সরষের তেলে এটা ফেলে মাখলেই ম্যাজিক , রাতারাতি টাক মাথায় গজাবে চুল
নানা ওষুধ, তেল মেখেও কাজ দিচ্ছে না? এই প্রতিটা প্রশ্নের উত্তর যদি হয় হ্যাঁ, তাহলে এখনই সাবধান হয়ে যান। আর মাথা থেকে সব চুল গায়েব হওয়ার আগেই ট্রাই করুন এই টিপস। দেখবেন রাতারাতিই চুল গজাবে।

ঘন ঘন চুল পড়ছে? একেবারে টাক পড়ার মতো অবস্থা? নানা ওষুধ, তেল মেখেও কাজ দিচ্ছে না? এই প্রতিটা প্রশ্নের উত্তর যদি হয় হ্যাঁ, তাহলে এখনই সাবধান হয়ে যান। আর মাথা থেকে সব চুল গায়েব হওয়ার আগেই ট্রাই করুন এই টিপস। দেখবেন রাতারাতিই চুল গজাবে।
একটি ছোটপাত্রে অল্প চার টেবিল চামচ সরষের তেল নিন। তারমধ্যে কিছুটা পরিমাণ মেথি দিয়ে ফুটিয়ে নিন। সেই তেলটি ঠান্ডা করে, রাতে শোয়ার আগে মাথায় ভাল করে মেখে নিন। পরের দিন সকালে শ্যাম্পু করুন অবশ্যই। দেখবেন, রাতারাতি চুল ওঠা কমে যাবে।
চার টেবিল চামচ সরষের তেলে কয়েকটা কারিপাতা দিয়ে ফুটিয়ে নিন। সেই তেল ঠান্ডা হলে মেখে নিন। আধঘণ্টা মাথায় রেখে শ্য়াম্পু করে নিন। দেখবেন মাথায় নতুন চুল গজাবে।
কিছু পরিমাণ সরষের তেলে জবা ফুল মিশিয়ে, গরম করে নিন। সেই তেল ঠান্ডা হলে মাথায় মাখুন। আধঘণ্টা রেখে শ্যাম্পু করে নিন। দেখবেন চুল ঝলমলে হবে। চুলের গোড়া শক্ত হবে।
