। ইন্দোওয়েস্টার্ন, ওয়েস্টার্ন এবং ডিজাইনার পোশাকের চাহিদা থাকে সবচাইতে বেশি। দীপাবলি মানে আলোর উৎসব। চারিদিকে হরেক রঙের আলো , রঙ্গোলি আর মিষ্টির মাধ্যমে সবার মধ্যে খুশির রং ছড়িয়ে দেওয়াই এই উৎসবের মূল উদ্দেশ্য। আগে দিওয়ালির থেকে কালীপুজো নিয়েই ছিল বাঙালিদের বেশি উৎসাহ। এদিন মা কালীর আরাধনা হয় অনেক বাড়িতে। সেই সঙ্গে দীপান্বিতা লক্ষ্মীরও আরাধনা করেন অনেকে। সেই সঙ্গে মোমবাতি, প্রদীপ, আলোতে বাড়ি সাজানো, বাজি ফাটানো … ব্যাস এই সবেই সীমাবদ্ধ ছিল। এখন বাঙালিরাও উত্তর ভারতের ট্র্যাডিশ্যান মেনে মেতে ওঠেন ধনতেরাস উৎসবে। এরপর শুরু হয় দীপাবলির সেলিব্রেশন। ৪-৫ দিন ধরে চলে সেই উৎসব।
আর এক একদিন এক একরকম পোশাক পরার চল থাকে। ডিজাইনার শাড়ি, লেহঙ্গা, গাউন, শারারা, ঘাঘরা, সালোয়ার, কুর্তি এই সবই পরেন। তবে বিয়েবাড়ি বা বাড়ি ছাড়া লেহঙ্গা পরা যায় না। আর তাই যে কারণে লং স্কার্ট, ন্যুডলস স্ট্রিপ টপ এসব পোশাকের চাহিদা বাড়ছে। সেই সঙ্গে ডিজাইনার শাড়ি, ডিজাইনার পোশাকও এখন বেশ চলে দিওয়ালিতে। সাধ্যের মধ্যেই বিভিন্ন স্টোরে পেয়ে যাবেন এই সব চমকদার পোশাক। সিক্যুইনের কাজ, লেস-চুমকি-জরির কাজের চাহিদা বেশি থাকে এই সময়ে। পছন্দসই লং স্কার্ট বা শাড়ি তো পরলেন তবে এর সঙ্গে কেমন ব্লাউজ বাছবেন, ট্রেন্ডেই বা কী রয়েছে? দেখে নিন।
পার্ল এমবেলেশমেন্ট ব্লাউজ এখন বেশ চলছে। সেলিব্রিটিদের মধ্যেও এই ব্লাউজের চাহিদা এখন তুঙ্গে। এই ব্লাউজের নানা রকম ন্কলাইনও পাওয়া যায়। ডিপ ভি নেকের এমব্রয়ডারি ব্লাউজের চাহিদাও এখন বেশ রয়েছে। সেই সঙ্গে গোটা পট্টির লেস ওয়ার্ক, এতে দেখতে লাগে বেশ সুন্দর। সিক্যুইনের শাড়ি আলোর রাতে পরলে দেখতে খুব সুন্দর লাগবে। এর সঙ্গে মাল্টি কালার ব্লাউজ পরতে পারেন। এই মিক্স অ্যান্ড ম্যাচ লুক অনেক বেশি ভাইন্র্যান্ট। সিক্যুইন, এমব্রয়ডারি, থ্রেড ওয়ার্কের কাজ এখন খুবই চলছে। বিডসের স্ট্র্যাপ এখন ফ্যাশনে ইন। এই ব্লাউজ দিয়ে লং স্কার্ট বা শাড়ি যে কোনও কিছু পরলেই দেখতে ভাল লাগে। তাই পছন্দসই যে কোনও ব্লাউজেই সেরে ফেলুন দীপাবলির বিশেষ স্টাইল।
